রুবি পাথরের দাম বাংলাদেশে, রুবী কত প্রকার (Rubi (Manik) Gemstone Price): জ্যোতিষশাস্ত্র অনুসারে চুনি পাথর বা রুবি রত্ন পাথর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামূল্যবান রত্ন। মহান আল্লাহ মানব জীবনের জন্য পৃথিবীতে হাজার হাজার নিয়ামত অর্পিত করেছেন। রত্নপাথর তাদের মধ্যে একটি বিশেষ নিয়ামত। মহান আল্লাহতালা “রুবি পাথরের” নিয়ামতের গুনের কারনে পবিত্র কোরআন শরিফে সূরা “আর-রহমান” এর ৫৮ নং আয়াতে রুবি পাথরকে কে নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন বলেছেন – “রুবি এবং প্রবাল যেনো সৌন্দর্যেরই প্রকাশ” (Ruby and Coral Are The Epitome of Beauty) আপনি আজ যে ক্রান্তিকাল সময়ে দাঁড়িয়ে আছেন তা থেকে বেরিয়ে আসতে, যা হতে চান সেভাবে নিজেকে তৈরী করতে সাহায্য করে রুবি বা চুনি পাথর।
(১) কোন দেশের রুবী পাথরের দাম কত টাকা? আপনি কি জানেন?
(২) রুবী পাথর কত প্রকার? আপনি কি জানেন?
(৩) কিভাবে রুবী পাথর ধারন করবেন? আপনি কি জানেন?
রুবী পাথরের দাম সর্ম্পকে জানতে ভিডিওটি দেখুন |
(২) রুবী পাথর কত প্রকার? আপনি কি জানেন?
(Ruby Gemstone) রুবি পাথর বা চুনি পাথরকে দেশ ভেদে বিভিন্ন নামে ডাকা হয়। যেমনঃ –ইংরিজিতে: রুবি স্টোন, বাংলাতে: চুনি পাথর বা মানিক, ফারসি ও আরবিতে এটিকে ইয়াকুত পাথর বলা হয়। সংস্কৃততে একে বলা হয় পদ্মরাগ। চুনা পাথরের ভিতরে এটির জন্মস্থান বলেই একে বলা হয় চুনি ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। রুবী পাথরকে আরো ভিবিন্ন নামে ডাকা হয় চলুন সে নাম গুলো জেনে নেই।
(১) – আফ্রিকান রুবী পাথর (African Ruby Gemstone)
(২) – বার্মিজ রুবি পাথর (Burmese Ruby Stone)
(৩) – পিজন ব্লাড রুবি পাথর (Pigeon Blood Ruby Gemstone)
(৪) – ইয়াকুত পাথর (Yakut Stone)
(৫) – নিউ বার্মা রুবী পাথর (New Burma Ruby Gemstone)
(৬) – মানিক পাথর (Manik Pathor)
(৭) – স্টার রুবি পাথর (Star Ruby Stone)
(৮) – আনকাট রুবি পাথর (Uncute Ruby Gemstone)
(৯) – মাদাগাস্কার রুবি পাথর (Madagascar Ruby Gemstone)
(১০) – পাকিস্তানি রুবি পাথর (Pakistani Ruby Stone)
(১) কোন দেশের রুবী পাথরের দাম কত টাকা? আপনি কি জানেন?
রুবি পাথরের দাম বাংলাদেশে: রুবী রত্ন পাথর এর দাম নিয়ে মানুষের হাজারো কৌতুহল রয়েছে, অধিকাংশ সময় আমাদের কাছে ফোন করে কাস্টমাররা রুবী রত্ন পাথরের দাম জানতে চান তাহলে চলুন জেনে নেয়া যাক।
আমাদের সংগ্রহে রুবী পাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Ruby Gemstone |
☛ রুবি পাথরের দাম বাংলাদেশে বার্মা রুবী পাথর।
(Burmese Ruby Stone) অরিজিনাল বার্মা রুবী পাথরের দাম ২০০০ টাকা পার ক্যারেট থেকে শুরু করে ১ লক্ষ টাকা পার ক্যারেটের উপরে হয়ে থাকে, কারন ভালো কোয়ালিটির উপর ভাল দাম নির্ভর করে। যেমন ধরুন: একটা ১০ ক্যারেটের রুবীর দাম ২০,০০০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
☛ আফ্রিকান রুবী পাথর।
(African Ruby Gemstone) অরিজিনাল আফ্রিকান রুবী পাথরের দাম ৫০০ টাকা পার ক্যারেট থেকে শুরু করে ৪০,০০০ হাজার টাকা পার ক্যারেটের উপরে আরো দামের মধ্যে হয়ে থাকে। তবে ভালো কোয়ালিটির আফ্রিকান রুবী স্টোন আরো বেশি দামেও কিন্তু পাওয়া যায়। যেমন ধরুন: একটা ১০ ক্যারেটের রুবীর দাম ৫০০০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
☛ স্টার রুবী পাথর।
(Star Ruby Stone) বার্মা স্টার রুবী পাথরের দাম কম হয়ে থাকে। কাজের ক্ষেত্রে এই পাথর খুব একটা কাজ করেনা। তবে স্টার রুবীর চাইতে বার্মা কাটিং রুবী ও আফ্রিকান রুবী পাথর অনেক গুনে ভাল কাজ করে। স্টার রুবী পাথরের দাম ২০০ টাকা পার ক্যারেট থেকে শুরু করে ১০০০ টাকা পার ক্যারেটের উপরে আরো দামের মধ্যে হয়ে থাকে। তবে ভালো কোয়ালিটির উপর ভাল দাম নির্ভর করে।
(Gemstones Price) পাথরের দাম নির্ভর করে পাথরের ওজন মানে কত ক্যারেট বা কত রতি মধ্যে নিতে চান? পাথরের মাঝে হাজার হাজার রং আছে তবে ভাল কালার এর উপর ভাল দাম নির্ভর করে। অবশ্যই ভালো দেশের, ভালো কালার, বর্ণ দেখে পাথর কেনার চেষ্টা করবেন। আপনি যখন রুবী পাথর সহ অন্য কোন প্রকারের রত্ন পাথর কেনার চিন্তা করবেন তখন মনে রাখা ভালো যে পাথরের কোন নির্দিষ্ট কোয়ালিটির হিসেব নেই। খনি থেকে পাওয়া বর্তমান মজুদ পাথরের মধ্যে থেকেই ভালো খারাপ কোয়ালিটির হিসেব করা হয়।
(৩) কিভাবে রুবী পাথর ধারন করবেন? আপনি কি জানেন?
যে সকল মানুষ কাজের শুরুতে খুব আগ্রহ বোধ করে কিন্তু একটু এগিয়ে যাবার পরেই সেই আগ্রহ হারিয়ে ফেলে, ফলে কাজটি হাত ছাড়া হয়ে যায়, সে সকল মানুষের জন্য রুবি পাথর উপকারী। চুনি বা মানিক রুবী পাথর ধারণ করার নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি আছে। সেগুলি মেনে এই রত্ন ধারণ করলে তবেই কাঙ্খিত ফল পাওয়া যায়। কিন্তু দোকান থেকে কেনার সময় কী ভাবে বুঝবেন যে চুনি বা রুবী পাথর আসল না নকল? চুনি পাথর বা রুবি চেনা মোটেই সহজ ব্যাপার নয়। রুবী পাথর চেনার বা বোঝার জন্য অভিজ্ঞ চোখ প্রয়োজন। তাই আপনার শুভ রত্ন পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের তান্ত্রিক জ্যোতিষ রত্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055