এমেথিস্ট অ্যামেথিষ্ট পাথরের অপকারিতা (Disadvantages of amethyst)
এমেথিস্ট অ্যামেথিষ্ট পাথরের অপকারিতা: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অন্যতম একটি গুরুত্বপূর্ণ রত্ন হল এমেথিস্ট পাথর। এই রত্ন নানান রঙের হলেও সব থেকে সুন্দর এমেথিস্ট পাথরের রঙ হচ্ছে ডীপ বেগুনী রঙের। হালকা বেগুনী থেকে গাঢ় রক্তবর্ণ বেগুনী হচ্ছে আধ্যাত্মিকতার রঙ। এ পাথর শনি গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং পাথর ব্যবহারে ব্যক্তির জ্ঞান গাম্ভীর্য ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেতে দেখা যায়। জ্যোতিষ শাস্ত্রমতে শনি গ্রহের খারাপ প্রভাব থেকে রক্ষা পেতে এমেথিস্ট বা পদ্ম নীলা পাথর সাহায্য করে থাকে। অ্যামেথিষ্ট একটি উপরত্ন। শনির বিকল্প রত্ন হিসাবে ব্যবহার হয়। জন্ম রাশি ও হস্তরেখা বিচার শনির অশুভত্ব দূরীকরণার্থে ধারণ করা হয়। রত্ন পাথর পদ্মনীলা পাথর (এমেথিস্ট স্টোন) ব্যবহারে অনেক সময় খুব দ্রুত ফল পাওয়া যায়।
আরও পড়ুন: এমেথিস্ট পাথর কোন আঙুলে ধারণ করতে হয় জানতে ভিডিওটি দেখুন
কারা এমেথিস্ট পাথর পরবেন, কারা পড়বেন না?
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে এমেথিস্ট শনি গ্রহের খারাপ ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। (Who will wear amethyst stone, who will not) কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এই রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন। এই পাথর কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশির গুণমান বৃদ্ধিতে কাজ করে। মানুষের জীবনে সমস্যা দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের সমস্যা মানুষের জীবনে সব সময়ই লেগে থাকে, একটা শেষ হবার আগেই আরেকটা এসে জুড়ে যায়। যদি এ সমস্যা গুলো ছোট খাট হয়ে থাকে তাহলে এটা রাহুর সমস্যার কারনে হয়ে থাকে, যার জন্য গোমেদ পাথর যথেষ্ট। কিন্তু যাদের সমস্যা গুলোর প্রভাব বেশী এবং যে কাজেই হাত দেওয়া হোক না কেন সে কাজই যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা শনি গ্রহের খারাপ প্রভাবের কারনে। ফলে জীবনে নেমে আসে চরম বিপর্যয়। এমন অবস্থায় উপকারী পাথর হচ্ছে ইন্দ্র নীলা পাথর অথবা পদ্ম নীলা পাথর। এমেথিস্ট পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে ধারন করতে পারেন।
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Amethyst Gemstone)
এমেথিস্ট পাথর ধরনে সঠিক আঙুল কোনটি?
অভিজ্ঞ জ্যোতিষী বা রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে হাতের মধ্যমা আঙ্গুলে পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন ধারন করলে প্রচুর উপকার পাওয়া যায়। ডান হাতে অথবা বাঁ হাতে – নির্বিশেষে যে কোনও হাতেই মধ্যমা আঙ্গুলে পরতে পারেন আপনি। (What is the correct finger type of amethyst stone?) তবে আপনি যে হাত দিয়ে লেখেন সেই হাতে এটি পরলে শুভ ফল পাবেন। এমেথিস্ট পাথরের অপকারিতা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের ব্রাজিলের বা উরুগুয়ে পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন ধারন করতে হবে। পরামর্শ ছাড়া কোনো আসল খাঁটি পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন ব্যবহার করা উচিত নয়। কারণ পদ্মনীলা পাথর ব্যবহারে উপকার যতোটুকু, তার থেকে বেশি ক্ষতিকর। এটি পরার আগে সর্বদা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা জরুরি।
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
আপনার জন্য এমেথিস্ট রত্নপাথর কত ক্যারেট সঠিক?
শনির দশার গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন ধারণ করা হয়ে থাকে, গ্রহ দশা অনুযায়ী আপনার কত ওজনের পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন ধারন করা উচিত ও আপনার জন্য শুভ হবে? (How many carats of amethyst gemstone is right for you?) অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ি কত সাইজের মধ্যে আংটি বা লকেট করে আপনি ধারন করতে পারবেন সেই বিষয়টি সঠিকভাবে জেনে তা ধারন করবেন। যে কোনও রত্ন ধারণের পূর্বে রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। তা না হলে পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। তখন হতাশ হয়ে পড়তে পারেন।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
কোন দেশের এমেথিস্ট পাথরটি ভাল? এমেথিস্ট অ্যামেথিষ্ট পাথরের অপকারিতা?
এই রত্ন – পৃথিবীর বিভিন্ন দেশে এমেথিস্ট পাথর পাওয়া গেলেও উরাল পর্বত জ্যামোনিয়ার প্রধান প্রাপ্তিস্থান। (Which country is best for amethyst stone?) মাদাগাস্কারের পাথরের ক্ষনি থেকে অ্যামিথিস্টগুলি হলুদ না হয়ে বিবর্ণ হয়ে যায়। ব্রাজিলের কিছু অ্যামিথিস্ট শীতল তাপমাত্রায় সবুজ হয়ে যায়। অ্যামিথিস্টের প্রধান ক্ষনি ব্রাজিল এবং উরুগুয়েতে পাওয়া যায়। খুব ভালো মানের ক্রিস্টাল আছে। এই দেশগুলিতে অ্যামিথিস্টের বেশ কয়েকটি ক্ষনি রয়েছে। এই দুটি প্রধান দেশের পাশে, আপনার কাছে মাদাগাস্কার এবং ফ্রান্সের ক্ষনি রয়েছে। এছাড়াও আপনি রাশিয়া, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, মালাউই, তানজানিয়া, নামিবিয়াতে অ্যামিথিস্টের ছোট ক্ষনি খুঁজে পেতে পারেন। এটা মনে রাখা উচিত যে অ্যামিথিস্ট বিবর্ণ হতে পারে। তাদের উৎপত্তি স্থানের উপর নির্ভর করে, তারা রঙিন হলুদ বা স্বচ্ছ স্ফটিক হতে পারে।
এমেথিস্ট পাথর কি সবার জন্য সমান উপযোগী? এমেথিস্ট অ্যামেথিষ্ট পাথরের অপকারিতা?
বলা হয় নীলা আমাদের ভাগ্যে রাজযোগ নিয়ে আসে। নীলা কিন্তু খুবই সাংঘাতিক একটি গ্রহরত্ন। অনেকে আবার নকল পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন ধারণ করেন, ফলে দীর্ঘদিন এমেথিস্ট পাথর ধারণ করেও কোনো উপকার পান না। (Is amethyst stone equally useful for everyone?) যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে এমেথিস্ট পাথর ধারন করেন, তাহলে পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতেও পারে আপনার মানবজীবনে মানসিক সক্ষমতা এবং প্রঙ্গা বৃদ্ধিতে, আধ্যাত্মিকতা জাগ্রত, ব্যবসায় বা চাকুরি জীবনে বৃদ্ধিতে চরম বাধা লক্ষ করতে পারবেন। পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন সবাই ধারন করেত পারবেন তবে যে কোন পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন
তাই পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে এমেথিস্ট রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে এমেথিস্ট পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। এমেথিস্ট পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি অরিজিনাল এমেথিস্ট পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055।