(How To Wear Pukhraj Stone) পোখরাজ পাথর পরার নিয়ম)
পোখরাজ পাথর পরার নিয়ম – জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পোখরাজ বিশেষ উপযোগিতা রয়েছে। এই পাথর ঠিকভাবে ধারণ করলে তা মানুষের জীবন বদলে দিতে পারে। এখন কথা হচ্ছে, সবাই কি এই রত্ন ধারণ করতে পারেন? যারা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তাঁদের জন্য এই রত্ন খুবই ভালো। আপনার সত্যিই পোখরাজ রত্ন পাথর ধারণ করার প্রয়োজনীয়তা আছে কিনা? তা অবশ্যই জেনে নিয়ে তবেই আঙুলের আংটি অথবা গলায় হারের লকেট করে পোখরাজ পাথর পরতে পারেন। তবে হলুদ পোখরাজ রত্ন পাথর রূপো দিয়ে বাঁধিয়ে পড়তে পারেন। আসল সাদা পোখরাজ পাথর ধারণ করলে বৃহস্পতি গ্রহের পজিটিভ এনার্জি পাওয়া যায়। ফলে বৃহস্পতি দুর্বল থাকলে তার নেগেটিভ এনার্জি ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। তবে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশিতে হলে এই রত্ন ধারণ করতে হয়। রবির অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য ভালো পোখরাজ পাথর ধারণ করা প্রয়োজন। পোখরাজ আভাযুক্ত স্বচ্ছ উজ্জ্বল হলুদ কার্যকারিতাই বেশী হয়ে থাকে। সিলংকান পোখরাজ পাথর স্বচ্ছ, ও উজ্জ্বল আভাযুক্ত হয়ে থাকে। রত্ন বিশেষজ্ঞদের মতে, খাঁটি বা আসল পোখরাজ উন্নতমানের পোখরাজ পাথরের ভিতরে সুক্ষ্ম বুদ বুদ, আশ এর মত দেখা যায়। সর্ব প্রথমে সঠিক পোখরাজ কেনা দরকার যা আপনাদের উপকারে আসবে। একটি প্রসিদ্ধ দোকান থেকে উচ্চমানের হলুদ পোখরাজ বা সাদা পোখরাজ এবং পীত পোখরাজ কেনা অত্যন্ত দরকারী। পোখরাজের প্রকৃতি বা শ্রেণীর উপর নির্ভর করছে যে পোখরাজ আপনাদের জন্য কতটা কার্যকরী হবে। তাই আমাদের সঠিক পোখরাজ নির্বাচন করা খুবই প্রয়োজনী।
আরও দেখুন: পোখরাজ পাথর পরার নিয়ম জানতে ভিডিওটি দেখুন
পোখরাজ পাথর ব্যবহার করার নিয়ম?
How to Wear a Yellow Sapphire Gemstone? পোখরাজ ধারণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। রত্ন ধারণে কোনও ভুল হলে হিতে বিপরীতও হতে পারে ৷ এইবার তাহলে আমরা শরীরে পোখরাজ পাথর ধারণ করার পদ্ধতিগুলো জেনে নিন। পোখরাজ কেনার পর উচিত আমাদের জ্যোতিষীর থেকে পরামর্শ নেওয়া যে সঠিক পোখরাজ নেওয়া হয়েছে কিনা ,আমাদের জীবনে এই পোখরাজ পাথর কতটা উপকার করতে পারে এবং কিভাবে ধারণ করতে হবে পোখরাজ ইত্যাদি। পোখরাজ পাথর (natural pukhraj stone) ধারন করতে হলে প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার উপরে বৃহস্পতি গ্রহ দশা রয়েছে কিনা। যদি বৃহস্পতির দশা অশুভ প্রভাব আপনাকে ক্ষতিগ্রস্ত করে থাকে, তাহলে অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের দ্বারা সঠিক রত্ন পাথর নির্বাচন করুন এবং পাথরের সঠিক কালার, বর্ণ মিলিয়ে ধারন করার চেষ্টা করুন। আপনার জন্য পোখরাজ কোন দেশের রত্ন পাথর সঠিক হবে যেমন –
Sri Lanka yellow sapphire stone, Ceylon yellow sapphire, Ceylon Pukhraj stone, Pushkraj Rashi Ratna, African Yellow Sapphire (Peela Pukhraaj) সেই বিষয়টি নিশ্চিত হবার চেষ্টা করবেন। এরপর আপনার জন্য পোখরাজ রত্ন পাথর কত ওজনের ধারণ করলে, আপনার জন্য শুভ হবে। এই বিষয়টি অবশ্যই গ্রহ দশা বিচার-বিশ্লেষণ করে রত্ন বিশেষজ্ঞের মাধ্যমে ধারণ করার চেষ্টা করবেন। পোখরাজ গ্রহণ করার পর পরই পোখরাজ পাথরের গুণের অনুভব করতে পারবেন। কারন পোখরাজ অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী একটি গ্রহরত্ন।
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Yellow Gemstone)
পোখরাজ পাথর পরার নিয়ম!?
Pukhraj Stone Which Finger To Wear পোখরাজ রত্ন পাথর ধারন করার জন্য নির্দিষ্ট একটি আঙ্গুল রয়েছে এবং সেই আঙুলটি কোনটি? আপনার জন্য শুভ হবে সেই বিষয়টি অবশ্যই জ্যোতিষবিদদের সঙ্গে আলোচনা করে ধারণ করার চেষ্টা
- অবশ্যই জ্যোতিষবিদদের সঙ্গে বা অভিজ্ঞ বংশগত জহুরী রত্ন বিশেষজ্ঞ মাধ্যমে রত্নপাথর সঠিকভাবে শুদ্ধোধন করে ধারণ করার চেষ্টা করবেন।
- বিশেষ করে পোখরাজ রত্ন পাথর কোন ধাতু দিয়ে ধারণ করবেন এই বিষয়টিও জানবেন, রুপা, স্বর্ণ অথবা পঞ্চ ধাতু মাধ্যমেও পোখরাজ পাথরের আংটি ধারন করা যায়।
- পোখরাজ রত্ন পাথরটি আপনি কোথায় ব্যবহার করলে আপনার জন্য বেশি উপকারী হবে। এই বিষয়টিও নিশ্চিত হবেন কারণ আঙুলে ধারণ করা যায় বা বাজুতে ব্যবহার করা যায় এবং গলায় লকেট হিসেবেও ব্যবহার করা যায়। Which is the correct hand and finger for wearing a Yellow Sapphire Stone ring.
- যদি হলুদ পোখরাজ আপনার জন্য যথার্থ হয় তাহলে খেয়াল রাখতে হবে যে পোখরাজ যেন আমাদের শরীরের সঙ্গে লেগে থাকে। যদি পোখরাজটি আলগা ভাবে পরা হয় তাহলে কিন্তু কোনো লাভই হবে না। কোনো ভাবেই উপকৃত হবেন না। তাই সব সময় খেয়াল রাখতে হবে যে পোখরাজটি যেন আমাদের গায়ের সঙ্গে লেগে থাকে না হলে পোখরাজ সুফল থেকে আমরা কিন্তু বঞ্চিত হব এবং পোখরাজ পড়ার কোনো লাভই হবে না।
- তার পর পোখরাজ শুদ্ধিকরণের জন্য পোখরাজটি কাঁচা দুধ,মধু এবং শুদ্ধ জলের একটি মিশ্রনের সাথে মেশাতে হবে এবং আরো কিছু উপাদান আছে তা জহুরীদের থেকে জেনে নিবেন। এই ভাবে পোখরাজ প্রায় ২ মিনিট থেকে দশ মিনিট রেখে দিতে হবে সেই মিশ্রনে। তারপর সময় হয় গেলে পোখরাজ তুলে নিতে হবে I
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
পোখরাজ পাথর সর্ম্পকে আরো জানুন?
কিন্তু আসল পোখরাজ হচ্ছে অ্যালুমিনিয়ামের জটিল ফ্লুয়োসিলিকেট । একমাত্র এই পাথরেই দুর্লভ ফ্লোরিন গ্যাসের অণু আটকে আছে । পোখরাজের একটা গুণ হচ্ছে যে এটার ওপর হাত বোলালেই একটা পিচ্ছিল অনুভূতি আসে, যা অন্য পাথরে হাজার পালিশ করলেও আসে না । তাছাড়া, এর ভেতরে কিছু বৈদ্যুতিক গুণও বেশী পরিমাণে আছে। যেমন, পোখরাজ একটু ঘষলেই ছোট কাগজের টুকরো আকর্ষণ করে । মানব জীবনে পোখরাজের প্রভাব ! জেনে নিন পোখরাজ চেনার উপায় – পোখরাজ পাথর বৃহস্পতি গ্রহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মীন রাশি ( Pisces) Feb 21- March 20 এবং ধনু রাশি ( Sagittarius) Nov 21- Dec 20 তাদের বার্থস্টোন হচ্ছে পোখরাজ পাথর। পৃথিবীর বিভিন্ন দেশে পোখরাজ পাথর পাওয়া গেলেও শ্রীলঙ্কার পোখরাজ ( Yellow Sapphire Stone) পাথর পৃথিবী বিখ্যাত।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
তাই পোখরাজ পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে পোখরাজ রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। পোখরাজ পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি অরিজিনাল পোখরাজ পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111 ☎ imo / Whatsapp: +8801845750651 ☎ imo / Whatsapp: +8801868353055।