কোন আঙুলে পোখরাজ রত্ন পাথর ধারণ করবেন? Which Finger To Wear Yellow Sapphire Ring: দুই হাতের আটটি আঙুলেই গ্রহরত্ন (Graharatna) ধারণ করা যায়, একমাত্র বৃদ্ধাঙ্গুল বাদে। প্রত্যেকটি আঙুলের সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগসূত্র আছে বিভিন্ন নার্ভের দ্বারা। তাই আঙুলে রত্নপাথর ধারণ করলে সবচেয়ে বেশি কাজ দেয়। আমাদের জীবন নানা সমস্যায় ভরা। যেমন: গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে, তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। মানব জীবনে বাধা কাটাতে (Consult an Astrologer) জ্যোতিষীরা রত্ন পাথর ধারণের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু রত্ন পাথর ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি। তা না হলে রত্নপাথর ধারণে উপযুক্ত ফল মেলে না। যেমন: কোন রত্ন কোন আঙুলে ধরণ করলে উপযুক্ত ফল মিলবে এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী বা নির্দেশ রয়েছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক —
(১) পোখরাজ পাথর ধারনেরে ক্ষেত্রে! ভুল করছেন না তো?
(২) সঠিক আঙুলে পরলেই বদলাবে আপনার ভাগ্য! কি ভাবে জানতে চান?
(৩) পোখরাজ পাথরের সুফল পেতে নির্দিষ্ট আঙুল কোনটি ? আপনি কি জানেন?
পোখরাজ পাথর কোন আঙুলে পরে এ সর্ম্পকে জানতে ভিডিওটি দেখুন |
(১) পোখরাজ পাথর ধারনেরে ক্ষেত্রে! ভুল করছেন না তো?
অনেককেই দেখা যায় Yellow Sapphire – পোখরাজ পাথর মধ্যমাতে ধারণ করেন এক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কখনোই Index Finger/Pointer Finger (ইনডেক্স ফিঙ্গার/তর্জনী আঙ্গুল – শাহাদাত আঙ্গুল) Tarjani Ungli ছাড়া অন্য কোন আঙুলে খাঁটি পোখরাজ পাথর ধারণ করবেন না। তর্জনীর আঙ্গুলের সঙ্গে যোগসূত্র আছে রেসপিরেটরি সিস্টেম ও স্টম্যাকের। (Yellow Sapphire – Pukhraj Stone) আসল পোখরাজ উপযোগী না হলে জীবনে কাঙ্খিত ফল পাওয়া যায় না এমনকি জীবনে নানা সমস্যায় জর্জরিত হতে পড়েন। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে পোখরাজ পাতর গ্রহণ করেন, তাহলে (Jupiter Planet) বৃহস্পতি অশুভ প্রবাভ কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে। সর্বপ্রথমে সঠিক (Pukhraj Stone) পোখরাজ পাথর কেনা দরকার যা আমাদের উপকারে আসবে। তাই আমাদের জন্য উপযোগী সঠিক শুভ রত্ন পোখরাজ নির্বাচন করা খুবই প্রয়োজনী।
(২) সঠিক আঙুলে পরলেই বদলাবে আপনার ভাগ্য! কি ভাবে জানতে চান?
কোন আঙুলে পোখরাজ রত্ন পাথর ধারণ করবেন: গ্রহ দশা অনুযায়ী বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য পোখরাজ রত্ন পাথর সঠিক নিয়মে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে পোখরাজ স্টোন আপনার কাজের হাতের তর্জনী আঙ্গুলে এ পরা উচিত। তর্জনী আঙ্গুলটি বৃহস্পতি দ্বারা শাসিত এবং বৃহস্পতি পর্বটি হাতের তালুর মাঝের আঙুলের পাশে নিচে অবস্থিত। আপনি যেকোন হাতের তর্জনী আঙ্গুলে পোখরাজ পাথর ধারন করতে পারবেন, তবে ডান হাতে যেহেতু আপনার কর্ম হাত সেই হাতে পোখরাজ পাথর ধারণ করলে সব চাইতে ভাল হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে আঙুল পরিবর্তন করা যায়। আবার বিশেষ কিছু (Gemstones) রত্ন ডান হাতের আঙুলে আবার বিশেষ কিছু রত্ন বাঁ হাতের আঙুলে ধারণ করতে হয়।
আমাদের সংগ্রহে রত্নপাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Yellow Sapphire Stone |
(৩) পোখরাজ পাথরের সুফল পেতে নির্দিষ্ট আঙুল কোনটি ? আপনি কি জানেন?
সুফল পেতে এখনি আপনার হাতে লক্ষ করুন পোখরাজ পাথরটি ঠিক ভাবে পড়েছেন তো? যদি পোখরাজ পাথরটি আপনার জন্য যথার্থ হয় তাহলে খেয়াল রাখতে হবে যে পোখরাজ পাথর যেনো আমাদের শরীরের সঙ্গে লেগে থাকে। যদি পোখরাজ আলগা ভাবে পরা হয় তাহলে কিন্তু কোনো লাভই হবে না। কোনোভাবেই উপকৃত হবেন না। তাই সব সময় খেয়াল রাখতে হবে যে (Yellow Sapphire Gemstone Finger Ring) পোখরাজ পাথরের আংটি বা Pukhraj Stone Pendent Loket) লকেট যেনো আমাদের গায়ের সঙ্গে পাথরের নিচের অংশটি লেগে থাকে। পোখরাজ পাথর ধারণের মেনে চলা উচিৎ কিছু নিয়ম নয়তো কাজ হতে পারে উল্টো। আঙুলে রত্ন ধারণ সম্ভব না হলে তা বাহুতে বা গলায় ধারণ করা যায় তবে তার এফেক্ট খুব কম হয়।
পোখরাজ গ্রহণ করার পর পরই বৃহস্পতি গ্রহের গুণ অনুভব করতে পারবেন। কারন পোখরাজ অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী একটি (Graharatna) গ্রহরত্ন। আরেকটি জিনিস মাথায় রাখা উচিত যে (Rashi Ratno) রাশিরত্ন পোখরাজ কিন্তু বৃহস্পতি গ্রহের রত্ন এবং বৃহস্পতি কিন্তু যারা কঠোর পরিশ্রম করে তাদেরই সুফল দেন। তাই যদি আমরা কঠোর পরিশ্রম করে ফলে পেতে আগ্রহী হই তাহলেই কিন্তু পোখরাজ পাথর আমাদের জন্য কার্যকর হবে। যে কোন রত্ন পাথর ধারন করার পূর্বে আপনারা সব সময় (Gem Expert) ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে (Johri) জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী (Purification – Suddha Sodhan) শুদ্ধ শোধন করে পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন।
জীবনে অস্থিরতা, অলসতা কাটাতে, নানা ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে, দুর্দশা কাটাতে, মানসিক শান্তি ফিরিয়ে আনতে এবং বৃহস্পতি গ্রহের প্রতিকারে পোখরাচ ব্যবহারে উপকার পাওয়া যায়। কিন্তু পোখরাজ পাথর যে কেউ চাইলেই ধারণ করতে পারেন না। পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের তান্ত্রিক জ্যোতিষ রত্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল পোখরাজ পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055