Benefits of Wearing Aquamarine Gemstone (একুয়ামেরিন পাথরের উপকারিতা)
Aquamarine Gemstone একুয়ামেরিন পাথর : একুয়ামেরিন বা সবুজ পান্না, পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় কিন্তু ব্রাজিলের পান্না পাথর সব থেকে বেশী ব্যবহার করা হয়। পান্না পাথর ব্যবহারের ফলে মানুষের মাঝে উপস্থিত বুদ্ধি, চিন্তা শক্তি, সঠিক ভাবে সিদ্ধান্ত নেওয়া বৃদ্ধি পায়। তাই বিশেষ করে যারা ব্যবসায় করে থাকেন তাদের কে পান্না পাথর ব্যবহার করতে বলা হয়। এছারাও বৃষ, মিথুন, কন্যা ও তুলা রাশির জাতক- জাতিকাদের জন্য পান্না পাথর খুব উপকারী।
পাবলিক স্পীকার, কলেজ ছাত্র, রেডিও ঘোষক, ডিজে, রাজনীতিবিদ, বক্তা, পৌর বা নগর নেতৃবৃন্দ। একোয়ামেরিন হালকা ঘন সবুজ বর্ণের স্বচ্ছ, দীপ্তিপূর্ণ ও সুশ্রী, এটি বেরিল গ্রুপ (Beryl Group) – এর রত্ন। কখনও কখনও হলদে নীলা ও হালকা সাদা বর্ণের পাওয়া যায়। এই রত্নটিকে উর্দুতে বৈরোজ বলে। Aquamarine Gemstone একুয়ামেরিন পাথর
Benefits of Aquamarine একোয়ামেরিন-এর বর্ণ পান্না রত্ন থেকে স্বতন্ত্র্য হলেও রাসায়নিক উপাদান হিসাবে পান্না ও একোয়ামেরিন অভিন্ন। ষটকোন তল বিশিষ্ট পরমাণুযোগে একোয়ামেরিন – এর অঙ্গ গঠিত। রত্নটি কাঁচের তুলনায় শীতল। তবে এটা বহু মূল্যবান ও দুষ্প্রাপ্য রত্ন।
আমাদের সংগ্রহে লাপিজ লাজুলি পাথর দেখতে ক্লিক করুন এখানে – ☛ Collection of Lapis Lazuli Stone |
উপাদান: (Chemical Composition)
কাঠিন্যতা (Hardness): ৭.৫ – ৮
আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity): ২.৬৩-২.৯১
প্রতিসরণাংক (Refractive Index): ১.৫৬৭-১.৫৯০
বিচ্ছুরণ (Dispersion): ০.০১৪
আপনার ভাগ্যরাশি এবং আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন: ☛ Ajker Rashifal (রাশিফল) |
জ্যোতিষ শাস্ত্রমতে: (In astrology)
একুয়মেরিন পাথরের উপকারিতা কী? কেন ধারণ করা হয় এই রত্ন!
যোগাযোগ Benefits of Aquamarine : আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য এ পাথর চমৎকার। যেসব দম্পতিদের মধ্যে যোগাযোগ সমস্যা রয়েছে তারা বন্ধুসুলভ উপায়ে এসব মতানৈক্য সমাধান করার ক্ষেত্রে উক্ত পাথরকে সহায়ক হিসেবে পায়। এটা গলা চক্রকে উদ্দীপিত, সক্রিয় ও পরিস্কার করে।
ভারসাম্য Aquamarine Gemstone একুয়ামেরিন পাথর : সচেতনতার আধ্যাত্মিক পর্যায়ের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষেত্রে সহায়তা করে এবং কেন্দ্রীভূত থাকে।
সেবা Aquamarine Gemstone একুয়ামেরিন পাথর : পৃথিবীর প্রতি মানবিক সেবার আদর্শ ও মানবিক উন্নয়নকে উৎসাহিত করে হৃদ্যতা, সৃজনশীলতা।
সফলতার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে : সবুজ পান্না আপনাকে শক্তি প্রদান করে যা আপনার নিজের দায়িত্ব গ্রহণ করার জন্য দরকার। এটা আপনাকে আপনার লক্ষ্যে পৌছার পথে অনঢ় অবস্থান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা এবং আপনার সফলতা নিশ্চিন্তে সহায়তা করার মাধ্যমে আপনাকে সঠিক পথে রাখবে।
বর্ণ: বিভিন্ন রকম বেরিলের হালকা নীল।
দৈহিক নিরাময় গুণাবলী : গলা, প্লীহা, হৃদপিন্ড, রোগ প্রতিরোধ ব্যবস্থা, থাইমাস, লিম্প নোড, বিশেষ করে মুখ, কান, শ্বসন অ্যালার্জি, ভ্রমণ, সামুদ্রিক দেবী ইত্যাদি থেকে সুরক্ষিত রাখে।
গুরুত্ব : আত্মবিশ্বাস, উদ্দেশ্য, প্রশান্তি, শান্তি, প্রশান্তকরণ, বিশোধন, যোগাযোগ ও আত্ম সচেতনতার প্রতি গুরুত্বারোপ করে।
জ্যোতিষী বা জ্যোতিষ শাস্ত্রমতে একুয়মেরিন পাথরের ব্যবহারের উপকারিতা নিম্ন রূপ (Benefits of Rashi Ratno Pathor Aquamarine Stone) / Benefits of Green Aquamarine Gemstone )
✒ রাশিরত্ন পাথর একুয়ামেরিন রত্ন পাথরের গুনাগুন ও উপকারিতা নিম্নরূপ:
✤ একুয়মেরিন পাথরের ব্যবহারের মানসিক ট্রমা নিরাময় করে।
✤ একুয়-মেরিন পাথরের ব্যবহারের শীতল উচ্চ মেজাজ এবং বিরোধ।
✤ মানসিক চাপ থেকে মুক্তি দেয়। Aquamarine Gemstone একুয়ামেরিন পাথর
✤ অ্যাকোয়ামারিন পাথরের ব্যবহারের চাপা সংবেদনগুলির সংস্পর্শে আসতে সহায়তা করে।
✤ একুয়-মেরিন পাথর শান্তি এনে দেয়।
✤ একুয়মেরিন রত্ন পাথর মনকে সাফ করে দেয়।
✤ মনকে শান্ত করে
✤ সত্য কথা বলতে সহায়তা করে
✤মানসিক ক্ষমতা শক্তিশালী করে
✤ আপনি যদি ধ্যান করতে শিখেন তবে অ্যাকোয়ামারিন আপনাকে গভীর ধ্যানমূলক স্থিতিতে অ্যাক্সেস করার পাশাপাশি নিজের অভ্যন্তর জ্ঞান এবং শক্তির উত্সের সংস্পর্শে আসতে সহায়তা করতে পারে।
✤ আপনি যদি অ্যাকোয়ামারিনের বুদ্ধিমান এবং প্রশ্রয়জনক শক্তির প্রতি আকর্ষণ অনুভব করেন, তবে আপনি নিজের ব্যক্তিগত শক্তি বাড়ানোর জন্য একটি ছোট পাথর বা একরকম অ্যাকোয়ামারিন গহনা কিনতে পারেন।
উল্লেখিত সকল প্রকার উপকার নির্ভর করে মহান আল্লাহর ইচ্ছার উপর। তাই আল্লাহর নিয়ামত ভেবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে রত্নপাথর ব্যবহার করা উপকারী।
✒ একুয়ামেরিন পাথর কোথায় পাওয়া যায়?: (Where Gemstones are Found?)
এই রত্ন- পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। অষ্ট্রেলিয়া একুয়ামেরিন পাথর, বার্মা একুয়ামেরিন পাথর (মায়ানমার), শ্রীলংকা একুয়ামেরিন পাথর, কেনিয়া একুয়ামেরিন পাথর, রোডসিয়া একুয়ামেরিন পাথর, দক্ষিন আফ্রিকা একুয়ামেরিন পাথর, তানজানিয়া একুয়ামেরিন পাথর এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একুয়ামেরিন পাথর প্রভৃতি স্থানে পাওয়া যায় ।
HELP LINE NUMBER
» কল করুন অথবা ইনবক্স করুন রত্নপাথর নিয়ে কথা বলার জন্য।
☎ imo / Whatsapp +8801711192111
☎ imo / Whatsapp +8801845750651
☎ imo / Whatsapp +8801868353055
একুয়ামেরিন রত্ন পাথর কিভাবে কাজ করে? (How Gemstones Work)
রত্ন পাথরের নাম ও ছবি (Names and Pictures of Gemstones) মানব দেহের প্রতিটি অঙ্গ পরমাণুর সমন্বয়ে সৃষ্ট। সৌরমন্ডলের গ্রহগুলোও পরমাণুর সমষ্টি। আর বিভিন্ন প্রকার রত্নগুলো এমন সব পদার্থের সমন্বয়ে সৃষ্ট যার উপস্থিতি মানব দেহেও বিদ্যমান। বিভিন্ন প্রকার রত্ন সরাসরি মানব দেহের ত্বককে স্পর্শ করে শরীরের উপর ইলেকটোম্যাগনেটিক (Electro Magnetic) প্রভাব বিস্তার করে, মানব দেহের বিদ্যমান যে কোন পদার্থের অসামঞ্জস্যপূর্ণ উপসি’তির সামঞ্জস্য আনয়ন করে। বিভিন্ন প্রকার রত্ন বিভিন্ন গ্রহের রশ্মি অতিমাত্রায় আকর্ষণ বা আরও পড়ুন
একুয়ামেরিন স্টোন রত্নপাথর কোন আঙুলে পরে?:
সুফল পেতে জেনে নিন কোন আঙুলে কোন রত্ন ধারণ করবেন। একমাত্র বৃদ্ধাঙ্গুল বাদে। প্রত্যেকটি আঙুলের সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগসূত্র আছে বিভিন্ন নার্ভের দ্বারা। কোন রত্ন কোন আঙুলে ধারণ করলে উপযুক্ত ফল পাওয়া যাবে, জ্যোতিষশাস্ত্রে এ বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে। জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি: –
● তর্জনী – তর্জনীতে ধারণ করা উচিত ইয়োলো স্যাফায়ার, টোপাজ, মুনস্টোন, হোয়াইট পার্ল ইত্যাদি।
● মধ্যমা – আরও পড়ুন
একুয়ামেরিন স্টোন রত্ন পাথর পরার নিয়ম?: (Rules for Wearing Gemstones?)
আমাদের সকলের জীবনেই নানা রকমের সমস্যা থাকে যদিও প্রত্যেকে সমস্যা আলাদা হয়। তাই সমস্যা মুক্ত করতে আমরা প্রাণপন চেষ্টা করি। বিভিন্ন সমস্যা মেটাতে বিভিন্ন ধরনের রত্ন ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। তাঁদের মতে সঠিক রত্ন সঠিক আঙুলে ধারণ করলে ঠিক ফল পাওয়া যায় তাই জেনে নেওয়া যাক কোন রত্ন কোন আঙুলে পরা উচিত – তবে এখন উপরত্ন ভিবিন্ন ভাবে ব্যবহার করা হয় যেমন – পাথরের ডিজাইন দেখান রত্নপাথরে আংটি পাথরের আংটি ডিজাইন, পাথরের কানের দুল পাথরের কানের দুলের ডিজাইন, পাথরের ব্রেসলেট, পাথরের নাকফুল ডিজাইন, পাথরের লকেট ডিজাইন, পাথরের গলার সেট, পাথরের গলার হার, কিন্তু মার্বেল পাথরের ডিজাইন এ পাথর দেখা যায় তা কিন্তু আসল পাথর না। আরও পড়ুন
একুয়ামেরিন আসল রত্ন পাথর চেনার উপায়?: (Ways to Recognize Gemstones?)
আজকাল বাজারে নানা রকম রত্ন- পাথর পাওয়া যায়।চোখ ধাঁধিয়ে যায় তাদের রং আর উজ্জল বর্ণচ্ছটার আভা দেখলে।কিন্তু এত সব রত্ন পাথরের ভিড়ে কি করে চেনা যাবে কোনটা আসল, কোনটা নকল তা এখানে বলছি। রত্ন- পাথর (Gem stone) আসল কি নকল বুঝার জন্য অভিজ্ঞ চোখ প্রয়োজন।প্রথমত, রত্ন-পাথরের আকৃতি, রঙ, স্বচ্ছতা ও এর ভেতর সুক্ষ্ণ যে সব অবাঞ্চিত পদার্থ থাকে, তার বিন্যাস দেখে প্রাথমিক ধারণা আরও পড়ুন
একুয়ামেরিন রত্নপাথরের দাম মূল্য কত?: (What is The Price of Gemstones?)
রত্নপাথর (Gemstone) ভিবিন্ন রকম দামের আছে, দাম নির্ভর করে পাথরের ওজন, রং, বর্ন, কাটিং, স্থান এবং কোয়ালিটির উপর, তাই সঠিক ও খাঁটি রত্নের দাম জানতে আরও পড়ুন
একুয়ামেরিন রত্ন পাথর শোধন করার নিয়ম?: (Rules for Purification Gemstones?)
আয়ুর্বেদাচার্য বাগভট্ট রত্নের স্বভাবজ ও অস্বভাবজ দোষ বার করে অস্বভাবজ দোষগুলো নষ্ট করার জন্য বিশেষ বিশেষ দ্রব্যের মাধ্যমে রত্ন শোধনের উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হল সঠিকভাবে রত্ন শোধন কী ভাবে করা যায় ?
● রত্নপাথর পড়ার পূর্বে প্রতিটি পাথরই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আরও পড়ুন
রত্ন পাথরের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
রত্নপাথর কেনো দর্শনে রহমত তাজমহল জেমস্ ওয়ার্ল্ড থেকে কিনবেন? কারণ –
❖ আমরাই রত্নপাথর বিভিন্ন দেশের মার্কেটপ্লেস থেকে কিনে সরাসরি আমদানী করে, তা গ্রাহক পর্যায়ে পৌছে দেই। ফলে আমাদের ও ক্রেতাদের মাঝে কোন মধ্যস্বত্তভোগী না থাকায় আপনারা সবচেয়ে কম দামে খাঁটি রত্নপাথরটি কিনতে পারছেন।
❖ বংশগত ভাবে বছরের পর বছর আমরা গ্রাহক পর্যায়ে সেবা দিয়েছি বিধায়, আমরা অভিজ্ঞতার আলোকে আপনাদের রত্নপাথর সম্পর্কে সঠিক তথ্য দিতে পারছি।
❖ আমরা ১০০% গ্যারান্টি সহকারে রত্নপাথর বিক্রী করে থাকি। এছাড়া নকল প্রমাণে ক্রয়কৃত মূল্য প্রদান করে থাকি। আর বর্তমানে গ্যারান্টিকার্ড, লেব টেষ্ট সার্টিফিকেট দিয়ে থাকি যা সারা বিশ্বের যে কোন দেশে তার গ্রহণযোগ্যতা আছে।
❖ এছাড়া আমাদের রয়েছে প্রত্যেকটি রত্নপাথরের বিভিন্ন কোয়ালিটিসহ বিশাল সমাহার। তাই আপনি আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী বিভিন্ন কোয়ালিটির মধ্য থেকেও বাছাই করে নেয়ার সুযোগ রয়েছে।
❖ রত্নপাথর কখনই অনলাইনে কেনা উচিত নয়। কারণ এতে কখনই কোয়ালিটি বা মান বুঝা যায় না। তাই রত্নপাথর কেনার আগে অবশ্যই শোরুমে যোগাযোগ করার অনুরোধ করবো।
❖ মুখরোচক কোন বিজ্ঞাপন দেখে নয়, বরং ভালো মানের কালেকশন দেখে রত্নপাথর কিনুন। কারণ, যেখানে কালেকশন বেশি পাবেন সেখান থেকে আপনার পছন্দের মনমতো পাথরের মান বাছাই করে বাজেট অনুযায়ী কেনার সুযোগ বেশি। আস্থা রাখতে পারেন এমন প্রতিষ্ঠান থেকে আপনার রত্নপাথরটি কিনুন।
THE LARGEST AND MOST DEPENDABLE HEREDITARY GEMSTONE COMPANY IN BANGLADESH
বাংলাদেশের মধ্যে সব চাইতে নির্ভরশীল ও একমাত্র বিশ্বত্ব সর্ব বৃহৎ রত্ন পাথরের প্রতিষ্ঠান ❝তাজমহল জেমস্ ওয়ার্ল্ড❞ যেখান থেকে রত্নপাথর কেনার সময় ভাবতে হবেনা যে পাথরটি আসল না নকল। সম্মানিত ক্লায়েন্টদের ভালোবাসার ব্র্যান্ড হয়ে থাকতে চায় “দর্শনে রহমত তাজমহল জেমস্ ওয়ার্ল্ড” এই প্রতিষ্ঠানের কর্নধার বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪০ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও
জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি –
❖ তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম।
❖ উপদেষ্টা বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটি ঢাকা বিভাগ।
❖ আজীবন সদস্যঃ দক্ষিণ এশীয় অ্যাস্ট্রো ফেডারেশন, নেপাল
❖ আজীবন সদস্যঃ বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি
খাঁটি বা প্রাকৃতিক রত্নপাথর আল্লাহ তায়ালার এক বিশেষ রহমত বা কুদরত বা নিদর্শন; যা লক্ষ কোটি বছর মাটি ও পানির নিচে চাপ ও তাপে সৃষ্টি হয়েছে। জ্যাতিষশাস্ত্রমতে ও হিলিং পাওয়ারের জন্য রত্নপাথর পরিধান করা হয়। বর্তমানে তা আজ শোভা বাড়াতে বিভিন্ন জুয়েলারী গহণাতে ও আভিজাত্য প্রকাশে।
সুখের পাশাপাশি মানুষের জীবনে রয়েছে দুঃখ। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও। সবাই চায় জীবনে সুখী হতে, সফলতা পেতে। কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক। পাথর বাছাইয়ের ক্ষেত্রে মানতে হয় কিছু দিকনির্দেশনা। ব্যবহারে ঠিকমতো সমন্বয় ঘটলে ফল মেলে। এসব রত্ন পাথরের উপর গ্রহ নক্ষত্রের শুভ-অশুভ প্রভাব বিরাজমান। কষ্টি বিচারের সময় দুর্বল লগ্নপতি, রাশিপতি অথবা গ্রহের দৃষ্টিচক্র বিবেচনা ও যথোপযুক্ত রত্ন পাথর নির্বাচন করা উচিত।
Some Essential Information Of Gemstones
রত্নের কিছু প্রয়োজনীয় তথ্যঃ
● রত্ন পড়ার পূর্বে প্রতিটি পাথরই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শোধন করে ধারন করতে হবে।
● যে কোন প্রকার রাশি রত্ন পাথর শোধন ব্যতীত ধারনে সুফল নাও পেতে পারেন।
● রত্ন পাথরের বাঁধাইকৃত ধাতুর শুদ্ধতা আপনার অবশ্যই জানা থাকতে হবে?
● রত্ন পাথর শোধনের প্রতি তিন মাস পর পর শুভ সময়ে ধারন করতে হয়?
● পাথর বাছাইয়ের ক্ষেত্রে মানতে হয় কিছু দিকনির্দেশনা।
● আংটি ধারনের শুভক্ষণ জানা থাকতে হবে?
আমাদের রত্ন পাথরের কালেকশন দেখতে শোরুমে আসার অনুরোধ রইলো
রত্ন পাথরের দোকান?: (Gemstone Shop?)
দর্শনে রহমত তাজমহল জেমস্ ওয়ার্ল্ড
ঢাকা অফিসঃ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা
ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স, দোকান নং ৫২৬ – ৫২৭, ( লিফটের ৪র্থ তলা ) রাজলক্ষ্মী মার্কেট বিপরীতে, রোড -০২, সেক্টর -০৩, উত্তরা – ১২৩০, ঢাকা, বাংলাদেশ।
— সাপ্তাহিক বন্ধ বুধবার।
Doyal Delower Chishti –
দর্শনে রহমত তাজমহল জেমস্ ওয়ার্ল্ড – এর পরিবারের পক্ষ থেকে ন্যাচারাল রত্নপাথরের ভুবনে আপনাদের জানাই স্বাগতম। নকল পাথরের ভিড়ে, ১০০% নিশ্চয়তার সাথে আমরা খাঁটি রত্নপাথর বিক্রী করে থাকি।
Doyal Delower Chishti –
আমাদের মূল লহ্ম্য হচ্ছে সঠিক রত্ন পাথর ক্রেতাদের নিকট সঠিক মূলে বিক্রয় করা। বংশগত ভাবে আপনাদের সেবা দিতে পেরে আমরা গর্বিত।