Benefits Of Cat’s Eye Gemstone (ক্যাটস আই রত্নের উপকারিতা) : জ্যোতিষমতে ক্যাটস আই পাথর খুব গুরুত্বপূর্ণ একটি রত্ন। সংস্কৃতে এর নাম বৈদূর্যমণি। এটিকে আরবীতে লহসনিয়া বলে। পাশ্চাত্যের দেশগুলোয় কখনও বা একে ডাকা হয় ক্রাইসোবেরিল (Chrysoberyl) নামে। জ্যোতিষশাস্ত্রে তাই এই গ্রহ রত্নের সমাদর সমধিক বলা হয়, রাহুর দশা এবং কেতুর দশা প্রতিকারে বৈদূর্যমণি তুলনাহীন। আসলে এটি কেতুর প্রিয় গ্রহরত্ন, তাই ধারণ করলে দেহ কেতু (Ketu Dosha) এবং মস্তক রাহু – উভয়েরই দৃষ্টি থেকে সুরক্ষিত থাকা যায়। রাশিরত্ন ক্যাটস আই ধারণ করার নানা উপকারিতা আছে। তবে যে কেউ ক্যাটসআই ধারণ করলেই হবে না। এই রত্ন আপনার ধারণ করা উচিত কিনা তা একজন দক্ষ জ্যোতিষীই বলতে পারবেন। কাদের, কখন এবং কেনো ক্যাটস আই পাথর ধারণ করা উচিত জেনে নিন —
(১) রাশিরত্ন ক্যাটস আই ব্যবহার করলে কী সুফল পাবেন?
(২) কোন রাশির জন্য ক্যাটস আই রত্ন উপকারি?
(৩) ভালো ক্যাটস আই পাথর কোথায় পাওয়া যায়? কি পরিমান দাম হয়?
ক্যাটস আই পাথরের উপকারিতা সর্ম্পকে জানতে ভিডিওটি দেখুন |
(১) রাশিরত্ন ক্যাটস আই ব্যবহার করলে কী সুফল পাবেন?
ক্যাটস আই রত্নের উপকারিতা : (Ketu Dosha) কেতুর অশুভ গ্রাস থেকে বাঁচতে প্রধানত ক্যাটস আই রত্ন ধারণ করা হয়। কেতুর শুভ প্রভাবে লটারী ফাটকা, জুয়া, শেয়ার বাজারের ব্যবসা ছাড়াও আকস্মিক ঝটকা অর্থ উপার্জনে সহায়তা করে। আর অশুভ রহস্যময়তা, স্বার্থপর, গুপ্তশুক্রর আক্রমন, উচ্চস্থান থেকে পতন, কলহ, যৌনরোগ, জলেডুবা, সর্পদংশন প্রভৃতির হাত থেকে বাঁচতে ক্যাটস আই ধারণ করা উচিৎ। ক্যাটস আই ভুল সিদ্ধান্ত নেওয়ার হাত থেকে রক্ষা করে আমাদের। এই গ্রহ রত্নের প্রভাবে মন শান্ত হয়, চিত্ত একাগ্র হয় এবং তখন সহজেই আধ্যাত্মিক পথে মনোনিবেশ করে জীবনে উন্নতি লাভ সম্ভব হয়। অশুভ আত্মা, খারাপ স্বপ্ন বা অন্য কোনও ভয়ে গ্রস্ত থাকলে ক্যাটস আই পাথর পরা উচিত। কেতুর দুষ্প্রভাব ব্যক্তির জীবনকে কষ্টকারী করে তোলে। ব্যক্তির ওপর কেতুর দুষ্প্রভাব থাকলে এই রত্ন ধারণ করা উচিত। যারা ভাগ্যের জোরে অর্থ লগ্নি করেন, শেয়ার বাজারে টাকা লাগান, তাঁরা এই রত্ন ধারণ করলে লাভ পেতে পারেন। যাদের মামলা সংক্রান্ত ঝামেলা রয়েছে তাদের জন্য ক্যাটস আই পাথর উপকারী।
যাদের ব্যক্তিগত জীবন, ব্যবসায় বা চাকুরি জীবনে অথবা পারিপার্শ্বিক প্রকাশ্য ও গোপন শত্রু রয়েছে তাদের জন্য ক্যাটস আই পাথর খুব খুব উপকারী। এ পাথর ধারনে ধর্ম কর্মে আকর্ষণ বাড়তে পারে। যে মানুষ গুলো ব্যক্তিগত জীবনে কোন সিদ্ধান্ত নেবার আগে খুব বেশী সিদ্ধান্ত হীনতায় ভোগে তাদের মনবল বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে এই রত্ন খুব কার্যকর ভূমিকা গ্রহণ করে। রত্ন ধারনের ক্ষেত্রে এ কথা অবশ্যই মনে রাখতে হবে শুধু রত্ন ধারণ করলেই হবে না। আপনার সার্টিফায়েড খাঁটি ক্যাটস আই রত্ন ধারন করতে হবে। তবেই সকল সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অনেক ক্ষেত্রে বহু অর্থ ব্যয় করে রত্ন ধারন করার পরেও কোনও কাজ দেয় না। তখন আমরা হয় জ্যোতিষী বা জ্যোতিষশাস্ত্র – কেই ভুল বলে গালমন্দ করে থাকি। তাই রত্ন ধারণ করার অন্যতম এবং একমাত্র বিষয় হল রত্নটি খাঁটি কি না সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। প্রয়োজনে রত্ন বিশারদের থেকে পরামর্শ নিন। ক্যাটস আই পাথর ব্যবহারে হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি বন্ধ হয়ে যাওয়া পুরনো ব্যবসায় নতুন করে ফিরে পাওয়া যেতে পারে। বিশেষ করে যারা বাজী ধরতে পছন্দ করে বা যারা রিস্ক নিয়ে ব্যবসায় করতে পছন্দ করে তাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে ক্যাটস আই পাথর (Cats Eye Stone – Lahsuniya/Vaidooryam)।
(২) কোন রাশির জন্য ক্যাটস আই রত্ন উপকারি?
রাশিরত্ন জ্যোতিষশাস্ত্রে ও হস্তরেখা বিজ্ঞানে ক্যাটস আই কেতুর ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী Capricorn Horoscope (मकर राशिफल) (Makar Rashi) মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি) এই রাশির জাতক/জাতিকাদের শুভ রত্ন পাথর বার্থস্টোন হচ্ছে ক্যাটস আই পাথর। মকর রাশি ছাড়া অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা ক্যাটস আই পাথর ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একজন বংশগত অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। তা না হলে ক্যাটসআই পাথর ব্যবহারে আপনার অনেক ক্ষতি হয়েও যেতে পারে।
আমাদের সংগ্রহে রত্নপাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Cats Eye Gemstone |
(৩) ভালো ক্যাটস আই পাথর কোথায় পাওয়া যায়? কি পরিমান দাম হয়?
আসল এই রত্ন- পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। মুলত শ্রীলংকা – ইন্ডিয়ান টাটা ক্যাটস আই পাথর সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। শ্রীলংকা ক্যাটস আই পাথর জগৎবিখ্যাত ও বহু মূল্যবান রত্নপাথরটি ভিবিন্ন রকম দামের আছে, তবে দাম নির্ভর করে – ক্যাটস আই পাথরের ওজন, – ক্যাটস আই পাথরের ভাল কালার, – ক্যাটস আই পাথরের ভাল কাটিং,- ভাল স্থানের পাথর , – এবং ভাল কোয়ালিটির উপর যেমন শ্রীলংকা ক্যাটস আই পার ক্যারেট সর্বনিন্ম ২০০০/- হাজার টাকা থেকে শুরু হয়ে থাকে, এমন ভাবে রত্নের ভিবিন্ন রকম দাম এর মাঝে পাওয়া যায় – দেশ ও কোয়ালিটি অনুযায়ি। তাই ক্যাটসআই পাথরের সঠিক দাম জানতে অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞে সাথে আলোচনা করে কেনার চেষ্টা করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল ব্রাজিল পান্না পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। |
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন: ☎ imo / Whatsapp: +8801711192111
☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055