গোমেদ পাথরের আংটি অপকারিতা (Side Effects of Gomed Hessonite Stone) : রাহুকে শক্তিশালী করার জন্য গোমেদ রত্ন পাথর পরা হয়। কোনও কোনও রাশির জাতকদের গোমেদ রত্ন ভাগ্য ফল এনে দিতে পারে, আবার অন্য কোনও রাশির জাতকের ক্ষেত্রে সেই রত্নই ক্ষতিকর হয়ে দেখা দিতে পারে। (Gemstones) সব রত্ন কি সবার জন্য সমান উপযোগী? জ্যোতিষশাস্ত্র বলছেন একদমই নয়। গ্রহদের যেমন নিজস্ব তেজ বিকিরণের ক্ষমতা আছে, (Garnet Stone – Gomed Pathor – Hessonite Gemstone ) গোমেদ সহ প্রতিটি রত্মেরও তেমনি পৃথক পৃথক তেজ আহরণের ক্ষমতা আছে। সূর্য এবং গ্রহমন্ডল থেকে বেরিয়ে আসা এই আলোক রশ্মিই আমাদের উপর নানা ভাবে কাজ করে। একটি কথা মনে রাখতে হবে যে, ভুল ঔষধ সেবনের কারণে বা প্রয়োজন ব্যতিত ঔষধ ব্যবহারে যেমন জীবননাশ বা ক্ষতি হতে পারে: তেমনি প্রয়োজন ছাড়া গোমেদ রত্নপাথর ব্যবহার বা যথার্থ রত্নের ভুল ব্যবহারের কারণেও মারাত্বক ক্ষতি হওয়ার সম্ভাবনাও প্রচুর —
(১) কারা ভুলেও গোমেদ রত্ন ধারণ করবেন না? আপনি কি জানেন?
(২) ভুল করছেন না তো? সঠিক আঙুল কোনটি? আপনি কি জানেন?
(৩) আপনার জন্য গোমদে পাথর কত ক্যারেট সঠিক? রত্নটি কোন দেশের ভাল?
(৪) নকল গোমেদ পাথর হাতে পড়ে নিজের ক্ষতী করছেন নাতো?
গোমেদ পাথরের অপকারিতা সর্ম্পকে জানতে ভিডিওটি দেখুন |
(১) কারা ভুলেও গোমেদ রত্ন ধারণ করবেন না?
জ্যোতিষশাস্ত্রে ও (Hast Rekha Vigyan) হস্তরেখা বিজ্ঞানে গোমেদ রাহু নামক গ্রহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী বৃষ রাশি/Taurus Horoscope (21 April – 20 May) (वृष राशिफल) (Vrish Rashi), কুম্ভ রাশি/Aquarius Horoscope (20 Jan – 18 Feb) (कुंभ राशिफल) (Kumbh Rashi) এবং মীন রাশি/Pisces Horoscope (Feb 19 – March 20) (मीन राशिफल) (Meen Rashi) এই রাশির শুভ রত্নপাথর বার্থস্টোন হচ্ছে গোমেদ পাথর। বৃষ রাশি ও কুম্ভ রাশি এবং মীন রাশি ছাড়া অন্য রাশির ব্যক্তিরা গোমেদ পাথর পরবেন না। আপনারা গোমেদ ধারণ করার ক্ষেত্রে (Gem Expert – Johri) অবশ্যই একজন রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে গোমেদ পাথর গ্রহণ করেন, তাহলে (Rahu Dosha) রাহুর গ্রহের অশুভ প্রবাভ কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে।
(২) ভুল করছেন না তো? সঠিক আঙুল কোনটি?
গোমেদ পাথরের আংটি অপকারিতা : অভিজ্ঞ জ্যোতিষী (Tantric Astrologer) বা রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জাতক বা জাতিকারা হাতের তর্জনী আঙ্গুলে Index Finger/Pointer Finger (ইনডেক্স ফিঙ্গার/তর্জনী আঙ্গুল – শাহাদাত আঙ্গুল) Tarjani Ungli অথবা মধ্যমা আঙ্গুলে Middle Finger (মিডল ফিঙ্গার/মধ্যমা আঙ্গুল) Madhyama Finger গোমেদ পাথর ধারন করলে প্রচুর উপকার পাওয়া যায় এবং বাম হাতের তর্জনী আঙ্গুলে অথবা মধ্যমা আঙ্গুলে গোমেদ পাথর ধারন করতে পারেন। কিন্তু অন্য আঙ্গুলে পরার্মশ ছাড়া পড়লে রাহু গ্রহের অশুভ প্রভাব আপনার জীবনের সব দিকে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। Gomed Pathor গোমেদ ব্যবহারে উপকার যতোটুকু, তার থেকে বেশি ক্ষতিকর। গোমেদ পাথরের অপকারিতা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের Sri Lanka Garnet সিলংকান গোমেদ পাথর ধারন করতে হবে। সঠিক পরামর্শ ছাড়া কোনো গোমেদ পাথরই ব্যবহার করা উচিত নয়।
আমাদের সংগ্রহে রত্নপাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ (Gomed) Garnet Stone |
(৩) আপনার জন্য গোমদে পাথর কত ক্যারেট সঠিক? রত্নটি কোন দেশের ভাল?
গোমেদ পাথরের আংটি অপকারিতা : রাহুর গ্রহ দশার গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য গোমেদ পাথর ধারণ করা হয়ে থাকে, গ্রহ দশা অনুযায়ী আপনার কত ওজনের (Gemstone Weight) গোমেদ পাথর ধারন করা উচিত ও আপনার জন্য শুভ হবে? এই বিষয়টি বিশেষজ্ঞদের কাছ থেকে সঠিকভাবে জেনে তা ধারন করবেন। কারন আপনার বয়সের উপর – আপনার উপর গ্রহের প্রভাব – আপনার হাতের রং – রত্ন পাথরের শুভ কালার নির্বাচন ইত্যাদি আরো গুরুত্বপূন্য বিষয় গুলো অভিজ্ঞ একজন রত্ন বিশেষজ্ঞের অথবা তান্ত্রিক জ্যোতিষবিদই বলতে পারবেন কত ওজনের গোমেদ পাথর আপনার জন্য শুভ হবে। না জেনে পড়লে গোমেদ পাথরের ব্যাপক ক্ষতিকর প্রভাবে আমাদের ব্যক্তিগত জীবনে, চাকরি লাভে বাধা বিপত্তি দেখা দেয়, উচ্চ পদ লাভে প্রতিবন্ধকতা সৃষ্টি, রাজনৈতিক ক্ষেত্রে অতিষ্ঠ করে তুলতে পারে। কোনও পেশায় উন্নতি এবং সামাজিক ও আর্থিক দিকে বাধা তখন হতাশ হয়ে পড়তে পারেন। কোন দেশের গোমেদ পাথর ভাল, এই রত্ন- পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। মুলত শ্রীলংকা – দক্ষিন আফ্রিকা ও ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। শ্রীলংকান গোমেদ পাথর জগৎবিখ্যাত ও বহু মূল্যবান রত্ন।
(৪) নকল গোমেদ পাথর হাতে পড়ে নিজের ক্ষতী করছেন নাতো?
অনেকে আবার (Duplicate Garnet Stone) নকল গোমেদ পাথর ধারণ করেন, ফলে দীর্ঘদিন গোমেদ পাথর ধারণ করেও কোনো উপকার পান না। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে গোমেদ (Hessonite Gemstone) পাথর ধারন করেন, তাহলে গোমেদ পাথর কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার মানবজীবনে সুখ, সম্পদ, সৌজন্যবোধ, উদারতা এবং জনপ্রিয়তা বৃদ্ধিতে চরম বাধা লক্ষ করতে পারবেন। নকল গোমেদ পাথর ধারণ করলে আপনার উপর রাহুর খারাপ প্রভাব ফেলবে তখন জীবনে নানা রকম সমস্যার জর্জরিত হতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে গোমেদ পাথর কিন্তু খুবই মারাত্মক একটি গ্রহরত্ন। গোমেদ পাথর ধারণ করার অনের উপকারিতা আছে। তবে যে কোনও ভাবে এই রত্ন পরে নিলেই হল না। গোমেদ পাথর ধারণ করার নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি আছে। সেগুলি মেনে এই রত্ন ধারণ করলে তবেই কাঙ্খিত ফল পাওয়া যায়। বলা হয় গোমেদ পাথর আমাদের ভাগ্যে দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এবং মানসিক সমস্যায় , যে কোনও পেশায় উন্নতি এবং সামাজিক ও আর্থিক দিকে সাফ্যল নিয়ে আসে। যে কোনও রত্ন কেনার সময় মাথায় রাখবেন, যে কোনও গ্রহরত্ন তিন মাস পরে ফল দেয়। তাই গোমেদ পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই অভিজ্ঞ একজন রত্ন বিশেষজ্ঞের অথবা তান্ত্রিক জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল সিলনী গোমেদ/গার্নেট পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055গোমেদ পাথরের অপকারিতা