নীল জারকন পাথরের অপকারিতা (Side Effects of Zircon Gemstone)
নীল জারকন পাথরের অপকারিতা: জ্যোতিষীদের মতে ওপাল শুক্রের একটি রত্ন, অর্থাৎ শুক্র গ্রহের মণি। জীবনের সুখ, সুবিধা, শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা সব মানুষের মধ্যেই রয়েছে। মানুষ তাদের পেতে কি না করে? শুক্র মানে সমৃদ্ধি, একথা সবাই জানেন। জারকন রত্নপাথরের এই সবকটি দেওয়ার ক্ষমতা রয়েছে, কারণ এই রত্নটি শুক্র গ্রহের প্রতিনিধিত্ব করে। জ্যোতিষীবিদ এবং বাস্তু বিশেষজ্ঞদের মতে সেগুলি অর্জনের জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক উপায় বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হল জারকন পাথরের প্রতিকার।
আরও জানুন: রত্ন পাথর শোধন করার নিয়ম ও মন্ত্র জানতে ভিডিওটি দেখুন
কোন দেশের জারকন পাথরটি ভাল?
এই রত্ন – পৃথিবীর বিভিন্ন দেশে জারকন পাথর পাওয়া গেলেও অষ্ট্রেলিয়া প্রধান প্রাপ্তিস্থান। ব্রাজিল এবং ফ্লোরিডা পাথরের ক্ষনি থেকে জারকন উজ্জ্বলতর ও বিবর্ণ হয়ে থাকে। ভারতে জারকন পাথরের বেশ কয়েকটি ক্ষনি রয়েছে। এটা মনে রাখা উচিত যে জারকন পাথর বিবর্ণ হতে পারে। তাদের উৎপত্তি স্থানের উপর নির্ভর করে, তারা রঙিন বা স্বচ্ছ হতে পারে।
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Gemstone)
কারা জারকন পরবেন, কারা পড়বেন না?
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে জারকন শুক্র গ্রহের খারাপ ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বৃষ রাশি ও তুলা রাশি এই রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল জারকন স্টোন। এই পাথর বৃষ রাশি, তুলা রাশির গুণমান বৃদ্ধিতে কাজ করে। তবে এক্ষেত্রে অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা জারকন পাথর ধারনে খুব সাবধান জারকন রত্নপাথর উপযোগী না হলে সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে। ভাল স্বাস্থ্য, ভালবাসা এবং সমৃদ্ধির জন্য জারকন পাথর। জারকন পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে ধারন করতে পারেন।
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
জারকন ধরনে সঠিক আঙুল কোনটি? নীল জারকন পাথরের অপকারিতা?
অভিজ্ঞ জ্যোতিষী বা রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে হাতের তর্জনীতে বা কনিষ্ঠা আঙ্গুলে অথবা অনামিকায় জারকন স্টোন ধারন করলে প্রচুর উপকার পাওয়া যায়। ডান হাতে অথবা বাঁ হাতে- নির্বিশেষে যে কোনও হাতের তজনী, মধ্যমা ও কনিষ্ঠা আঙ্গুলে পরতে পারেন। তবে আপনি যে হাত দিয়ে লেখেন সেই হাতে এটি পরলে শুভ ফল পাবেন। জারকন পাথরের অপকারিতা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের ব্রাজিলের বা অষ্ট্রেলিয়ার জারকন পাথর ধারন করতে হবে। পরামর্শ ছাড়া কোনো আসল খাঁটি জারকন পাথর ব্যবহার করা উচিত নয়। এটি পরার আগে সর্বদা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা জরুরি।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
আপনার জন্য জারকন কত ক্যারেট সঠিক? নীল জারকন পাথরের অপকারিতা?
যে কোনও বয়সে জারকন পরতে নেই। শুক্রর দশার গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য জারকন পাথর ধারণ করা হয়ে থাকে, গ্রহ দশা অনুযায়ী আপনার কত ওজনের জারকন স্টোন ধারন করা উচিত ও আপনার জন্য শুভ হবে? অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ি আপনার বয়স অনুপাতে কত সাইজের মধ্যে জারকন পাথরের আংটি বা জারকন পাথরের লকেট করে আপনি ধারন করতে পারবেন সেই বিষয়টি সঠিকভাবে জেনে তা ধারন করবেন। যে কোনও রত্ন ধারণের পূর্বে রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। তা না হলে জারকন পাথরের ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের যশ ও প্রতিষ্ঠা লাভে জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। তখন হতাশ হয়ে পড়তে পারেন।
আপনার জন্য জারকন কত ক্যারেট সঠিক?
জ্যোতিষীদের মতে জারকন শুক্রের একটি রত্ন, অর্থাৎ শুক্র গ্রহের মণি। জারকন পরলে যশ ও প্রতিষ্ঠা লাভ করা যায়। শুধু তাই নয় নানা রোগ থেকে মুক্তিও দিতে পারে এই রত্ন। মধুমেহ ও চোখের রোগ সারিয়ে তুলতে জারকন সাহায্য করে। আবার এটি পরলে ব্যক্তির ভাগ্য বৃদ্ধি হয়। জারকন শুক্রের রত্ন। তাই এটি পরলে কোষ্ঠিতে শুক্রের পরিস্থিতি মজবুত হয়। কোনও ব্যক্তির জারকন সহ্য হলে, তাঁর জীবনে সুখ ও সুবিধার আগমন ঘটে। শিল্প, চলচ্চিত্র ও সঙ্গীত জগতের সঙ্গে জড়িত ব্যক্তিরা জারকন পরলে সাফল্য লাভ করতে পারেন। জারকন প্রেম বা দাম্পত্য সম্পর্কে মাধুর্য আনে। অনেকে আবার নকল জারকন রত্নপাথর ধারণ করেন, ফলে দীর্ঘদিন জারকন পাথর ধারণ করেও কোনো উপকার পান না। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে জারকন পাথর ধারন করেন, তাহলে জারকন কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতেও পারে আপনার মানবজীবনে আবার ভাঙা জারকন পরলে দুর্ঘটনা ঘটতে পারে আর্থিক লোকসান হতে পারে।
জারকন স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে জারকন রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে জারকন পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। জারকন পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন