Ajmeri Gems Diamond World | রাশিরত্ন পাথর
Ajmeri Gems Diamond World: আজমির শরীফের মাজার জেয়ারত করতে গিয়েও অনেকে অনেক পাথর কিনে নিয়ে আসেন কোন এক ধর্মীয় অনুভূতির কারনে। হয়তো কেও কেও মনে করেন এখান থেকে রত্ন পাথর ক্রয় করে ব্যবহার করলে অনেক বেশী উপকার পাওয়া যাবে, কেও আবার মনে করেন এখান থেকে আসল পাথর পাওয়া যাবে। আমরা চাই রত্ন পাথর যারা কিনে ব্যবহার করে থাকেন তারা যেন সঠিক তথ্য জেনে গ্যারান্টি সহ আসল রত্ন পাথর ক্রয় করতে পারেন।
আরও জানুন: রত্ন পাথর শোধন করার নিয়ম ও মন্ত্র জানতে ভিডিওটি দেখুন
আজমীর শরীফ দরগাহ জিয়ারত ও ইতিহাস – খাজা গরীব নওয়াজ?
এই আজমীর মুসলিম ধর্মাবলম্বীদের কাছে তীর্থভূমি। এখানকার মুখ্য দ্রষ্টব্য দরগা শরীফ। এটি সুফি খাজা মইনুদ্দিন চিস্তির দরগা। ধর্মের গুরুত্বের বিচারে মক্কা-মদিনার পরেই এই দরগা শরীফের স্থান। সেই মোগল আমলে মোগল সম্রাট আকবর আগ্রা থেকে তীর্থযাত্রীদের নিয়ে এখানে আসতেন। শহরের গলিপথের মধ্য দিয়ে হেঁটেই দরগায় পৌঁছানো যায়।
আরও দেখুন: আমাদের সংগ্রহে রত্নপাথর (Gemstone)
খাজা মঈনুদ্দীন চিশতির আজমির শরিফ? Ajmeri Gems Diamond World
মক্কা হয়ে মদিনায় যেতে তিনি হজরত মোহাম্মদ (সা.)-এর দৈববাণী পেয়ে হিন্দুস্থানে আসেন ইসলামের মাহাত্ম প্রচারে। অবস্থানও সেই থেকে আজমীরে খাজা মইনুদ্দিন চিস্তির, ইন্তেকালও হয় আজমীরে, সমাহিত রয়েছেন এখানে। তাঁর মাজার অর্থাৎ সমাধিকে ঘিরে গড়ে উঠেছে ২টি মসজিদ। এখানে একটি সম্মেলন কক্ষ আর রূপার পাতে মোড়া বুলন্দ দরওয়াজাও আছে রূপার পাতে মোড়া মূল সমাধি সৌধটি।
আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়?
আজমেরী জেমস পাথর? Ajmeri Gems Diamond World
ঠিক কত কাল আগে থেকে রত্ন পাথরে সাথে আজমির শরীফের নাম জুড়ে দেওয়া হয়েছে তার হিসেব হয়তো দিতে পারবোনা। তবে আজমির শরীফের পাথর বলে যুগের পর যুগ ধরে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে এটা জোর দিয়ে বলতে পারি। বিষয়টা তো আর এমন নয় যে আজমির শরীফের মাজার থেকে গাইবি ভাবে রত্ন পাথর উঠে আসে আর সে গুলোকে মানুষ এনে বিক্রি করে থাকে। আমাদের মধ্যে অনেকেই হয়তো জানি যে ভারতের রাজস্থান নামক প্রদেশের রাজধানীর নাম “জয়পুর”। এ জয়পুরকে আবার বলা হয় রত্ন নগরী।
আরও পড়ুন: রাশি অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য
আজমিরি রত্ন পাথর, আজমির শরীফের পাথর কথাটি কতটা সঠিক?
কারন এখানেই পৃথিবীর বিভিন্ন দেশর খনি থেকে পাওয়া রত্ন পাথর আনা হয় কাটিং ও পলিশ করার জন্য। তারপর সেই কাটিং করা পাথর ছড়িয়ে পরে সারা পৃথিবীতে। যেহেতু এখানে আসল পাথর কাটিং করার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, তাই পাশাপাশি এখানেই গড়ে উঠেছে নকল পাথর তৈরি কারখানা। এ জয়পুর থেকে ১০৩ কিঃমিঃ দূরে অবস্থান আজমির শরীফের। আজমির শরীফের খাদেমরা জয়পুর থেকে সব থেকে কম দামি আসল পাথর এবং নকল পাথর কিনে এনে আজমির শরীফে যাওয়া মানুষ গুলোর কাছে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সে পাথর গুলোকে বিক্রি করে থাকেন। প্রতিদিন হাজার হাজার মানুষ আজমির শরীফ জেয়ারত করতে গিয়ে রত্ন পাথর দেখতে পায় এবং মনের মধ্যে বিশ্বাস জন্ম নেয় যে আজমিরের খাদেম তো আর নকল এবং খারাপ রত্ন পাথর বিক্রি করবে না। আজমীরি পাথর নামে কোন পাথের নেই। এই গুলো মানুষের মনগড়া নাম দিয়ে পাথর বিক্রি করার চেষ্টা করে থাকে।
স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।
জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন