Side Effects of Hakik Stone in Islam (আকিক পাথরের আংটির অপকারিতা):
আকিক পাথরের আংটির অপকারিতা : রত্ন শাস্ত্র অনুযায়ী অন্যতম একটি গুরুত্বপূর্ণ রত্ন হল আকিক পাথর। এই রত্ন নানান রঙের হলেও সাদা আকিক পাথর চন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত। আবার বৈদিক জ্যোতিষ অনুযায়ী চন্দ্রকে মজবুত করার জন্যও আকিক রত্নপাথর পরা হয়। চন্দ্র মন ও মস্তিষ্কের সঙ্গে জড়িত। তাই যারা মানসিক দিক দিয়ে দুর্বল, ছোট ছোট বিষয় চিন্তা করতে থাকেন, যাদের মন অস্থির থাকে, কাজে মনোনিবেশ করতে পারেন না, তাদের আসল আকিক পাথর ধারণ করা উচিত। শিক্ষা, ব্যবসা, বিদেশী ব্যবসা অথবা চন্দ্রের সঙ্গে জড়িত কাজ করে থাকেন যে জাতক তারাও পূর্ণ সাফল্য লাভের জন্য আকিক রত্ন পাথরের আংটি বা লকেট ধারণ করতে পারেন — (Astrological Side Effect Of Wearing Agate/ Aqeeq/ Akik Gemstone In Bengali)
(১) কারা আকিক পাথর পরবেন, কারা পড়বেন না?
(২) আকিক পাথর ধরনে সঠিক আঙুল কোনটি?
(৩) আপনার জন্য আকিক পাথর কত ক্যারেট সঠিক?
(৪) কোন দেশের আকিক পাথরটি ভাল?
(৫) আকিক পাথর কি সবার জন্য সমান উপযোগী?
আকিক পাথরের অপকারিতা জানতে ভিডিওটি দেখুন |
(১) কারা আকিক পাথর পরবেন, আকিক পাথরের আংটির অপকারিতা কারা পড়বেন না?
জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে আকিক ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। আকিক রত্ন পাথর সকল জাতক – জাতিকারা ধারণ করতে পারবেন বিশেষ এই রত্নপাথর অপকারের চাইতে উপকার বেশি পাওয়া যায় (Sulemani Hakik Stone Benefits). ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই রত্নপাথর অনেক মূল্যবান রত্ন পাথর। বিখ্যাত গ্রিক দার্শনিক “আফলাতুন” বলেছেন, (White Akik Stone) সাদা আকিক পাথর স্মরণ শক্তি বৃদ্ধি করে, (Yellow Hakik Gemstone) হলুদ আকিক পাথর দিপদ – আপদ দূর করতে সাহায্য করে এবং (Red Aqeeq Gemstones) লাল আকিক পাথর সম্মান বৃদ্ধি করে। আম্বিয়া বনি ইসরাইলরা আনন্দের সহিত আকিক পাথর ব্যবহার করতেন। ইহুদী, খ্রিষ্টান, এবং মোসলমান সকলেই আকিক পাথরের আধ্যাত্মিক, অতিপ্রাকৃতিক এবং নিরাময় ক্ষমতা বিশ্বাস করেন। আকিক পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করে ধারন করতে পারেন।
(২) আকিক পাথর ধরনে সঠিক আঙুল কোনটি? আকিক পাথরের আংটির অপকারিতা?
অভিজ্ঞ জ্যোতিষী বা রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জাতক বা জাতিকারা এই রত্ন ধারন করতে পারেন। তবে ডান হতে যে কোন আঙ্গুলে আকিক পাথর ধারন করলে প্রচুর উপকার পাওয়া যায়। আকিক পাথরের অপকারিতা থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের সৌদি ইয়েমেনী আকিক পাথর ধারন করতে হবে। “Tradition of Ahl Al Bait” বইয়ের উল্লেখ অনুসারে (Prophet Muhammad) রাসুলুল্লাহ (সাঃ) লাল রঙের আকিক পাথর ধারন করতেন (Agate Stone Benefits in Islam)
আমাদের সংগ্রহে রত্নপাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Akik Gemstone |
(৩) আপনার জন্য আকিক পাথর কত ক্যারেট সঠিক?
আপনার কত ওজনের আকিক পাথর ধারন করা উচিত ও আপনার জন্য শুভ হবে? আকিক রত্ন পাথর যে কোন সাইজের মধ্যে আংটি বা (Agate/Aqeeq/ Akik/ Hakik Stone Pendant) লকেট করে আপনি ধারন করতে পারবেন। তবে এই বিষয়টি বিশেষজ্ঞদের কাছ থেকে সঠিকভাবে জেনে তা ধারন করবেন এতে ভালো হবে। যে কোনও রত্ন ধারণের পূর্বে রত্ন বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।
(৪) কোন দেশের আকিক পাথরটি ভাল?
এই রত্ন – পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। (Yemeni Akik Stone) সৌদি ইয়েমেনি আকিক ও চীন সহ প্রভৃতি স্থানে পাওয়া যায়। তবে সৌদি ইয়েমেনী আকিক হচ্ছে জগৎ শ্রেষ্ঠ ও মূল্যবান রত্ন পাথর। বিভিন্ন দেশে আকিক প্রাকৃতিক ভাবে পাওয়া যায়।
(৫) কোন দেশের আকিক পাথরটি ভাল?
অনেকে আবার নকল আকিক পাথর ধারণ করেন, ফলে দীর্ঘদিন আকিক পাথর ধারণ করেও কোনো উপকার পান না। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে আকিক পাথর ধারন করেন, তাহলে আকিক পাথর কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতেও পারে আপনার মানবজীবনে মানসিক সক্ষমতা এবং প্রঙ্গা বৃদ্ধিতে, আধ্যাত্মিকতা জাগ্রত, সামাজিক মর্যাদা এবং খ্যাতি বৃদ্ধিতে, প্রেম – ভালবাসা, একজনের সাথে অন্য জনের সম্পর্ক, ব্যবসায় বা চাকুরি জীবনে বৃদ্ধিতে চরম বাধা লক্ষ করতে পারবেন। আকিক পাথর সবাই ধারন করেত পারবেন তবে যে কোন পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল ক্যাটস আই পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055