শাস্ত্রমতে কোন আঙুলে নীলা রত্ন ধারণ করবেন? Which Finger To Wear Blue Sapphire Ring: কোন রত্ন কোন আঙুলে ধরণ করলে উপযুক্ত ফল মিলবে, এ বিষয়ে (Tantric Astrologer) জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী বা নির্দেশ রয়েছে (Rules of Wearing Gemstone)। আমাদের জীবন নানা সমস্যায় ভরা। যেমন, গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে, তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। মানব জীবনে বাধা কাটাতে জ্যোতিষীরা রত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু (Rashi Ratno) রত্ন ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি। তা না হলে রত্ন ধারণে উপযুক্ত ফল মেলে না। যেমন, কোন রত্ন কোন আঙুলে ধরণ করলে উপযুক্ত ফল মিলবে, এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী বা নির্দেশ রয়েছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
(১) নীলা রত্ন পাথর ধারনেরে ক্ষেত্রে! ভুল করছেন না তো?
(২) সঠিক আঙুলে পরলেই বদলাবে আপনার ভাগ্য! কি ভাবে জানতে চান?
(৩) নীলা পাথরের সুফল পেতে নির্দিষ্ট আঙুল কোনটি ? আপনি কি জানেন?
নীলা পাথর কোন আঙুলে পরে এ সর্ম্পকে জানতে ভিডিওটি দেখুন |
(১) নীলা রত্নপাথর ধারনেরে ক্ষেত্রে! ভুল করছেন না তো?
শাস্ত্রমতে কোন আঙুলে নীলা রত্ন ধারণ করবেন: অনেককেই দেখা যায় নীলা পাথর (Index/Pointer Finger) তর্জনীতে ধারণ করেন এক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কখনোই (Middle Finger ) মধ্যমা আঙ্গুল ছাড়া অন্য কোন আঙুলে নীলা পাথর ধারণ করবেন না, তবে আলোচনার সাপেক্ষে (Pinky Finger Little Finger) কনিষ্ঠা আঙুলে ধারণ করতে পারেন। নীলা উপযোগী না হলে জীবন কিন্তু ছারখারও হয়ে যায়। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে নীলা গ্রহণ করেন, তাহলে নীলা কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে। সর্বপ্রথমে সঠিক Blue Sapphire (Neelam Stone) নীলা কেনা দরকার যা আমাদের উপকারে আসবে। তাই আমাদের সঠিক নীলা নির্বাচন করা খুবই প্রয়োজনী।
(২) সঠিক আঙুলে পরলেই বদলাবে আপনার ভাগ্য! কি ভাবে জানতে চান?
গ্রহ দশা অনুযায়ী (Planet Saturn) শনির অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য (Nila Pathor) নীলা রত্ন পাথর ব্যবহার করলে উপকার পাওয়া যায়। (Tantric Astrologer) জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্লু সাফায়ার নিলা পাথর আপনার কাজের হাতের মধ্যমা আঙ্গুলে – (Middle Finger) এ পরা উচিত। মধ্যমা আঙুলটি শনি দ্বারা শাসিত এবং শনির পর্বটি হাতের তালুর মাঝের আঙুলের নিচে অবস্থিত। আপনি যেকোন হাতের মধ্যমা আঙ্গুলে নীলা পাথর ধারন করতে পারবেন, তবে ডান হাতে যেহেতু আপনার কর্ম হাত সেই হাতে পাথর ধারণ করলে সব চাইতে ভাল হয়।
আমাদের সংগ্রহে নীলা পাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Blue Sapphire Stone |
(৩) নীলা পাথরের সুফল পেতে নির্দিষ্ট আঙুল কোনটি?
Blue Sapphire (Neelam Stone) খাঁটি নীলা পাথরের সুফল পেতে এখনি আপনার হাতে লক্ষ করুন নীলা ঠিক ভাবে পড়েছেন তো? যদি নীলাটি আপনার জন্য যথার্থ হয় তাহলে খেয়াল রাখতে হবে যে নীলা রত্নটি যেন আমাদের শরীরের সঙ্গে লেগে থাকে। যদি নীলাটি আলগা ভাবে পরা হয় তাহলে কিন্তু কোনো লাভই হবে না। কোনো ভাবেই উপকৃত হবেন না। তাই সব সময় খেয়াল রাখতে হবে যে নিলা যেন আমাদের গায়ের সঙ্গে লেগে থাকে। নীল পাথর ধারণের মেনে চলা উচিৎ কিছু (Rules of Wearing Gemstone) নিয়ম নয়তো কাজ হতে পারে উল্টো।
নীলা রত্নপাথর গ্রহণ করার পর পরই নীলার গুণের অনুভব করতে পারি। কারন নীলা অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী একটি গ্রহরত্ন। আরেকটি জিনিস মাথায় রাখা উচিত যে Blue Sapphire (Neelam Stone) Nila Pathor নীলা কিন্তু শনি গ্রহের রত্ন এবং (Planet Saturn) শনি কিন্তু যারা কঠোর পরিশ্রম করে তাদেরই সুফল দেন। তাই যদি আমরা কঠোর পরিশ্রম করে ফলে পেতে আগ্রহী হই তাহলেই কিন্তু নীলা আমাদের জন্য কার্যকর হবে। যে কোন (Gemstones) রত্ন পাথর ধারন করার পূর্বে আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ (Gem Expert), বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী (Johuri) রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে তার পরে সঠিক ভাবে রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। তাই সবসময় পরামর্শ নিয়ে নীলা গ্রহণ করা উচিত।
সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055