পদ্মনীলা এমেথিস্ট পাথরের গুনাগুন Amethyst (PoddoNila) Properties)
পদ্মনীলা এমেথিস্ট পাথরের গুনাগুন: এমেথিস্ট পাথর অন্যান্য রত্ম পাথরের চেয়ে দামে মোটামুটি সস্তা। দু:খজনক হলেও সত্যি বাজারে বিভিন্ন ধরনের নকল এমেথিস্ট পাথর পাওয়া যায়। তবে আসল এমেথিস্ট পাথর হলে তার কাজ হয় অসাধারণ। একেকটি একেক নামের বলা হয়ে থাকে। যেমন এমেথিস্ট স্টোন কে বাংলায় পদ্ম নীলা পাথর, রাজভক্ত নীলা পাথর বলা হয়ে থাকে। দেখে নেওয়া যাক এমেথিস্ট পাথরের বিশেষ গুণ গুলি।
আরও পড়ুন: এমেথিস্ট পাথর কোন আঙুলে ধারণ করতে হয় জানতে ভিডিওটি দেখুন
এমেথিস্ট পাথর কারা পরবেন? কারা ভুলেও ধারণ করবেন না??
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে এমেথিস্ট শনি গ্রহের খারাপ ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। এই রত্নটি শনি গ্রহের উপরত্ন হিসাবে ব্যবহত হয়। বিশেষ করে কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশির জাতক/জাতিকাদের জন্য উপযুক্ত শুভ রত্ন পাথর হচ্ছে পদ্মনীলা পাথর বা (এমেথিস্ট স্টোন)। এই পাথর কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশির গুণমান বৃদ্ধিতে কাজ করে। মানুষের জীবনে সমস্যা দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের সমস্যা মানুষের জীবনে সব সময়ই লেগে থাকে, একটা শেষ হবার আগেই আরেকটা এসে জুড়ে যায়। যদি এ সমস্যা গুলো ছোট খাট হয়ে থাকে তাহলে এটা রাহুর সমস্যার কারনে হয়ে থাকে, যার জন্য গোমেদ পাথর যথেষ্ট। কিন্তু যাদের সমস্যা গুলোর প্রভাব বেশী এবং যে কাজেই হাত দেওয়া হোক না কেন সে কাজই যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা শনি গ্রহের খারাপ প্রভাবের কারনে। ফলে জীবনে নেমে আসে চরম বিপর্যয়। এমন অবস্থায় উপকারী পাথর হচ্ছে ইন্দ্র নীলা পাথর অথবা নীলার উপরত্ন পদ্ম নীলা পাথর। এমেথিস্ট পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে ধারন করতে পারেন।
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Amethyst Gemstone)
এমেথিস্ট পাথর ব্যবহার করলে কী সুফল পাবেন? পদ্মনীলা এমেথিস্ট পাথরের গুনাগুন?
অ্যামেথিষ্ট একটি উপরত্ন। শনির বিকল্প রত্ন হিসাবে ব্যবহার হয়। জন্ম রাশি ও হস্তরেখা বিচার শনির অশুভত্ব দূরীকরণার্থে ধারণ করা হয়। রত্ন পাথর পদ্মনীলা পাথর (এমেথিস্ট পাথর) ব্যবহারে অনেক সময় খুব দ্রুত ফল পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্র মতে পদ্মনীলা পাথর সম্পদ বৃদ্ধি, সৌভাগ্য, সুযোগ এবং প্রসারের সাথে সম্পৃক্ত। যে সকল মানুষের নেশা জাতীয় কোন সমস্যা থাকে তাদের নেশা থেকে ফেরার জন্য পদ্মনিলা বা এমেথিস্ট পাথর খুব খুব উপকারী। রত্ন পাথর পদ্মনীলা পাথর (এমেথিস্ট পাথর) ব্যবহারে অনেক সময় খুব দ্রুত ফল পাওয়া যায়। জ্যোতিষ শাস্ত্র মতে পদ্মনীলা পাথর সম্পদ বৃদ্ধি, সৌভাগ্য, সুযোগ এবং প্রসারের সাথে সম্পৃক্ত। যে সকল মানুষের নেশা জাতীয় কোন সমস্যা থাকে তাদের নেশা থেকে ফেরার জন্য পদ্মনিলা বা এমেথিস্ট পাথর খুব খুব উপকারী। যাদের শনি গ্রহের খারাপ প্রভাব চলছে তাদের রাশি চক্রের শক্তি যোগায় পদ্মনিলা পাথর। খুব ভালো রক্ষা কবচ হিসেবে কাজ করে পদ্ম নীলা পাথর, এমেথিস্ট পাথর। এ পাথর ব্যবহারে শত্রু থেকে রক্ষা, খারাপ দৃষ্টি ও হিংসে থেকে বেঁচে থাকে যায়। জেমস্টোন পদ্মনীলা পাথর ব্যবহারের ফলে মানুষিক শক্তি বৃদ্ধি পায়, দ্বিধা দণ্ড কেটে যায় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য পাওয়া যায়।
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
পদ্ম নীলা পাথর সরাসরি সম্পদ বৃদ্ধির সাথে জড়িত। এ পাথর ব্যবহারের ফলে অর্থনৈতিক দিকে এগিয়ে যাওয়া যায় এবং বহুবিধ আয়ের পথ পাওয়া যায়। ফলে সম্মান, প্রতিপ্রত্তি ও সুনাম বেড়ে যায়। জ্বরে আক্রান্ত কোন ব্যক্তির বুকের উপর যদি পদ্মনীলা পাথর (এমেথিস্ট স্টোন) রাখা যায় তাহলে মহান আল্লাহর ইচ্ছায় জ্বরের তিব্রতা কমে আসে। যে ব্যক্তি পদ্ম নীলা ধারন করবে তার দারিদ্রতা খুব অল্প সময়ের মধ্যে আল্লাহর ইচ্ছায় বদলে সম্ভাবনায় রুপ নিবে। আসল এমেথিস্ট পাথর শয়তানের খারপ ইচ্ছা থেকে মুক্ত রাখতে সাহায্য করে। নীলা পাথর ধারনে অবৈধ যৌন সম্পর্কের ইচ্ছা নষ্ট হয়ে যায়। এই পাথর খুব তাড়াতাড়ি দারিদ্র দূর করতে পারে। বলা হয় নীলা আমাদের ভাগ্যে রাজযোগ নিয়ে আসে। আমাদের জীবনে রাজযোগ এলে আমরা আমাদের ভবিষ্যৎ বুঝে উঠতে পারব এবং ভবিষ্যতের কিছু সঠিক নির্ণয়ও নিতে পারব।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
আপনার কর্মস্থলে অশান্তি, ব্যবসায় হঠাৎ করেই অব্যাহত লোকসান, অংশীদারি বাণিজ্যে জটিলতা, আইনগত জটিলতা, ঋণের দায় বৃদ্ধি, কর্মহানি, কারাবাস সহ মানহানিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তারা দ্রুত অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হন। তিনি আপনাদের একটি ভালো পরামর্শ দিয়ে রক্ষা করার চেষ্টা করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র মতে পদ্মনীলা পাথর (এমেথিস্ট পাথর) রত্ন পাথর সরাসরি সম্পদ বৃদ্ধির সাথে জড়িত, সৌভাগ্য, সুযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠান প্রসারের সাথে সম্পৃক্ত। পদ্মনীলা পাথর (এমেথিস্ট পাথর) ব্যবহারে খুব দ্রুত ফল পাওয়া যায়। এ পাথর ব্যবহারের ফলে অর্থনৈতিক দিকে এগিয়ে যাওয়া যায় এবং বহুবিধ আয়ের পথ পাওয়া যায়
তাই পদ্মনীলা পাথর বা এমেথিস্ট স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে এমেথিস্ট রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে এমেথিস্ট পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। এমেথিস্ট পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি অরিজিনাল এমেথিস্ট পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111