Benefits Wearing Topaz Gemstone (টোপাজ পাথরের উপকারিতা)
Benefits Wearing Topaz Gemstone (Yellow Topaj / Yellow Topaz / Golden Topaz / Golden Topaj) রাশি রত্ন পাথর টোপাজ বৃহস্পতি গ্রহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে বিশেষ উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মীন রাশি (Pisces) Feb 21- March 20 এবং ধনু রাশি (Sagittarius) Nov 21- Dec 20 তাদের বার্থস্টোন হচ্ছে টোপাজ অথবা পোখরাজ পাথর। পৃথিবীর বিভিন্ন দেশে টোপাজ পাথর পাওয়া গেলেও শ্রীলঙ্কার পোখরাজ পাথর পৃথিবী বিখ্যাত। মহান আল্লাহ্ প্রতি দিন প্রতি মুহূর্তে আমাদের অগণিত নেয়ামত দিয়ে থাকেন আমাদের জীবনে আরো সহজ ও সুন্দর করার জন্য। সেই অগনিত নেয়ামতের মধ্যেই রাশি রত্ন পাথর একটি অন্যতম নেয়ামত হয়ে আছে তার প্রভাব ও গুনের কারনে। এ সকল রাশিরত্ন পাথর মানুষকে সুস্থ রাখে, মানুষের শরীরে প্রভাব বিস্তার করে এবং বিভিন্ন উপকার করে থাকে সেই আদি কাল থেকেই। সারা পৃথিবীর সকল রত্ন পাথর বিশারদ এবং জ্যোতিষরা গবেষণা করে বেড়াচ্ছেন যে কিভাবে একটি রত্ন পাথর মানুষকে উপকার করতে পারে এবং কাকে উপকার করবে। টোপাজ পাথর একটি খুব বিক্ষাত পাথর মানুষকে সাহায্য করার জন্য। এটা কম দামে খুব বেশী উপকার করার মত একটি পাথর। যা জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে
আরও জানুন: রত্ন পাথর শোধন করার নিয়ম ও মন্ত্র জানতে ভিডিওটি দেখুন
রাসায়নিক গঠনসম্পাদনা উপাদান: (Chemical Composition) Benefits Wearing Topaz Gemstone?
উপাদান (Chemical Composition): কাঠিন্যতা (Hardness) : ৮
আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity) : ১.৬০৬ – ১.৬২৯ , ১.৬০৯ – ১.৬৩১
প্রতিসরণাংক Refractive Index): ৩.৪৯ – ৩.৫৭
সঠিক রাসায়নিক বিশ্লেষণ
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Gemstone)
টোপাজ পাথরের উপকারিতা কী? কেন ধারণ করা হয় এই রত্ন?
রত্ন পাথর হলুদ টোপাজ পাথর হচ্ছে ফ্লুরিন (Fluorine), সিলিকা (Silica) এবং অ্যালুমিনিয়াম (Aluminium) এর মিশ্রণে গঠিত একটি পাথর। মূল্যর দিক থেকে কম মূল্যর হবার পরেও হলুদ টোপাজ এর জুয়েলারি শিল্পে এবং জ্যোতিষী দিক থেকে অনেক বেশী মূল্যবান একটি পাথর। মিশরীয়রা বিশ্বাস করে হলুদ টোপাজ পাথর সূর্য রশ্মি জমা রাখে। টোপাজ এবং পোখরাজ পাথর এ দুইটি পাথরই বৃহস্পতি গ্রহের পাথর। তাই কেও কেও টোপাজ পাথর ব্যবহার করে আবার কেও কেও পোখরাজ পাথর ব্যবহার করে। ফলে জ্যোতিষ শাস্ত্র মনে টোপাজ এবং পোখরাজ পাথরের উপকারিতা প্রায় এক। টোপাজ পাথরের নানান উপকারের মধ্যে থেকে কিছু উপকারের কথা তুলে ধরা হল।
- Tradition of Ahl al Bait” থেকে পাওয়া যায়, যে ব্যাক্তি টোপাজ পাথর ব্যবহার করবে সে কখনই আল্লাহ্ চাইলে দরিদ্র হবে না কারন এটি সম্পদের সাথে সম্পৃক্ত
- যে সকল মানুষের বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সাথে আস্থা ভালোবাসার অভাব থাকে, যাদের বিবাহিত জীবনে সুখ অনুপস্থিত তাদের জন্য হলুদ টোপাজ বা গোল্ডেন টোপাজ পাথর ব্যবহার অনেক উপকার বয়ে আনতে পারে। ব্যবসায় ক্ষেত্র এবং চাকুরী জীবনে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। যাদের এসব ক্ষেত্রে প্রতিযোগিতার ফলে গোপন শত্রুর জন্ম নেয় তাদের জন্য টোপাজ পাথর (Topaz Stone) উপকারী।
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
হলুদ টোপাজ রত্ন পাথরের গুনাগুন ও উপকারিতা নিম্নরূপ?
টোপাজ পাথরের প্রভাব প্রথম কাজ করে সম্পদ বৃদ্ধিতে। টোপাজ পাথর (Topaz Stone) ব্যবহারে ফলে আয়ের পথের বিস্তার ঘটে এবং ব্যবসায় বাণিজ্য প্রসার হয়। এর ফলে নতুন নতুন সুযোগের সাথে সাথে উন্নতি আসতে থাকে। টোপাজ পাথর বা টোপাজ স্টোন বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। টোপাজ স্টোন ব্যবহারে ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর করে তোলে, ফলে মনের উপর কম প্রভাব ফেলেই কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জ্যোতিষ শাস্ত্র মতে হলুদ টোপাজ পাথর বা Yellow Topaz Stone ব্যবহারে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। কোঠর পরিশ্রমের সাথে সৌভাগ্য জুড়ে গেলে সফলতা কেও আটকাতে পারেনা। টোপাজ পাথর / Yellow Topaz Stone মানুষের সন্তান জন্মদানের ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং বিবাহিত জীবনকে শান্তির করে তোলে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যাদের বিবাহ হতে দেরি হচ্ছে বা সমস্যা হচ্ছে। যে সকল বিবাহ যোগ্য ছেলে মেয়েদের বিবাহ হতে বিলম্ব হচ্ছে অথবা অনেক চেষ্টা করেও বিবাহ হয়ে উঠছে না, টোপাজ পাথর ব্যবহার করা আল্লাহ্র ইচ্ছায় তাদের জন্য খুব খুব উপকার বয়ে আনতে পারে। ।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
Benefits Wearing Topaz Gemstone?
টোপাজ স্টোন ব্যবহারে ফলে ব্যবহারকারীর আত্মতৃপ্তি ও মনের শান্তি বৃদ্ধি পেয়ে থাকে। এমনও শোনা যায় যে, কথিত আছে এ পাথর ব্যবহার করলে জীবনে সুখ বৃদ্ধি পায়। আপনি যদি শয়তানের খারাপ দৃষ্টি থেকে বেঁচে থাকতে চান তাহলেও টোপাজ পাথর ব্যবহার করে দেখতে পারেন। অতীতের কষ্ট এবং মনের দুশ্চিন্তা কমাতে সাহায্য করে থেকে হলুদ টোপাজ পাথর। কাজ করছেন কিন্তু কাজে মনোযোগ দিতে পারছেন না? তাহলে একটি টোপাজ পাথর ব্যবহার করে দেখতে পারেন।
টোপাজ স্টোন ব্যবহারের ফলে শিক্ষা গ্রহনের ক্ষেত্রেও বিশেষ উপকার পাওয়া যায়। আপনি অনেক রেগে যাচ্ছেন? মাথা কি অনেক গরম? এমন ক্ষেত্রেও হলুদ টোপাজ পাথর ব্যবহার করে দেখতে পারেন। রাগ নিয়ন্ত্রণ এবং মিশুক স্বভাবের জন্য এ পাথরের বেশ সুনাম রয়েছে। কিছু কিছু শারীরিক সমস্যায় টোপাজ পাথর উপকার দিতে পারে। বিশেষ করে লিভারের সমস্যা, স্মৃতি কমে যাওয়া, অনিদ্রা, এজমা, আরথারাইটিস সহ কিডনি রোগের সমস্যায় উপকার পাওয়ার তথ্য পাওয়া যায়।
টোপাজ স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে টোপাজ রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে টোপাজ পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। টোপাজ পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি অরিজিনাল টোপাজ পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055।