নবীজি কি পাথরের আংটি ব্যবহার করতেন, কোন হাতে আংটি পড়তেন?
নবীজি কি পাথরের আংটি: হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূল করীম (সাঃ)- এর আংটি ছিল রূপার এবং নুগীনা (পাথর) ছিল হাবশী। (শামায়েলে তিরমিযী), কখনো কখনো আকীক পাথরের নুগীনাও পরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ডান ও বাম হাতে পরিধান করতেন – এ সম্পর্কে উভয় ধরনের হাদীস বর্ণিত আছে। ইমাম বুখারী (রহঃ) ও ইমাম তিরযিমী (রহঃ) এর মতে ডান হাতে আংটি পরিধান করার হাদীস প্রাধান্যযোগ্য। তবে এ অধ্যায়ে ইমাম তিরমিয়ীর শিরোণাম থেকেই স্পষ্ট হয়ে যায়, তিনি ডান হাতে পরিধান করার হাদীসসমূহকে প্রাধান্য দিয়েছেন। ‘Ali bin Abi Taalib Radiyallahu ‘Anhu says: “Rasulullah Sallallahu Alayhi Wasallam wore his ring in the right hand”
আরও জানুন: রত্ন পাথর শোধন করার নিয়ম ও মন্ত্র জানতে ভিডিওটি দেখুন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি কোন দিকে রাখতেন:
অধিকাংশ সময় ডান হাতে পরতেন এবং নুগীনা হাতের তালুর দিকে রাখতেন। (তানবীরুল আযহার) আকীক একটি সুন্দর আকৃতি ও বিখ্যাত পাথরী মুক্তা। ইংরেজীতে ইহাকে এগেট (Agate) ও কাউলিন বলে। ফার্সী ও আরবীতে আকীক বলে। ইয়ামানী ও সংস্কৃতে হলীক বলে। উহা লাল, সাদা, দুধ, হলুদ ঈষৎ লাল রংয়ের চকচকে পাথর। পৃথিবীতে সর্বোৎকৃষ্ট পাথর হিসেবে ইয়ামানী পাথর স্বীকৃত। উহার রং কলিজার ন্যায় হয়.
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Gemstone)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন:
৭৫. আলী ইবনে আবু তালেব (রাঃ) হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন। [1]
- [1] আবু দাউদ, হা/৪২২৮; সুনানে নাসাঈ, হা/৫২০৩; সুনানে কুবরা লিন নাসাঈ, হা/৯৪৫৮ ইবনে হিব্বান, হা/৫৫০১
- ১৩. নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন।
- باب ما جاء في تختم رسول الله(ﷺ) 13
- Stating That Rasoolullah Wore The Ring On His Right Hand
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
সাহাবীগণও তার অনুসরণে ডান হাতে আংটি পরিধান করতেন:
৭৬. হাম্মাদ ইবনে সালামা (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবু রাফি’কে ডান হাতে আংটি পরিধান করতে দেখে কারণ জিজ্ঞেস করলাম। জবাবে তিনি বললেন, আমি আবদুল্লাহ ইবনে জাফরকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। আর আবদুল্লাহ ইবনে জাফর (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছেন।[1] Hazrat Hammaad bin Salamah says that he saw Hazrat Abdur Rahman bin Abi Rafe’ wearing a ring on his right hand. He asked him the reason and he replied, “I had seen Hazrat Abdullah bin Ja’far radiyallahu anhu wearing a ring on his right hand, and he said that he had seen the Prophet of Allah sallallahu alaihe wasallam wear a ring on the right hand.”
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
নবীজি কি পাথরের আংটি: সালত ইবনে আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত:
৭৭. সালত ইবনে আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনে আব্বাস (রাঃ) তাঁর ডান হাতে আংটি পরিধান করতেন। আমার যতদূর মনে পড়ে তিনি শুধু বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন। حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ ، قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنِ الصَّلْتِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : كَانَ ابْنُ عَبَّاسٍ ، يَتَخَتَّمُ فِي يَمِينِهِ , وَلا إِخَالُهُ إِلا قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ” يَتَخَتَّمُ فِي يَمِينِهِ ” .
Salt bin Abdullah says that Hazrat Ibn Abbas radiyallahu anhu wore a ring on the right hand, and as far as I can remember he used to say that the Prophet of Allah sallallahu alaihe wasallam also wore it on the right hand.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটির পাথরটি হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখতেন:
৭৮. ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহর একটি রৌপ্যের আংটি তৈরি করান, যার পাথর স্থাপিত দিকটি তাঁর হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন। এ আংটিতে তিনি ’মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ অংকিত করান। তবে অন্য কাউকে তা অংকিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ঐ আংটিটি মু’আয়কীবের হাত থেকে আরীস কূপে পড়ে যায়।[1]
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ، قَالَ : حَدَّثَنَا سُفْيان ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ ، وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي كَفَّهُ ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ، وَنَهَى أَنْ يَنْقُشَ أَحَدٌ عَلَيْهِ ” وَهُوَ الَّذِي سَقَطَ مِنْ مُعَيْقِيبٍ فِي بِئْرِ أَرِيسٍ .
Hazrat Ibn Umar radiyallahu anhu reports, “The Prophet of Allah sallallahu alaihe wasallam had a ring made of silver. The top portion remained towards the inside. On it was engraved ‘Muhammad the Rasoolullah’. The people were prohibited from making this inscription on their rings. This is the same ring which fell from the hands of Hazrat Mu’ayqib radiyallahu anhu into the well of Arees during the reign of Hazrat Uthman radiyallahu anhu.”
নবীজি কি পাথরের আংটি: হাসান ও হুসাইন (রাঃ) বাম হাতে আংটি পরিধান করতেন:
৭৯. জাফর ইবনে মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিত। তিনি তার পিতার হতে বর্ণনা করেন যে, হাসান ও হুসাইন (রাঃ) বাম হাতে আংটি পরিধান করতেন।[1]
حَدَّثَنَا حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كَانَ الْحَسَنُ ، وَالْحُسَيْنُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ” يَتَخَتَّمَانِ فِي يَسَارِهِمَا ” .
Imam Muhammad Baaqir relates that Hazrat Hasan radiyallhu anhu and Hazrat Husain radiyallahu anhu, both wore their rings on their left hands.
আকীক পাথর কংকরময় ভূমিতে পাওয়া যায়। সমুদ্রের তলদেশেও পাওয়া যায়। আকীক পাথর কংকরময় মরুভূমির সবুজ মাটির এক পাতলা স্তর থেকে সংগ্রহ করা হয়। ইহা পরিমাণে যবের বীজের মত হয়। বিশ্বের বিভিন্ন দেশে আকীক পাথরের খনি পাওয়া যায়। তম্মধ্যে জার্মান, আরব, ব্রাজিল, উরুগুয়ে, ইয়ামন, আমেরিকা, ভারতের গুজরা, হায়দারবাদ ও দক্ষিণাত্য উল্লেখযোগ্য। আকীক পাথর হার্টকে (হৃদপিণ্ডকে) শক্তিশালী করে। আকীক পাথর ব্যবহার করলে উহা থেকে উত্তাপ সঞ্চয় করে শরীরে সরবরাহ করে। ফলে দেহের তাপমাত্রার সমতা রক্ষা পায়। ইহা ব্যবহারের খিটখিটে স্বভাব বা মেজাজ বিরক্তি দূর হয়। হৃদপিণ্ডির কম্পন ঠিক রাখে এবং মনের অস্থিরতা ও চাঞ্চল্যতাকে দূর করে। সূ-প্রাচীন বিশ্ববিখ্যাত দার্শনিক প্লেটো বলেন, সাদা আকীক পরলে মানুষের মান-মর্যাদা উত্তেরোত্তর বৃদ্ধি পায়। আর হলুদ আকীক ব্যবহারে মনের বাসনা বা ইচ্ছা পূরণ হয়।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন