সাদা টোপাজ পাথরের অপকারিতা (White Topaz Stone Side Effects)
সাদা টোপাজ পাথরের অপকারিতা: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অন্যতম একটি গুরুত্বপূর্ণ রত্ন হল টোপাজ পাথর। এই রত্ন নানান রঙের লাল টোপাজ, নীল টোপাজ, গাঢ় নীল, গোলাপি টোপাজ, কমলা, হলুদ, বাদামী হলেও সব থেকে সুন্দর টোপাজ পাথরের রঙ হচ্ছে হলুদ ও নীল রঙের। বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য এই রত্ন পরা হয়। কোনও কোনও রাশির জাতকদের যে রত্ন ভাগ্য ফল এনে দিতে পারে, অন্য কোনও রাশির জাতকের ক্ষেত্রে সেই রত্নই ক্ষতিকর হয়ে দেখা দিতে পারে। সব রত্ন কি সবার জন্য সমান উপযোগী? জ্যোতিষশাস্ত্র বলছেন একদমই নয়।
আরও জানুন: রত্ন পাথর শোধন করার নিয়ম ও মন্ত্র জানতে ভিডিওটি দেখুন
কোন দেশের টোপাজ পাথরটি ভাল? সাদা টোপাজ পাথরের অপকারিতা
এই রত্ন – পৃথিবীর বিভিন্ন দেশে টোপাজ পাথর পাওয়া গেলেও শ্রীলংকান টোপাজ পাথর পৃথিবী বিখ্যাত প্রধান প্রাপ্তিস্থান। চেক রিপাবলিকে পাথরের ক্ষনি থেকে টোপাজ গুলি হলুদ না হয়ে বিবর্ণ হয়ে যায়। অস্ট্রেলিয়াতে রত্ন পাথর টোপাজ পাওয়া যায়। নাইজেরিয়া, নরওয়ে, ইতালি, এই দেশগুলিতে টোপাজ পাথরের বেশ কয়েকটি ক্ষনি রয়েছে। এই তিনুট দেশের পাশে, আপনার ব্রাজিল, এবং আমেরিকায় ক্ষনি রয়েছে। এছাড়াও আপনি পাকিস্থান, জাপান, রাশিয়া, জার্মান, তাসমানিয়া ছোট ক্ষনি খুঁজে পেতে পারেন। এটা মনে রাখা উচিত যে টোপাজ পাথর বিবর্ণ হতে পারে। তাদের উৎপত্তি স্থানের উপর নির্ভর করে, তারা রঙিন হলুদ বা স্বচ্ছ স্ফটিক হতে পারে।
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Gemstone)
কারা টোপাজ পাথর পরবেন, কারা পড়বেন না?
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে পোখরাজ বৃহস্পতি গ্রহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী বৃশ্চিক রাশি (23 Oct – 21 Nov) ও ধনু রাশি (Nov 22 – Dec 20) এবং মীন রাশি Feb 19 – March 20 এই রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল টোপাজ স্টোন বা পোখরাজ পাথর।
- বৃশ্চিক রাশি ও ধনু রাশি এবং মীন রাশি ছাড়া অন্য রাশির জাতক-জাতিকারা টোপাজ স্টোন বা পোখরাজ পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে পোখরাজ গ্রহণ করেন, তাহলে বৃহস্পতি গ্রহের অশুভ প্রবাভ কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে।
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
টোপাজ ধরনে সঠিক আঙুল কোনটি? সাদা টোপাজ পাথরের অপকারিতা
অভিজ্ঞ জ্যোতিষী বা রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জাতক বা জাতিকারা হাতের তর্জনী আঙ্গুলে টোপাজ পাথর ধারন করলে প্রচুর উপকার পাওয়া যায় এবং ডান হাতে অথবা বাঁ হাতে- নির্বিশেষে যে কোনও হাতেই তর্জনী আঙ্গুলে পোখরাজ পাথর ধারন করতে পারেন। তবে আপনি যে হাত দিয়ে লেখেন সেই হাতে এটি পরলে শুভ ফল পাবেন। টোপাজ পাথরের অপকারিতা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের শ্রীলংকান বা চেক রিপাবলিকের টোপাজ পাথর ধারন করতে হবে। কিন্তু অন্য আঙ্গুলে পরার্মশ ছাড়া পড়লে বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব আপনার জীবনের সব দিকে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। টোপাজ ব্যবহারে উপকার যতোটুকু, তার থেকে বেশি ক্ষতিকর। সঠিক পরামর্শ ছাড়া কোনো টোপাজ পাথরই ব্যবহার করা উচিত নয়।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
আপনার জন্য টোপাজ কত ক্যারেট সঠিক?
বৃহস্পতি গ্রহ দশার গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য টোপাজ ধারণ করা হয়ে থাকে, গ্রহ দশা অনুযায়ী আপনার কত ওজনের টোপাজ পাথর ধারন করা উচিত ও আপনার জন্য শুভ হবে? এই বিষয়টি অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞ, জহুরীদের কাছ থেকে সঠিকভাবে জেনে তা ধারন করবেন। পরামর্শ অনুযায়ি কত সাইজের মধ্যে আংটি বা লকেট করে আপনি ধারন করতে পারবেন সঠিক ভাবে জানার পরই টোপাজ পাথর কেনার চেষ্টা করবেন। কারন আপনার বয়সের উপর – আপনার উপর গ্রহের প্রভাব – আপনার হাতের রং – রত্নপাথরের শুভ কালার নির্বাচন ইত্যাদি আরো গুরুত্বপূন্য বিষয় গুলো অভিজ্ঞ একজন (জহুরী) রত্ন বিশেষজ্ঞ অথবা তান্ত্রিক জ্যোতিষবিদই বলতে পারবেন কত ওজনের টোপাজ পাথর আপনার জন্য শুভ হবে। না জেনে পড়লে টোপাজ পাথরের ব্যাপক ক্ষতিকর প্রভাবে আমাদের ব্যক্তিগত জীবনে, চাকরি লাভে বাধা বিপত্তি দেখা দেয়, উচ্চ পদ লাভে প্রতিবন্ধকতা সৃষ্টি, রাজনৈতিক ক্ষেত্রে অতিষ্ঠ করে তুলতে পারে। তখন হতাশ হয়ে পড়তে পারেন।
টোপাজ পাথর কি সবার জন্য সমান উপযোগী?
গ্রহদের যেমন নিজস্ব তেজ বিকিরণের ক্ষমতা আছে, প্রতিটি রত্মেরও তেমনি পৃথক পৃথক তেজ আহরণের ক্ষমতা আছে। সূর্য এবং গ্রহমন্ডল থেকে বেরিয়ে আসা এই আলোক রশ্মিই আমাদের উপর নানা ভাবে কাজ করে। অনেকে আবার নকল টোপাজ পাথর ধারণ করেন, ফলে দীর্ঘদিন টোপাজ পাথর ধারণ করেও কোনো উপকার পান না। একটি কথা মনে রাখতে হবে যে, ভুল ঔষধ সেবনের কারণে বা প্রয়োজন ব্যতিত ঔষধ ব্যবহারে যেমন জীবননাশ বা ক্ষতি হতে পারে: তেমনি প্রয়োজন ছাড়া রত্ন ব্যবহার বা যথার্থ রত্নের ভুল ব্যবহারের কারণেও মারাত্বক ক্ষতি হওয়ার সম্ভাবনাও প্রচুর। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে টোপাজ পাথর ধারন করেন, তাহলে টোপাজ পাথর কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি করতে পারে আপনার মানবজীবনে ও কাজে চরম বাধা লক্ষ করতে পারবেন। টোপাজ পাথর ধারণ করার নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি আছে। সেগুলি মেনে এই রত্ন ধারণ করলে তবেই কাঙ্খিত ফল পাওয়া যায়।
টোপাজ স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে টোপাজ রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে টোপাজ পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। টোপাজ পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন