সুফল পেতে জেনে নিন রত্নপাথর কোন আঙুলে পরে? (Gemstones Should be Used on Correct Finger?)
রত্ন পাথরের নাম ও ছবি (Names and Pictures of Gemstones) কোন আঙুলে কোন রত্ন পরা উচিত জানেন? কোনো ভুল করছেন না তো? দেখে নিন দুই হাতের আটটি আঙুলেই গ্রহরত্ন ধারণ করা যায়, একমাত্র বৃদ্ধাঙ্গুল বাদে। প্রত্যেকটি আঙুলের সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগসূত্র আছে বিভিন্ন নার্ভের দ্বারা। তাই আঙুলে রত্ন ধারণ করলে সবচেয়ে বেশি কাজ দেয়। আমাদের সকলের জীবনেই নানা রকমের সমস্যা থাকে যদিও প্রত্যেকে সমস্যা আলাদা হয়। তাই সমস্যা মুক্ত করতে আমরা প্রাণপন চেষ্টা করি। শরনাপন্ন হই জ্যোতির্বিদদের। জ্যোতিষবিদদের পরামর্শ অনুযায়ী আমরা নানা রকমের প্রতিকারের সন্ধান পাই। বিভিন্ন সমস্যা মেটাতে বিভিন্ন ধরনের রত্ন ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। তাঁদের মতে সঠিক রত্ন সঠিক আঙুলে ধারণ করলে ঠিক ফল পাওয়া যায় তাই জেনে নেওয়া যাক রত্নপাথর কোন আঙুলে পরে ও পরা উচিত।
আরও পড়ুন: রত্নপাথর কিভাবে কাজ করে মানুষের শরীরে
বিভিন্ন সমস্যা মেটাতে বিভিন্ন ধরনের রত্ন ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা তাঁদের মতে সঠিক রত্ন সঠিক আঙুলে ধারণ করলে ঠিক ফল পাওয়া যায় তাই জেনে নেওয়া যাক কোন রত্ন কোন আঙুলে পরা উচিত — রত্নপাথর কোন আঙুলে পরে ? (১) তর্জনী – পোখরাজ রত্ন পাথর, (২) মধ্যমা – নীলা, গোমেদ, ক্যাটস আই রত্ন পাথর, (৩) অনামিকা – ডায়মন্ড, রুবী, রক্তপ্রবাল রত্ন পাথর (৪) কনিষ্ঠা – পান্না, মুক্তা, ক্যাটস আই রত্ন পাথর।
আরও দেখুন: আমাদের রত্নপাথর (Gemstone)
কেরিয়ারে সফলতা পেতে, আর্থিক দিক উন্নত করতে অথবা ব্য়ক্তিগত সমস্যা সমাধানে অনেক সময়ই আমরা জ্যোতিষীদের পরামর্শ মেনে আঙুলে রত্ন ধারণ করে থাকি। বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ আঙুলে নবরত্ন দিয়ে তৈরি আংটি পরার গুরুত্ব রয়েছে। আপনি কোন আঙুলে রত্নপাথরের সাথে সংযুক্ত আংটি পরতে পারবেন না, অন্যথায় এর বিপরীত প্রভাবও দেখা যেতে পারে। আপনি কোন আঙুলে কোন আংটি পরবেন তা আগে থেকেই নির্ধারিত করা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। আর এটা যদি না হয় তবে হিতে বিপরীত হতে পারে। আসুন জেনে নিই কোন আঙুলে আংটি পরলে জীবন হবে সমস্যা মুক্ত।
- তর্জনী – তর্জনীর সঙ্গে যোগসূত্র আছে রেসপিরেটরি সিস্টেম ও স্টম্যাকের। Index Finger/Pointer Finger (ইনডেক্স ফিঙ্গার/তর্জনী আঙ্গুল – শাহাদাত আঙ্গুল) Tarjani Ungli
- মধ্যমা- মধ্যমার সঙ্গে যোগসূত্র আছে অন্ত্র বা ইনটেস্টাইন, মাইণ্ড বা ব্রেনের। Middle Finger (মিডল ফিঙ্গার/মধ্যমা আঙ্গুল) Madhyama Finger
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
কোন আঙুলে কোন রত্ন পরবেন?
Ring Finger (রিং ফিঙ্গার/অনামিকা আঙ্গুল) Anamika Angul – অনামিকার সঙ্গে যোগসূত্র আছে হার্ট, কিডনি, স্টম্যাক, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেশন, রিপ্রোডাক্টিভ। অর্গান (একটি বিশেষ নার্ভ যার নাম ভেনা এমোরিস। এর সঙ্গে অনামিকা আঙুল ও হার্টের যোগসূত্র আছে তাই বিয়েতে এনগেজমেন্ট রিং বা ইটারনিটি রিং এই আঙুলেই পড়ানো হয়, এই নার্ভের পোশাকি নাম ভেইন অফ লাভ)
Little Finger/Pinky Finger (লিটল ফিঙ্গার/কনিষ্ঠা আঙ্গুল) Kanishtha Finger – কনিষ্ঠার সঙ্গে যোগসূত্র রয়েছে প্রাইভেট পার্টস, লেগস, এবং শরীরের নিম্নাংশের।
বিঃ দ্রঃ – আঙুলে রত্ন ধারণ সম্ভব না হলে তা বাহুতে বা গলায় ধারণ করা যায় তবে তার এফেক্ট খুব কম হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে আঙুল পরিবর্তন করা যায়। আবার বিশেষ কিছু রত্ন ডান হাতের আঙুলে আবার বিশেষ কিছু রত্ন বাঁ হাতের আঙুলে ধারণ করতে হয়।।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
তাই পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। এমেথিস্ট পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি অরিজিনাল পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055।