ব্লু জারকন পাথরের উপকারিতা (Benefits of Blue Zircon Stones)
ব্লু জারকন পাথরের উপকারিতা: এটি শুক্র গ্রহের ফল দায়ক। বর্ণভেদে শনি গ্রহেরও সুফল দায়ক। জিরকন নারী পুরুষের বিভিন্ন প্রকার যৌন রোগে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পার। আসুন জেনে নেওয়া যাক এই রত্ন পাথর পরার উপকারিতা এবং সঠিক পদ্ধতি সম্পর্কে। হীরা রত্নটি খুবই মূল্যবান। সাধারণত সকলের পক্ষে হীরা ধারণ করা সম্ভব হয় না। সেই করণে হীরার বদলে শুক্র গ্রহের জন্য জারকন ধারণ করা হয়। হীরা উৎপন্ন হয় কয়লা থেকে। কয়লা যখন ভূগর্ভে থাকে তখন প্রচণ্ড তাপে ও চাপে হীরায় পরিণত হয়। আর জারকন তৈরি হয় কাঠকয়লা থেকে। আসুন জেনে নেওয়া যাক এই রত্ন পাথর পরার উপকারিতা এবং সঠিক পদ্ধতি সম্পর্কে।
আরও জানুন: রত্ন পাথর শোধন করার নিয়ম ও মন্ত্র জানতে ভিডিওটি দেখুন
ব্লু জারকন পাথরের উপকারিতা?
সব সময় খেয়াল রাখতে হবে যে জারকন পাথরটি যেনো আমাদের গায়ের সঙ্গে লেগে থাকে। জারকন পাথর ধারণের মেনে চলা উচিৎ কিছু নিয়ম নয়তো কাজ হতে পারে উল্টো। আঙুলে রত্ন ধারণ সম্ভব না হলে তা বাহুতে বা গলায় ধারণ করা যায় তবে তার এফেক্ট খুব কম হয়। পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের/জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে ধারন করবেন।
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Gemstone)
জারকন ব্যবহার করলে কী সুফল পাবেন?
বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে সাদা এবং নীল জারকন সব থেকে বেশী ব্যবহার হয়ে থাকে। সাদা জারকন পাথরকে শুক্র গ্রহের পাথর বলা হয়ে থাকে। আর নীল জারকন কে শনি গ্রহের পাথর বলা হয়ে থাকে। যা হীরার পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে। শুক্র গ্রহ সৌন্দর্য ও আভিজাত্যর প্রতীক ফলে জারকন পাথর ব্যবহারে সৌভাগ্য, সৌন্দর্য ও সম্পদ বৃদ্ধি পায়।জারকন পাথর ব্যবহার ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ উপকারী।জারকন পাথর ব্যবহার সম্পর্কের মধ্যে আনন্দ, ভালোবাসার জন্ম দেয়। বৈবাহিক জীবনেও এর প্রভাব রয়েছে।যে সকল মানুষ সঙ্গিত, অভিনয়, জনসংযোগ, চিত্রশিল্প অথবা লেখালেখির সাথে জড়িত তাদের জন্য জারকন স্টোন খুব খুব উপকারী।।
- জারকন পাথর শয়তানের খারাপ প্রভাব, ভয় ভিতি দূর করে আত্ম বিশ্বাস বৃদ্ধি করে।ঘুমের মাঝে দুঃস্বপ্ন দেখা থেকে রক্ষা করে জারকন স্টোন (Zircon Pathor) এবং প্রশান্তির ঘুমে সাহায্য করে।এ পাথর হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে।মধ্য যুগ থেকেই মনে করা হয় জারকন পাথর প্রশান্তির ঘুম, উন্নতি, সম্মান এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি করে।।
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
কোন রাশির জন্য জারকন উপকারি? ব্লু জারকন পাথরের উপকারিতা?
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে জারকন পাথর শূক্র গ্রহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে) ও তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর) এই রাশির জাতক/জাতিকাদের জন্য উপযুক্ত শুভ রত্ন পাথর বার্থস্টোন হচ্ছে জারকন স্টোন। বৃষ রাশি ও তুলা রাশি ছাড়া অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা জারকন পাথর ধারণ করার ক্ষেত্রে অথবা যে কোনও রত্ন ধারণের পূর্বে রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের/জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে ধারন করবেন।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
ভালো জারকন পাথর কোথায় পাওয়া যায়?
এই রত্ন – পৃথিবীর বিভিন্ন দেশে জারকন পাথর পাওয়া গেলেও অষ্ট্রেলিয়া প্রধান প্রাপ্তিস্থান। ব্রাজিল এবং ফ্লোরিডা পাথরের ক্ষনি থেকে জারকন উজ্জ্বলতর ও বিবর্ণ হয়ে থাকে। ভারতে জারকন পাথরের বেশ কয়েকটি ক্ষনি রয়েছে। এটা মনে রাখা উচিত যে জারকন পাথর বিবর্ণ হতে পারে। তাদের উৎপত্তি স্থানের উপর নির্ভর করে, তারা রঙিন বা স্বচ্ছ হতে পারে।
জারকন স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে জারকন রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে জারকন পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। জারকন পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন