Astrological Benefits of Red Coral Stone (লাল প্রবাল পাথরের উপকারিতা) : প্রবাল হল সমুদ্রগর্ভ জাত এক প্রকার উদ্ভিদ। উষ্ণ সমুদ্রে বসবাসকারী প্রায় উদ্ভিদ জাতীয় প্রবাল নামক প্রাণীর কঙ্কাল থেকে রত্নটির উৎপত্তি। এর থেকে উৎপত্তি হওয়া রস প্রবালকে ইংরেজিতে রেড কোরাল, হিন্দিতে মুঙ্গা, ফারসী ও আরবীতে মারজান। জ্যোতিষশাস্ত্র মতে, (Planet Mars) মঙ্গল গ্রহের সমস্যা থাকলে এই পাথর ধারণ করার পরামর্শ দেন জ্যোতিষীরা। মঙ্গল গ্রহ দ্বারা শাসিত লাল প্রবাল রত্ন পাথর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই পাথর রাগ কাটিয়ে উঠতে সাহায্য করে। এর পাশাপাশি, এটি ব্যক্তির কুণ্ডলীতে মাঙ্গলিক দোষ এবং দাম্পত্য জীবনে সমস্যা কমাতেও উপকারী। এই রত্ন আপনার ধারণ করা উচিত কিনা তা একজন দক্ষ জ্যোতিষীই বলতে পারবেন। কাদের, কখন এবং কেনো রক্ত প্রবাল পাথর ধারণ করা উচিত জেনে নিন —
(১) রক্ত প্রবাল পাথর ব্যবহার করলে কী সুফল পাবেন?
(২) কোন রাশির জন্য রক্ত প্রবাল পাথর উপকারি?
(৩) ভালো রক্ত প্রবাল পাথর কোথায় পাওয়া যায়?
রক্ত প্রবাল পাথরের উপকারিতা জানতে ভিডিওটি দেখুন |
(১) রক্ত প্রবাল পাথর ব্যবহার করলে কী সুফল পাবেন?
(Red Coral – Moonga – White Coral Stone – Lal Probal Pathar) আসল মুঙ্গা লাল প্রবাল পাথরের উপকারিতা এ পাথর ধারণ করলে পজিটিভ এনার্জি শরীরে প্রবাহিত হয়। চিন্তাভাবনায় নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ এনার্জি আসে। প্রথমত রক্ত প্রবাল পাথর শত্রুতার মাঝে জয় পেতে সাহায্য করে থাকে। যে কোন বাধা থেকে পরিত্রাণ, শত্রুকে পরাজিত করে জয় পেতে সাহায্য করে। যাদের বিয়েতে সমস্যা বা নানান বাঁধার সম্মুখীন হতে হচ্ছে তাদের জন্য রক্ত প্রবাল পাথর ব্যবহার উপকারী হতে পারে। সম্পদ লাভ বা সম্পদ বৃদ্ধিতে মঙ্গল গ্রন্থের প্রভাব থেকে থাকে বলে রক্ত প্রবাল পাথর এ সংক্রান্ত কাজে উপকারী। এই রত্ন পাথর একজন ব্যক্তিকে অলস মনোভাব কাটিয়ে উঠতে সাহায্য করে। এছাড়াও এটি কোনও ব্যক্তিকে শক্তি এবং যুক্তিক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এ পাথর দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। সাহস বৃদ্ধির সাথে সাথে রক্ত প্রবাল দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। রত্ন পাথর রক্ত প্রবাল পাথর আত্ম বিশ্বাস বৃদ্ধি করে থাকে। লাল প্রবাল রত্ন পাথর ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলে। এটি বিষণ্নতা থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। এই পাথর রাগ কাটিয়ে উঠতে সাহায্য করে। এর পাশাপাশি, এটি ব্যক্তির কুণ্ডলীতে মাঙ্গলিক দোষ এবং দাম্পত্য জীবনে সমস্যা কমাতেও উপকারী। রক্ত প্রবাল পাথর পরিবারের সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। যে সকল মানুষ ঋণের জালে আটকা পরেছে, বা যারা ঋণের বোঝা বহন করছে তাদের জন্য মঙ্গলের ভালো প্রভাবের জন্য রত্ন পাথর রক্ত প্রবাল পাথর ব্যবহার গুরুত্ব পূর্ণ। মঙ্গল গ্রহের খারাপ প্রভাবের কারনে খিটমিটে মেজাজ, অতিরিক্ত রাগ, অধৈর্য, কাজে কর্মে অস্থিরতা হয়ে থাকে। তাই এ বিষয় গুলোতে ভালো ফল পাওয়া যায়। অশুভ মঙ্গলকে বশে আনতে এই পাথর বিশেষ কার্যকর। সূর্যও নির্দিষ্ট গ্রহলোক থেকে তেজ শোষণ করে প্রবাল মানবদেহে তার নীরব প্রভাব ফেলে । প্রবাল প্রকৃতির শ্রেষ্ঠ উপহার । জ্যোতিষশাস্ত্র মতে, লাল প্রবাল নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহকে। এই গ্রহ সুস্বস্থ্য, সাফল্য, আত্মবিশ্বাস, সাহস, মনোঃসংযোগের প্রতীক রূপে চিহ্নিত। তাই মঙ্গল দুর্বল হলে এই সমস্ত সমস্যাগুলি দেখা দিতে পারে। আর এই সমস্যা এড়ানোর জন্যই লাল প্রবাল বা পলা ধারণের পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা।
(২) কোন রাশির জন্য রক্ত প্রবাল পাথর উপকারি?
লাল প্রবাল পাথরের উপকারিতা জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে রক্ত প্রবাল মঙ্গলের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল) বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর) ও মীন রাশি (১৯ ফ্রেব্রুয়ারি থেকে ২০ মার্চ) এই রাশির জাতক/জাতিকাদের শুভ রত্ন পাথর বার্থস্টোন হচ্ছে রক্ত প্রবাল পাথর। মেষ রাশি, বৃশ্চিক রাশি , ও মীন রাশি ছাড়া অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা রক্ত প্রবাল পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। তা না হলে রক্ত প্রবাল পাথর ব্যবহারে আপনার অনেক ক্ষতি হয়েও যেতে পারে।
আমাদের সংগ্রহে রত্নপাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Red Coral Gemstone |
(৩) – ভালো রক্ত প্রবাল পাথর কোথায় পাওয়া যায়?
ক্যাটস এই রত্ন- পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। পৃথিবীতে সব রত্নপাথর মাটির নিচে পাওয়া যায় কিন্তু শুধুমাত্র প্রবাল ও মুক্তা পানির নিচে পাওয়া যায়। ভুমধ্যসাগর, প্রশান্ত মহাসাগর, ফ্রান্স আলজেরিয়া, মরক্কো, বাংলাদেশের সেন্ট মার্টিন প্রভৃতি দেশের দ্বীপে ও সমুদ্র প্রবাল পাওয়া গেলেও গোটা বিশ্বে ইতালি ও জাপানের লাল প্রবালের কদর খুব বেশী ও সর্বশ্রেষ্ঠ। রত্নপাথরটি ভিবিন্ন রকম দামের আছে, তবে দাম নির্ভর করে – রক্ত প্রবাল পাথরের ভাল কালার, রক্ত প্রবাল পাথরের ভাল কাটিং, ভাল কোয়ালিটি, রক্ত প্রবাল পাথরের ভাল পলিশ, রক্ত প্রবাল পাথরের ওজন, ও ভাল স্থানের পাথরের উপর যেমন ধরুন ইতালি রক্ত প্রবাল পার রতি সর্বনিন্ম 1000 হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে, এমন ভাবে রত্নের ভিবিন্ন রকম দাম এর মাঝে পাওয়া যায় – দেশ ও কোয়ালিটি অনুযায়ি। তাই রক্ত প্রবাল পাথরের সঠিক দাম জানতে অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞে সাথে আলোচনা করে কেনার চেষ্টা করুন। পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪২ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল ক্যাটস আই পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055