Benefits of Turquoise Stone (ইরানি ফিরোজা পাথরের উপকারিতা): টারকুইজ Firoza Gemstone এর বাংলা হচ্ছে ফিরোজা, যদিও একে সবাই রাশি রত্ন পাথর ফিরোজা নামেই বেশী চিনে থাকে। পৃথিবীর ইতিহাসে ফিরোজা পাথরের উল্লেখ পাওয়া যায় খ্রিষ্টপূর্ব ৪০০০ বছরের আগে থেকে। উৎকৃষ্ট মানের ফিরোজা পাথরের রঙ হচ্ছে আকাশি নীল। ইরানের নিশাপুরি অঞ্চলের ফিরোজা পাথর পৃথিবী বিখ্যাত। আবি আব্দিল্লাহ ইমাম জাফার আসাদ্দিক তার “Kanz al Haqaiq” বইতে উল্লেখ করেছেন যে, “ইমাম হাসান (রাঃ) ফিরোজা পাথর ব্যবহার করতেন”। “ফিরোজা পাথর দারিদ্রতা দূর করে এবং আর্থিক কষ্ট দূর করে”। তিনি সাইয়েদেনা মুফাদ্দালকে উপদেশ দেন ফিরোজা পাথরের আংটি ব্যবহার করতে এবং বলেন “এটা চোখের জ্যোতি বাড়ায়, হৃদযন্ত্র সুস্থ রাখে এবং বুক প্রশস্ত করে” —
(১) ফিরোজা পাথর ব্যবহার করলে কী সুফল পাবেন?
(২) কোন রাশির জন্য ফিরোজা পাথর উপকারি?
(৩) ভালো ফিরোজা পাতর কোথায় পাওয়া যায়?
ফিরোজা পাথরের উপকারিতা জানতে ভিডিওটি দেখুন |
(১) ফিরোজা পাথর ব্যবহার করলে কী সুফল পাবেন?
ইরানি ফিরোজা পাথরের উপকারিতা ইসলামী ধর্মাবলম্বীরা এই রত্নকে সর্বোৎকৃষ্ট রত্ন বলে ভূষন করে রাখেন। আর্থিক কষ্ট দূর করে ফিরোজা পাথর দারিদ্রতা দূর করে এবং আর্থিক কষ্ট দূর করে। এছাড়াও এটি চোখের জ্যোতি বাড়ায়, হৃদযন্ত্র সুস্থ রাখে এবং বুক প্রশস্ত করে। মনের শক্তি বাড়ায় – ফিরোজা রত্ন পাথর ব্যবহারে মনের শক্তি বৃদ্ধি পায়। চিন্তা শক্তি এবং অন্তর্দৃষ্টি প্রখর হয়ে থাকে। ফলে চিন্তা চেতনা আগের থেকে পরিষ্কার ও প্রখব হয়ে থাকে। দূর্ঘটনা থেকে রক্ষা করে – ফিরোজা কে একটি বিশুদ্ধ পাথর মনে করা হয়। মানুষিক চাপ হ্রাস করা, দুর্ঘটনা থেকে রক্ষা করা থেকে শুরু করে নানান উপকার পাওয়া যায়। বিভিন্ন পেশায় উপকারী যে সকল মানুষ ছায়াছবি, ফ্যাশন, টেলিভিশন, জুয়েলারি, হিসাববিদ্যা, আইন শিক্ষা ও পোশাক শিল্প মত ক্ষেত্র এর সাথে সম্পর্কিত তাদের জন্য বিশেষ উপকারী। দয়ার অনুভূতি জাগে ফিরোজা পাথর ব্যবহারে মানুষের মনে দয়া, দানশীলতার অনুভূতি বৃদ্ধি পায়।
ইরানি ফিরোজা পাথরের উপকারিতা সম্পর্ক ঠিক রাখে – বন্ধুর সাথে সম্পর্ক, ভালোবাসার মানুষটির সাথে সম্পর্কে এবং পারিবারিক সম্পর্কে ফিরোজা পাথর আস্থার জন্ম দেয়। দাম্পত্য জীবন ও সুখ পাওয়া যায় বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, আস্থা, ভালোবাসা বৃদ্ধি করতে সাহায্য করে ফিরোজা পাথর। ফিরোজা পাথর জাদুটোনা, শয়তান,বিষাক্ত পোকামাকড় ও কু দৃষ্টি থেকে রক্ষা করে। যে সকল মানুষকে খুব বেশী ভ্রমন করতে হয় তাদের জন্য ফিরোজা পাথর ব্যবহার উপকারী। যে কোন প্রকার দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। বিষণ্ণতা দূর করে ফিরোজা পাথর। ফিরোজা পাথর ধারণে উন্নত চরিত্র দ্বারা সুনাম অর্জনে সাহায্য করে থাকে। হয়রানি থেকে রক্ষা করে এবং শত্রুদের মাঝে জয়ী হতে সাহায্য করে। ফিরোজা পাথর কে সৌভাগ্যর পাথর বলা হয়ে থাকে। এ পাথর ব্যবহারে আল্লাহ্র চাইলে ব্যবহারকারীর ভাগ্য প্রসন্ন হতে পারে।
(২) কোন রাশির জন্য ফিরোজা পাথর উপকারি?
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে ফিরোজা ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল) এই রাশির জাতক/জাতিকাদের জন্য উপযুক্ত শুভ রত্ন পাথর বার্থস্টোন হচ্ছে টারকুইজ বা ফিরোজা পাথর। মেষ রাশি ছাড়া অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা টারকুইজ বা ফিরোজা পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে ধারন করতে পারেন।
আমাদের সংগ্রহে রত্নপাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Turquoise Gemstone |
(৩) ভালো ফিরোজা পাতর কোথায় পাওয়া যায়?
এই রত্ন – পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। ইরানের নিশাপুরি অঞ্চলের ফিরোজা পাথর পৃথিবী বিখ্যাত। যেখান থেকে “শাজারি ফিরোজা” পাওয়া যায়। এছাড়াও আমেরিকা, মিশর, সৌদিআরব, মেক্সিকো, তুর্কী, অষ্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইরাক, ইরান প্রভৃতি স্থানে পাওয়া যায়। বিভিন্ন দেশে মুক্তা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। টারকুইজ বা ফিরোজা পাথরটি ভিবিন্ন রকম দামের আছে, তবে দাম নির্ভর করে – টারকুইজ বা ফিরোজা পাথরের ভাল কালার, টারকুইজ বা ফিরোজা পাথরের ভাল কাটিং, ভাল কোয়ালিটি, টারকুইজ বা ফিরোজা পাথরের ভাল পলিশ, টারকুইজ বা ফিরোজা পাথরের ওজন, ও ভাল স্থানের পাথরের উপর। যেমন ধরুন ইরানের নিশাপুরি ফিরোজা পাথর পার ক্যারেট সর্বনিন্ম ৮০০/- টাকা থেকে শুরু হয়ে থাকে, এমন ভাবে রত্নের ভিবিন্ন রকম দাম এর মাঝে পাওয়া যায় – দেশ ও কোয়ালিটি অনুযায়ি। তাই ফিরোজা পাথরের সঠিক দাম জানতে অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞে সাথে আলোচনা করে কেনার চেষ্টা করুন। ফিরোজা পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল ক্যাটস আই পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055