রক্ত প্রবাল চেনার উপায় (How to identify Red Coral Gemstone)
রক্ত প্রবাল চেনার উপায় – জ্যোতিষীদের কথা মেনে আমরা অনেকেই রত্ন ধারণ করে থাকি। অথচ অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিক রত্ন ধারন করলেও কোনও কার্যসিদ্ধি হয় না। তখন আমরা জ্যোতিষী বা জ্যোতিষশাস্ত্রকেই অবিশ্বাস করতে শুরু করি। আপনি জানবেন কী করে যে রত্নটি আপনি ধারণ করেছেন তা একেবারে খাঁটি। এমনও তো হতে পারে নকল রত্ন কেনার জন্যই আপনার কোনও সমস্যারই সমাধান হচ্ছে না। তাই যে কোনও রত্ন কেনার আগে তা খাঁটি না কৃত্তিম তা অবশ্যই যাচাই করে নিন। জেনে নিন খাঁটি প্রবাল পাথর (Probal Pathar) ধারণের উপকারীতা। আসল রক্ত প্রবাল চিনে নিন এই উপায়ে আসুন আজ জেনে নেওয়া যাক খাঁটি রক্ত প্রবাল চেনার সহজ উপায়। রক্ত প্রবাল রত্নটি লাল রক্তবর্ণ, ষাঁড়ের রক্তের মতো, কমলা গৈরিক এবং সাদা বর্ণের হতে পারে।
গাঢ় লালবর্ণ যুক্ত প্রবাল বিশেষ ফলপ্রদান করে থাকে। আজকাল বাজারে যে রত্ন পাওয়া যায় তার রঙ ও ঔজ্জল্য দেখলে চোখ ধাঁধিয়ে যায়। সব পাথর থেকে বর্ণচ্ছটার আভা দেখতে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল এই রত্ন পাথরের ভিড়ে কী করে চিনবেন, কোনটা আসল আর কোনটা নকল? আসুন আজ জেনে নেওয়া যাক খাঁটি রক্ত প্রবাল চেনার উপায়। Real or Fake Red Coral Stone এ বার জেনে নেওয়া যাক খাঁটি রক্ত প্রবাল চেনার উপায়। প্রবাল চেনার উপায় – রত্নটি ছিদ্র ও দাগশূন্য, শিরা বা ফাটল বিনা, শক্ত অর্থাৎ কঠিন পুরু ও মসৃণ হলে শুভ। এর মধ্যেও জাপান থেকে যে লাল প্রবাল পাওয়া যায় তার মান সর্বশ্রেষ্ঠ হয় তাই এই লাল প্রবালের দামও খুব বেশি। বেশির ভাগ দোকানে যে প্রবাল পাওয়া যায় তার ইতালীয় প্রবাল।
রক্ত প্রবাল পাথরের গুনাগুন, উপকারিতা জানতে ভিডিও দেখুন Video: ☛ Benefits of Red Coral |
সর্বশ্রেষ্ঠ এবং খাঁটি রক্ত প্রবাল চিনবেন কী করে, জেনে নিন!
রক্ত প্রবাল চেনার উপায় – আসল প্রবাল পাথর চিনে নিন এই উপায়ে আসুন আজ জেনে নেওয়া যাক খাঁটি রক্ত প্রবাল চেনার সহজ উপায়। প্রবাল হল সমুদ্রগর্ভ জাত এক প্রকার উদ্ভিদ। উষ্ণ সমুদ্রে বসবাসকারী প্রায় উদ্ভিদ জাতীয় প্রবাল নামক প্রাণীর কঙ্কাল থেকে রত্নটির উৎপত্তি। এর থেকে উৎপত্তি হওয়া রস প্রবালকে হিন্দিতে মুংগা, ফারসী ও আরবীতে মারজান, সংস্কৃতে বিদ্রুম ভৌমরত্ন, অঙ্গারক মণি, রক্তাংগ, রক্তকন্দ, অম্বুধিবল্লভ ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। Real or Fake Rakta Prabal Stone এবার জেনে নেওয়া যাক খাঁটি মুঙ্গা পাথর চেনার উপায়। উৎকৃষ্টমানের রক্ত প্রবাল পাথর সাধারণত অনুমানের থেকে বেশি ভারী হয়।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন রকম কোয়ালিটি রক্ত প্রবাল পাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Red Coral Gemstone Collection |
রক্ত প্রবাল চেনার ব্যপারে যা লক্ষ করবেন?
- রত্নটি অস্বচ্ছ কঠিন ও বিভিন্ন রং হয়। প্রবাল রত্নটি বেশ টকটকে লাল বর্ণের হলে শুভ। তাছাড়াও ছিদ্র ও দাগশূন্য শিরা বা ফাটল ছাড়া, শক্ত অর্থাৎ কঠিন পুরু মসৃণ হলে শুভ।
- প্রবাল রত্নটি লাল রক্তবর্ণ, ষাঁড়ের রক্তের মতো, কমলা গৈরিক এবং সাদা বর্ণের হতে পারে। গাঢ় লালবর্ণ যুক্ত প্রবাল বিশেষ ফলপ্রদান করে থাকে।
- রত্নটি ভূমধ্যসাগরে, লোহিত সাগরে, স্পেন, মরিশাস, মালায়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং ইটালির নেপলস অঞ্চলে পাওয়া যায়।
- রক্ত প্রবাল চেনার উপায় – রত্নটি ছিদ্র ও দাগশূন্য, শিরা বা ফাটল বিনা, শক্ত অর্থাৎ কঠিন পুরু ও মসৃণ হলে শুভ।
- এর মধ্যেও জাপান থেকে যে লাল প্রবাল (Rakta Prabal Stone) পাওয়া যায় তার মান সর্বশ্রেষ্ঠ হয় তাই এই লাল প্রবালের দামও খুব বেশি। বেশির ভাগ দোকানে যে প্রবাল পাওয়া যায় তার ইতালীয় প্রবাল।
- অরিজিনাল প্রবাল পাথরের দাম সর্ব নিন্ম দাম ১০০০/- টাকা পার ক্যারেট/পার রতি থেকে শুরু করে পাপার ক্যারেট/পার রতি ১৩০০/- টাকা, পার ক্যারেট/পার রতি ১৫০০/- টাকা, পার ক্যারেট/পার রতি ১৮০০/- টাকা, পার ক্যারেট/পার রতি ২০০০/- টাকার উপরে আরো দামের মধ্যে হয়ে থাকে, কারন ভালো কোয়ালিটির উপর ভাল দাম নির্ভর করে।
- ইন্ডিয়ান মুঙ্গা পাথর (Indian Moonga Stone) পাথরের দাম কম হয়ে থাকে, কাজের ক্ষেত্রে এই পাথর খুব একটা কাজ করেনা। এর চাইতে ইটালিয়ান রক্ত প্রবাল স্টোন (Italy Red Coral Gemstone) পাথর অনেক গুনে ভাল কাজ করে। How to identify RedCoral Gemstone
রক্ত প্রবাল পাথরের দাম জানতে ক্লিক করুন এখানে ☛ Red Coral Gemstone Price |
রক্ত প্রবাল পাথর সর্ম্পকে আরো জানুন
প্রবাল হল সমুদ্রগর্ভ জাত এক প্রকার উদ্ভিদ। উষ্ণ সমুদ্রে বসবাসকারী প্রায় উদ্ভিদ জাতীয় প্রবাল নামক প্রাণীর কঙ্কাল থেকে রত্নটির উৎপত্তি। এর থেকে উৎপত্তি হওয়া রস প্রবালকে হিন্দিতে মুংগা, ফারসী ও আরবীতে মারজান, সংস্কৃতে বিদ্রুম ভৌমরত্ন, অঙ্গারক মণি, রক্তাংগ, রক্তকন্দ, অম্বুধিবল্লভ ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। লাল প্রবাল নানা আকার ও নানা মাপের হয়ে থাকে। যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী, রক্ত ধারনের পরামর্শ দেন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্র মতে, লাল প্রবাল নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহকে। এই গ্রহ সুস্বস্থ্য, সাফল্য, আত্মবিশ্বাস, সাহস, মনোঃসংযোগের প্রতীক রূপে চিহ্নিত। তাই মঙ্গল দুর্বল হলে এই সমস্ত সমস্যাগুলি দেখা দিতে পারে। আর এই সমস্যা এড়ানোর জন্যই লাল প্রবাল বা পলা ধারণের পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। রত্নটি ভূমধ্যসাগরে, লোহিত সাগরে, স্পেন, মরিশাস, মালায়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া এবং ইটালির নেপলস অঞ্চলে পাওয়া যায়।

উল্লেখিত সকল প্রকার উপকার নির্ভর করে মহান আল্লাহর ইচ্ছার উপর। তাই আল্লাহর নিয়ামত ভেবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে রত্নপাথর ব্যবহার করা উপকারী। শুভ হোক আপনার ভাগ্য। প্রবাল পাথরের অপকারিতা থেকে রক্ষা পেতে অবশ্যই এই নিয়মে পাথর ধারন করার জন্য চেষ্টা করবে আপনারা। বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও দীর্ঘ ৪১ বছর অভিজ্ঞ বংশগত জহুরী, ও জ্যোতিষরাজ দয়াল দেলোয়ার চিশতী, তার তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন:
☎ imo / Whatsapp: +8801711192111 ☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055