পোখরাজ পাথর কোন আঙুলে পরে (Which Finger To Wear Pukhraj)
প্রায় সময়ই আমাদেরকে ফোন করে অনেক কাস্টমার বা আমাদের ক্লায়েন্ট আমাদের কাছ থেকে জানতে চান, পোখরাজ রত্ন পাথরটি সঠিকভাবে কোন আঙুলে ধারণ করলে সঠিক ভাবে সুফল পাওয়া যাবে। এবং গ্রহ দশা অনুযায়ী বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য পোখরাজ রত্ন পাথর ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এ ব্যাপারে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে কোন আঙুলটিতে রত্ন ধারণ করলে সুফল পাওয়া যাবে। এ বিষয়টিতে আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিতে চাই। যে কোন রত্ন পাথর ধারন করার পূর্বে আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে সাজেশন দিয়ে আসছেন। বংশগত জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে তার পরে সঠিক ভাবে রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। Which Finger To Wear Pukhraj
সর্ব প্রথমে সঠিক পোখরাজ কেনা দরকার যা আপনাদের উপকারে আসবে। একটি প্রসিদ্ধ দোকান থেকে উচ্চমানের হলুদ পোখরাজ বা সাদা পোখরাজ এবং পীত পোখরাজ কেনা অত্যন্ত দরকারী। পোখরাজের প্রকৃতি বা শ্রেণীর উপর নির্ভর করছে যে পোখরাজ আপনাদের জন্য কতটা কার্যকরী হবে। তাই আমাদের সঠিক পোখরাজ নির্বাচন করা খুবই প্রয়োজনী।
পোখরাজ পাথরের গুনাগুন, উপকারিতা জানতে ভিডিওটি দেখুন Video: ☛ Benefits of Pukhraj |
জেনে নিন কোন আঙুলে পোখরাজ পাথর ব্যবহারের নিয়ম! (In which finger Yellow Sapphire should wear?)
How to wear a Pukhraj Gemstone? পোখরাজ ধারণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। রত্ন ধারণে কোনও ভুল হলে হিতে বিপরীতও হতে পারে ৷ এইবার তাহলে আমরা শরীরে নীলা ধারণ করার পদ্ধতিগুলো জেনে নিন- Which Finger To Wear Pukhraj
- On which hand should I wear a Pukhraj Stone? জ্যোতিষশাস্ত্র অনুসারে পোখরাজ পাথর পোখরাজ আপনার কাজের হাতের তর্জনী আঙুলে index finger (সব চেয়ে বড় আঙুলের ডান পাশে আঙুলে – the index finger of the right hand) এ পরা উচিত। রত্ন পাথরটি আস্তে আস্তে আপনার আঙ্গুলকে স্পর্শ করে রত্ন পাথরের উপর সর্বোত্তম ইতিবাচক প্রভাব ফেলতে।
- সিলংকান পোখরাজ পাথর (Srilanka Pukhraj Pathar Gemstone) / আফ্রিকান পোখরাজ পাথর (African Yellow Sapphire Stone) পরার সর্বোত্তম অবস্থান হল তর্জনী আঙুল। তর্জনী আঙুলটি পোখরাজ দ্বারা শাসিত এবং বৃহস্পতির পর্বটি হাতের তালুর মাঝের আঙুলের পাশে নিচে অবস্থিত।
- কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বিশেষ করে আফ্রিকান পোখরাজ পাথর (African Yellow Sapphire Gemstone) নিরাময়ে অন্য আঙুলেও পরা যেতে পারে। পরামর্শ করে নিলে আপনার জন্য সবচাইতে উপকারী হবে।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন রকম কোয়ালিটি পোখরাজ পাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Pukhraj Gemstone Collection |
পোখরাজ রত্ন পাথর পরার নিয়ম!
-
আপনি যেকোন হাতের তর্জনী আঙ্গুলে পোখরাজ পাথর ধারন করতে পারবেন, তবে ডান হাতে যেহেতু আপনার কর্ম হাত সেই হাতে পাথর ধারণ করলে সব চাইতে ভাল হয়। Pokraj Stone Which Finger To Wear
-
Which Finger Should I wear Ruby Stone যদি পোখরাজটি আপনার জন্য যথার্থ হয় তাহলে খেয়াল রাখতে হবে যে পোখরাজটি যেন আমাদের শরীরের সঙ্গে লেগে থাকে। যদি পোখরাজটি আলগা ভাবে পরা হয় তাহলে কিন্তু কোনো লাভই হবে না। কোনো ভাবেই উপকৃত হবেন না। তাই সব সময় খেয়াল রাখতে হবে যে পোখরাজটি যেন আমাদের গায়ের সঙ্গে লেগে থাকে না হলে পোখরাজ সুফল থেকে আমরা কিন্তু বঞ্চিত হব।
-
অনেককেই দেখা যায় পোখরাজ পাথর মধ্যমাতে ধারণ করেন এক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কখনোই তর্জনী আঙ্গুল ছাড়া অন্য কোন আঙুলে পোখরাজ পাথর ধারণ করবেন না, তবে আলোচনার সাপেক্ষে অন্য আঙুলে ধারণ করতে পারেন। Which is the correct hand and finger for wearing a Yellow Sapphire ring
পোখরাজ পাথরের দাম জানতে ক্লিক করুন এখানে ☛ Ruby Gemstone Price |
পোখরাজ পাথর সর্ম্পকে আরো জানুন?
কিন্তু আসল পোখরাজ হচ্ছে অ্যালুমিনিয়ামের জটিল ফ্লুয়োসিলিকেট । একমাত্র এই পাথরেই দুর্লভ ফ্লোরিন গ্যাসের অণু আটকে আছে । পোখরাজের একটা গুণ হচ্ছে যে এটার ওপর হাত বোলালেই একটা পিচ্ছিল অনুভূতি আসে, যা অন্য পাথরে হাজার পালিশ করলেও আসে না । তাছাড়া, এর ভেতরে কিছু বৈদ্যুতিক গুণও বেশী পরিমাণে আছে। যেমন, পোখরাজ একটু ঘষলেই ছোট কাগজের টুকরো আকর্ষণ করে । মানব জীবনে পোখরাজের প্রভাব ! জেনে নিন পোখরাজ চেনার উপায় –
তন্ময় শাস্ত্রী ঃ পোখরাজ পাথর বৃহস্পতি গ্রহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মীন রাশি (Pisces) Feb 21- March 20 এবং ধনু রাশি (Sagittarius) Nov 21- Dec 20 তাদের বার্থস্টোন হচ্ছে পোখরাজ পাথর। পৃথিবীর বিভিন্ন দেশে পোখরাজ পাথর পাওয়া গেলেও শ্রীলঙ্কার পোখরাজ (Yellow Sapphire Stone) পাথর পৃথিবী বিখ্যাত।

উল্লেখিত সকল প্রকার উপকার নির্ভর করে মহান আল্লাহর ইচ্ছার উপর। তাই আল্লাহর নিয়ামত ভেবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে রত্নপাথর ব্যবহার করা উপকারী। শুভ হোক আপনার ভাগ্য। নিলা পাথরের অপকারিতা থেকে রক্ষা পেতে অবশ্যই এই নিয়মে পাথর ধারন করার জন্য চেষ্টা করবে আপনারা। বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও দীর্ঘ ৪১ বছর অভিজ্ঞ বংশগত জহুরী, ও জ্যোতিষরাজ দয়াল দেলোয়ার চিশতী, তার তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে।। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন:
☎ imo / Whatsapp: +8801711192111 ☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055