(জিরকন) জারকান পাথরের গুনাগুন (Jarkan Stone Benefits in Astro)
(জিরকন) জারকান পাথরের গুনাগুন: জীবনের সুখ, সুবিধা, শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা সব মানুষের মধ্যেই রয়েছে। মানুষ তাদের পেতে কি না করে? শুক্র মানে সমৃদ্ধি, একথা সবাই জানেন। জারকন রত্নপাথরের এই সবকটি দেওয়ার ক্ষমতা রয়েছে, কারণ এই রত্নটি শুক্র গ্রহের প্রতিনিধিত্ব করে। জ্যোতিষীবিদ এবং বাস্তু বিশেষজ্ঞদের মতে সেগুলি অর্জনের জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক উপায় বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হল (জিরকন) জারকান পাথরের প্রতিকার। দেখে নেওয়া যাক জারকন পাথরের বিশেষ গুণ গুলি —।
আরও জানুন: রত্ন পাথর শোধন করার নিয়ম ও মন্ত্র জানতে ভিডিওটি দেখুন
(জিরকন) জারকান পাথরের গুনাগুন?
জ্যোতিষ শাস্ত্রের আর এক শাখা রত্নশাস্ত্র বিভিন্ন রত্ন ধারণের মাধ্যমে গ্রহের অশুভ প্রভাব দূর ও গ্রহ মজবুত করার কথা বলে। এই উদ্দেশ্যে রত্নশাস্ত্রে বিভিন্ন রত্ন ও তাদের উপরত্নের উল্লেখ পাওয়া যায়। এমনই একটি উপরত্ন হল সাদা জারকন। এই রত্নের ওপর শুক্রের আধিপত্য থাকে। শুক্র সংক্রান্ত দোষ কাটিয়ে ওঠার জন্য এই রত্ন ধারণ করা যেতে পারে।
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Gemstone)
জারকন ব্যবহার করলে কী সুফল পাবেন?
হীরার বদলে শুক্র গ্রহের জন্য (জিরকন) জারকান ধারণ করা হয়। হীরা উৎপন্ন হয় কয়লা থেকে। রত্ন পাথর জারকন পাথর বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে সাদা এবং নীল জারকন সব থেকে বেশী ব্যবহার হয়ে থাকে। আর নীল জারকন কে শনি গ্রহের পাথর বলা হয়ে থাকে। শুক্র গ্রহ সৌন্দর্য ও আভিজাত্যর প্রতীক ফলে জারকন পাথর ব্যবহারে সৌভাগ্য, সৌন্দর্য ও সম্পদ বৃদ্ধি পায়। জারকন সম্পর্কের মধ্যে আনন্দ, ভালোবাসার জন্ম দেয়। বৈবাহিক জীবনেও এর প্রভাব রয়েছে।।
- যে সকল মানুষ সঙ্গিত, অভিনয়, জনসংযোগ, চিত্রশিল্প অথবা লেখালেখির সাথে জড়িত তাদের জন্য জারকন খুব খুব উপকারী।জারকন পাথর শয়তানের খারাপ প্রভাব, ভয় ভিতি দূর করে আত্ম বিশ্বাস বৃদ্ধি করে। মধ্য যুগ থেকেই মনে করা হয় জারকন পাথর প্রশান্তির ঘুম, উন্নতি, সম্মান এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি করে।
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
কারা পরবেন? কারা ভুলেও ধারণ করবেন না?
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে জারকন শুক্র গ্রহের খারাপ ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। এই রত্নটি শুক্র গ্রহের উপরত্ন হিসাবে ব্যবহত হয়। পশ্চিম জ্যোতিষাচার্য মতে বিশেষ করে বৃষ রাশি ও তুলা রাশি এই রাশির জাতক/জাতিকাদের যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল (জিরকন) জারকান স্টোন। এই পাথর বৃষ রাশি, তুলা রাশির গুণমান বৃদ্ধিতে কাজ করে। তবে এক্ষেত্রে অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা জারকন পাথর ধারনে খুব সাবধান জারকন রত্নপাথর উপযোগী না হলে সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে। ভাল স্বাস্থ্য, ভালবাসা এবং সমৃদ্ধির জন্য জারকন পাথর। জারকন পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে ধারন করতে পারেন।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
(জিরকন) জারকান স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে জারকান রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে জারকান পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। জারকান পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন