How To Check Real Coral Stone (প্রবাল পাথর চেনার উপায়) : জ্যোতিষশাস্ত্র অনুসারে (Planet Mars) মঙ্গল গ্রহের রত্ন হল রক্ত প্রবাল পাথর (লাল পলা স্টোন, মুঙ্গা পাথর)। আজ রক্ত প্রবাল পাথর চেনার সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। রক্ত প্রবাল এমন একটি রত্ন, জ্যোতিষশাস্ত্র মতে ধারণ করতে পারলে জাতক-জাতিকার ভাগ্য বদলে দিতে পারে। রত্ন ধারণে কোনও ভুল হলে হিতে বিপরীতও হতে পারে৷ জ্যোতিষশাস্ত্র মতে, যে সব জাতক-জাতিকার রাশিচক্রে মঙ্গল খারাপ তাদের রক্ত প্রবাল (Red Coral – Moonga – White Coral Stone – Lal Probal Pathar) ধারণ করা উচিত। অবশ্যই এই রত্ন শোধন করে ধারণ করতে হবে —
(১) রক্ত প্রবাল পাথর আসল বা নকল বুঝবেন কিভাবে?
(২) রক্ত প্রবাল পাথর কেনার আগে কোন বিষয়ে সতর্ক থাকবেন?
(৩) ভালো রক্ত প্রবাল পাথরের দাম কত হতে পারে?
রক্ত প্রবাল পাথর চেনার উপায় জানতে ভিডিওটি দেখুন |
(১) রক্ত প্রবাল পাথর আসল বা নকল বুঝবেন কিভাবে?
আজকাল বাজারে নানা রকম রত্ন- পাথর পাওয়া যায়। চোখ ধাঁধিয়ে যায় তাদের রং আর উজ্জল বর্ণচ্ছটার আভা দেখলে। কিন্তু প্রশ্ন হল এই রত্ন পাথরের ভিড়ে কী করে চিনবেন, কোনটা আসল রক্ত প্রবাল পাথর (লাল পলা স্টোন, মুঙ্গা পাথর) (Red Coral – Moonga – White Coral Stone – Lal Probal Pathar) আর কোনটা নকল রক্ত প্রবাল পাথর? এর সঠিক উত্তর দিতে পারেন কেবল মাত্র একজন রত্ন বিশেষজ্ঞ বা জেমোলজিস্ট। রক্ত প্রবাল পাথর চেনা মোটেই সহজ ব্যাপার নয়। প্রবাল পাথর চেনার উপায় রক্ত প্রবাল পাথর চেনার বা বোঝার জন্য অভিজ্ঞ চোখ প্রয়োজন। প্রথমত, (রক্ত প্রবাল রত্ন-পাথরের আকৃতি), (রক্ত প্রবাল রত্ন-পাথরের রং), (রক্ত প্রবাল রত্ন-পাথরের স্বচ্ছতা) ও তার বিন্যাস দেখে প্রাথমিক ধারণা তৈরি করতে হবে। খাঁটি প্রবাল পাথরের ব্যাপারে সঠিক ধারণা পাওয়ার জন্য অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। তাছাড়া রত্ন-পাথরের কাঠিন্যতা (Hardness), আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity) ইত্যাদি ধর্ম যাচাই করে সহজেই নকল প্রবাল ও আসল রক্ত প্রবাল রত্ন-পাথর চেনা যায়।
(২) রক্ত প্রবাল পাথর কেনার আগে কোন বিষয়ে সতর্ক থাকবেন?
☛ আপনি সর্ব প্রথমে নির্ধারণ করবেন আপনি কোন দেশের রক্ত প্রবাল পাথর ক্রয় করতে চান, (যেমন ধরুন: ইটালিয়ান রক্ত প্রবাল স্টোন , জাপানী রক্ত প্রবাল পাথর) নাকি অন্য কোন দেশের।
☛ প্রবাল বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে উৎকৃষ্ঠ প্রবাল গাঢ় রক্তবর্ণ বা হলুদাভ রক্তবর্ণ, গেরুয়া সাদা রঙের পাওয়া যায় তবে (Red Coral – Moonga – White Coral Stone – Lal Probal Pathar) লাল প্রবালের দামও খুব বেশি।
☛ জাপানী রক্ত প্রবাল পাথর ও ইটালিয়ান রক্ত প্রবাল পাথরের উপরের দিক রত্নটি ছিদ্র ও হালকা দাগযুক্ত, শিরা বা ফাটল, শক্ত অর্থাৎ কঠিন পুরু ও মসৃণ হলে শুভ।। দাগ দাগ আভাযুক্ত স্বচ্ছ উজ্জ্বল কালারের মত দেখতে হবে, এমন দেখতে যে পাথর গুলো এগুলো আসল। এক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে এবং রত্ন বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে পাথরটি নির্বাচন করতে হবে।
☛ অরিজিনাল আসল রক্ত প্রবাল রত্ন পাথরের উপরে ক্ষত অথবা বা আঁশের দাগ গুলো স্পষ্ট থাকবে কিছু কিছু ক্ষেত্রে। দামি প্রবালে ভাল পলিস থাকার কারনে দাম দেখা যায় না
☛ নকল রক্ত প্রবাল রত্ন পাথরের উপরে এই সব আঁশ গুলো কিছুই থাকবে না, দেখতে অনেক সুন্দর ও উজ্জ্বল লাল বর্নের হবে। তবে মনে রাখবেন বর্তমানে কিন্তু ল্যাব এর মাধ্যমে নকল রক্ত প্রবাল রত্ন পাথর তৈরি করা হয়ে থাকে।
☛ লাল পলা স্টোন, ইন্ডিয়ান মুঙ্গা পাথর রক্ত প্রবাল পাথরের দাম কম হয়। কিন্তু আপনার অভিজ্ঞতা না থাকলে পাথর নির্বাচনে আপনি ভূল করে বসতে পাড়েন।
☛ সব প্রবাল পাথরের চাইতে ইটালিয়ান রক্ত প্রবাল ও জাপানী রক্ত প্রবাল পাথর গুলো একটু দামি হয়ে থাকে। যত ভালো দাম হবে তত ভালো প্রবাল পাথর পাবেন। ভালো পাথর কে চিহ্নিত করার জন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ জেমোলজিস্টে রত্ন বিশেষজ্ঞ এর সহযোগিতা নিতে হবে।
আমাদের সংগ্রহে রত্নপাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Red Coral Gemstone |
(৩) – ভালো রক্ত প্রবাল পাথরের দাম কত হতে পারে?
(লাল পলা স্টোন, মুঙ্গা পাথর) অরিজিনাল জাপানী রক্ত প্রবাল পাথরের দাম ১০০০/- টাকা পার রতি থেকে শুরু করে ৫ বা ৭ হাজার টাকা পার রতির উপরে হয়ে থাকে, কারন ভালো কোয়ালিটির উপর ভাল দাম নির্ভর করে। যেমন ধরুন: একটা ১০ রতি জাপানী রক্ত প্রবাল পাথরের দাম ১০,০০০ টাকা থেকে ৭০ হাজার টাকার উপরে পর্যন্ত হতে পারে
রক্ত প্রবাল (Red Coral – Moonga – White Coral Stone – Lal Probal Pathar) পাথরের দাম নির্ভর করে – রক্ত প্রবাল পাথরের ওজন মানে কত ক্যারেট বা কত রতি মধ্যে নিতে চান? – রক্ত প্রবাল পাথরের ভাল কালার, – রক্ত প্রবাল রত্ন পাথরের ভাল কাটিং বা পলিশ,- ভাল স্থানের পাথর , – এবং ভাল কোয়ালিটির উপর। রক্ত প্রবাল পাথরের মাঝে অনেক প্রকার রং আছে তবে ভাল কালার এর উপর ভাল দাম নির্ভর করে। আপনি যখন রক্ত প্রবাল পাথর সহ অন্য কোন প্রকারের রত্ন পাথর কেনার চিন্তা করবেন তখন মনে রাখা ভালো যে পাথরের কোন নির্দিষ্ট কোয়ালিটির হিসেব নেই। খনি থেকে পাওয়া বর্তমান মজুদ পাথরের মধ্যে থেকেই ভালো খারাপ কোয়ালিটির হিসেব করা হয়। তাই রক্ত প্রবাল পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল ক্যাটস আই পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055