যখন কাজে কর্মে বাধা বিপত্তি, হতাশা, নিরাশা, উন্নতিতে বাধা কাটাতে নীলা পাথর ধারণের পরামর্শ দেওয়া হয়। নীলা পাথরের উপকারিতা?
জ্যোতিষ শাস্ত্রমতে: (In astrology)
African Real Blue Sapphire (Neelam) শনি গ্রহের খারাপ প্রভাব থেকে রক্ষা পেতে নীলা পাথর (Neela Pathar) সাহায্য করে থাকে। বিশেষ করে যাদের কুম্ভ রাশি (Aquarius) Jan 21 – Feb 20 ও মকর রাশি (Capricorn) Dec 21 – Jan 20 তাদের রাশির প্রধান পাথর হচ্ছে ইন্দ্র নীলা পাথর। ইন্দ্র নীলা রত্ন পাথরের উপকারিতা? মানুষের জীবনে সমস্যা দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের সমস্যা মানুষের জীবনে সব সময়ই লেগে থাকে, একটা শেষ হবার আগেই আরেকটা এসে জুড়ে যায়। যদি এ সমস্যা গুলো ছোট খাট হয়ে থাকে তাহলে এটা রাহুর সমস্যার কারনে হয়ে থাকে, যার জন্য গোমেদ পাথর যথেষ্ট। (Buy Blue Sapphire Gemstone Online) কিন্তু যাদের এ সমস্যা গুলোর প্রভাব বেশী এবং যে কাজেই হাত দেওয়া হোক না কেন সে কাজই যদি নষ্ট হয়ে যায়।
তাহলে এটা শনি গ্রহের খারাপ প্রভাবের কারনে। ফলে জীবনে নেমে আসে চরম বিপর্যয়। এমন অবস্থায় শনি গ্রহের শান্তির জন্য নীলা বা নীলকান্তমণি উপকারী পাথর হচ্ছে (ব্লু-স্যাফায়ার) ইন্দ্র নীলা পাথর (Neelam Stone)। তাই সঠিক ভাবে জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর নীলা গ্রহণ করা উচিত।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন রকম কোয়ালিটি নীলা পাথরের দাম জানতে ক্লিক করুন এখানে- Image: Blue Sapphire Price |
Precious Gemstones
নীলকান্তমণি বা নীলা (Nila Pathor) পাথরকে দেশ ভেদে বিভিন্ন নামে ডাকা হয়। যেমনঃ – হিন্দিতে নীলাকে: নীলম পাথর (Neelam Pathar), ফারসীতে নীলাকে: কবুদ। সংস্কৃতে: নীলাশ্ম, সৌপিপত্ন, ইন্দ্রনীল, তৃণগ্রাহী, মহানীল, নীলোৎপল ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়।
নীলা রত্ন কত প্রকার: (How Many Types of Blue Sapphire Stones)
(১) – ইন্দ্র নীলা পাথর (Indra Nila Gemstone)
(২) – রক্তমুখী নীলা পাথর (Raktamukhi Neelam/Khooni Neelam)
(৩) – পীতাম্বর নীলা পাথর, (Pitambari Neelam Gemstone)
(৪) – শ্বেত নীলা পাথর (White Sapphire Gemstone)
(৫) – কৃষ্ণ নীলা পাথর (Krishna Neelam Stone)
(৬) – ব্যাংকক নীলা পাথর (Bangkok Blue Sapphire Stone)
(৭) – ময়ূরী নীলম (Mayuri Neelam Pathar)
(৮) – অপরাজিতা নীলা (Aparajita Blue Sapphire Stone)
(৯) – রাজ ভক্ত নীলা পাথর (Rajvotto / Rajvokto Nila Pathor)
(১০) – পদ্ম নীলা পাথর – সন্ধ্যামণি (Amethyst Gemstone)
(১১) – ষ্টার নীলা পাথর, (Indra Nila Gemstone)
(১২) – গঙ্গাজল নীলা পাথর, (Gangajal Neelam Stone)
(১৩) – পিংক ব্লু স্যাফায়ার (Pink Blue Sapphire)
(১৪) – নীলকান্তমণি (Sapphire) ইত্যাদি ।
আমাদের সংগ্রহে নীলা পাথর দেখতে ক্লিক করুন এখানে – ☛ Collection of Blue Sapphire |
নীলা পাথরের রাসায়নিক উপদান: (Chemical Constituents Of Sapphire Stone)
নীলা কোরানডাম শ্রেণির (Corundum) গ্রুপ এর রত্ন। কোরানডাম হলো সেই রাসায়নিক সংমিশ্রণ যাতে এ্যালুমিনিয়াম অক্সাইড ও বকসাইট এবং স্যাফায়ারের অন্যান্য উপাদান সহ নীলার সৃষ্টি। Sapphire is a variety of corundum or aluminum oxide and Al203 gives its chemical formula—that is, two parts of Aluminum to three parts of Oxygen.
- কাঠিন্যতা (Hardness) : ৯
- আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity) : ৩.৯৯-৪.০০
- প্রতিসরণাংক (Refractive Index) : ১.৭৬৬-১.৭৭৪
- বিচ্ছুরণ (Dispersion) : ০.০১৮
রাশি রত্ন পাথর নীলা পাথরের কিছু উপকারিতা নিম্নরূপ:
- শনির অশুভত্বের কারকতা থেকে রক্ষার জন্য ব্যবহার করা হয়। জন্মকালে বা শনির গোচরকালে অথবা অশুভ শনির দশা অন্তর্দশার সময়কালে অভিজ্ঞ জ্যোতিষীগত জাতক-জাতিকাকে উত্তম নীলা ধারণের পরামর্শ দেন। (Blue Sapphire Gemstone Astrological Benefits) নীলা পাথরের উপকারিতা
- জ্যোতিষ শাস্ত্রানুসারে মকর ও কুম্ভ রাশির জাতক-জাতিকারা (সিলং নীলা পাথর) ধারণ করতে পারবেন। তবে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ক্রমে। এছাড়াও যাদের জন্ম ছকে শনি দুর্বল অবস্থায় থাকে, জীবিকার কারক, ভাগ্য উন্নতির কারক ও অর্থ বিত্তর কারক তারা অপরাজিতা নীলা পাথরের আংটি নীলা ধারণ করতে পারবেন।
- জ্যোতিষ শাস্ত্রে যখন কাজে কর্মে বাধা বিপত্তি, হতাশা, নিরাশা, উন্নতিতে বাধা কাটাতে জাতক-জাতিকার জন্য নীলা পাথর ধারণের পরামর্শ দেওয়া হয়। (Sri Lanka National Gem Blue Sapphire)
- যে রাশির জাতক-জাতিকার শনির কুপ্রভাবে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে মীন,কর্কট, ধনু, মকর ও কুম্ভ রাশির জাতক-জাতিকা। তাদের সকল কাজেই বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে বাধা-বিপত্তি চলছে। কর্মস্থলে অশান্তি, ব্যবসায় হঠাৎ করেই অব্যাহত লোকসান, অংশীদারি বাণিজ্যে জটিলতা, বিবাহ শাদীতে বাধা, আইনগত জটিলতা, ঋণের দায় বৃদ্ধি, কর্মহানি, কারাবাস সহ মানহানিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। শনি তাড়াতে তারা দ্রুত কোনো অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হন। তিনি আপনাদের একটি ভালো পরামর্শ দিয়ে রক্ষা করার চেষ্টা করতে পারেন। (Gemstone Collection)
- ইন্দ্র নীলা পাথর সরাসরি সম্পদ বৃদ্ধির সাথে জড়িত। এ পাথর ব্যবহারের ফলে অর্থনৈতিক দিকে এগিয়ে যাওয়া যায় এবং বহুবিধ আয়ের পথ পাওয়া যায়। ফলে সম্মান, প্রতিপ্রত্তি ও সুনাম বেড়ে যায়। (Blue Sapphire Meaning)
- যদি নীলা সহ্য হয়, তাহলে যে ব্যক্তি নীলা ধারন করবে তার দারিদ্রতা খুব অল্প সময়ের মধ্যে আল্লাহর ইচ্ছায় বদলে সম্ভাবনায় রুপ নিবে। (Benefits of Blue Sapphire Stone)
- জ্যোতিষ শাস্ত্রে যখন আইনগত জটিলতা, করাবাস, শিল্প কলকারখানায় জটিলতা দেখা দেয় তখন জাতক-জাতিকার সকল বাধা অপসারণে নীলা ধারণের পরামর্শ দেওয়া হয়।
- নীলা পাথর ধারনে অবৈধ যৌন সম্পর্কের ইচ্ছা নষ্ট হয়ে যায়। অনেকে আবার নকল নীলা ধারণ করেন, ফলে দীর্ঘদিন নীলা ধারণ করেও কোনো উপকার পান না। Blue Sapphire (Neelam)
- যে সমস্ত জাতক/জাতিকার জম্ম চকে বা রাশি অশুভ স্থানে আছে তাদের বিভিন্ন রোগের উপসর্গ আসে । স্টার নীলা পাথরের উপকারিতা যেমন হার্ড ব্যথা,বাত রোগ,পায়ে আঘাত লাগা এবং কষ্টকর যন্ত্রনা জাতীয় রোগের এবং স্নায়ুর শক্তি বস্তুক । তাছাড়া চর্ম রোগ, মাথা ব্যথা, কানে কম শুনা,মাথা ও হাত পায়ের যন্ত্রনা,মৃগী রোগে আংটি করে ডান হাতের মধ্যমা আঙ্গুলে ধারন করলে প্রচুর উপকার পাওয়া যায়।
- জ্যোতিষ শাস্ত্র মতে নীলা পাথর সম্পদ বৃদ্ধি, সৌভাগ্য, সুযোগ এবং প্রসারের সাথে সম্পৃক্ত। নীলা পাথর ব্যবহারে অনেক সময় খুব দ্রুত ফল পাওয়া যায়।
- নীলা যদি কারও উপকারে আসে তা হলে এটি পরিধানের পর জাতক-জাতিকা বহু ধন ও ঐশ্বর্যের অধিকারী হন। আসল নীলা পাথর শয়তানের খারপ দৃষ্টি থেকে মুক্ত রাখতে সাহায্য করে।
- খুব ভালো রক্ষা কবচ হিসেবে কাজ করে ইন্দ্র নীলা পাথর। এ পাথর ব্যবহারে শত্রু থেকে রক্ষা, খারাপ দৃষ্টি ও হিংসে থেকে বেঁচে থাকে যায়।
- নীলা পাথর ব্যবহারের ফলে মানুষিক শক্তি বৃদ্ধি পায়, দ্বিধা দণ্ড কেটে যায় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য পাওয়া যায়।
- জ্বরে আক্রান্ত কোন ব্যক্তির বুকের উপর যদি নীলা পাথর রাখা যায় তাহলে মহান আল্লাহর ইচ্ছায় জ্বরের তিব্রতা কমে আসে।
- এটি যাদের উপযোগী তাদেরকে অধিক ধনশালী ও ঐশ্বর্যশালী করে । মনকে শক্তিশালী ও সাহস বৃদ্বি করে ।
- জ্যোতিষ বিজ্ঞান রাশিচক্রে জাতক / জাতিকার মকর ও কুম্ভ রাশির রত্ন। সংকটকালে জাতক-জাতিকাকে ধৈর্যধারণে ও পরিশ্রমী হতে ও মন শক্ত করে সাহসের সাথে এগিয়ে যেতে সাহায্য করে।
- যাদের শনি গ্রহের খারাপ প্রভাব চলছে তাদের রাশি চক্রের শক্তি যোগায় ইন্দ্র নীলা পাথর। Blue Sapphire (Neelam)
- কিছু বিখ্যাত ব্যক্তিগণ যারা নীলা ধারণ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপারস্টার অমিতাভ বচ্চন, তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, সুরকার এর.আর রহমান, সনু নিগম প্রমুখ।
উল্লেখিত সকল প্রকার উপকার নির্ভর করে মহান আল্লাহর ইচ্ছার উপর। তাই আল্লাহর নিয়ামত ভেবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে রত্নপাথর ব্যবহার করা উপকারী।
নীলা পাথর কোথায় পাওয়া যায়?: (Where Sapphires Are Found?)
এই রত্ন- পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। ইন্দ্রনীলা মুলত শ্রীলংকা নীলা, থাইল্যান্ড নীলা, মায়ানমার বার্মা নীলা, অষ্ট্রেলীয়া নীলা ও আফ্রিকা নীলা, আফগানিস্তান, কম্বোডিয়া, ক্যামেরুন, চীন (শানডং), কলম্বিয়া, ইথিওপিয়া, কেনিয়া, লাওস, মাদাগাস্কার, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, রুয়ান্ডা, উল্লেখযোগ্য নীলা আমানত পাওয়া যায়। তানজানিয়া, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র (মন্টানা) এবং ভিয়েতনাম থেকে আসে প্রভৃতি স্থানে পান্না পাওয়া যায়। তবে কাষ্মীরের নীলা জগৎবিখ্যাত।
নীলা পাথর নিয়ে আলোচনা: (Talk About Blue Sapphires Stone)
নীলা স্বচ্ছ উজ্জ্বল নীল আভাযুক্ত রত্ন । Ceylon Blue Sapphire (Neelam) এটির বৈশিষ্ট স্বাদহীন, শুকনো এবং শীতল । নীলাকে আরবী/উর্দু/ফার্সীতে কবুদ বা ইয়াকুত বলে । ইহা নীলকান্তমণি নামেও পরিচিত । বর্ণের দিক থেকে উজ্জ্বল নীল আভাযুক্ত রঙ-এর সাথে রক্তের মত আভাযুক্ত, হরিদ্রাভ, শ্বেত কিঞ্চিৎ নীল আভাযুক্ত প্রভৃতি বর্ণের হয়ে থাকে ।
“নিলা পাথর সবার সয় না” কথাটি কতটা সঠিক?
সব রত্ন-পাথরের মধ্যে ইন্দ্রনীলা (Ceylon Blue Sapphire – Ceylon Neelam) সবচেয়ে মারাত্মক এবং দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য বলে অন্যান্য রত্ন-পাথরের তুলনায় নীলার দামও বেশি। নীলা অনেক ধরনের পাওয়া যায়। সব রকম নীলার মধ্যে ইন্দ্রনীলার প্রতিক্রিয়া বা ক্রিয়ার সবচেয়ে শক্তিশালী।
অনেকে জানতে চান রক্তমুখী নীলা পাথরের উপকারিতা? রক্ত মুখী নীলা রত্ন পাথর ব্যবহারের নিয়ম? যে কোনো নীলাই অতি মূল্যাবান । অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কোনো নীলাই ব্যবহার করা উচিত নয় । কারণ নীলা পাথরের অপকারিতা নীলা ব্যবহারে উপকার যতোটুকু, তার থেকে বেশি ক্ষতিকর।
সব থেকে সুন্দর নীলা হচ্ছে গাড় নীল রঙের এবং নীলা পাথর শনিগ্রহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। অনেক কাল আগে উৎকৃষ্ট নীল রঙের নীলা পাথর পাওয়া যেত কাশ্মীর, শ্রিলাঙ্কা Ceylon Neelam এবং বার্মাতে। নীলা পাথর ব্যবহারে ব্যক্তির জ্ঞান গাম্ভীর্য ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেতে দেখা যায়। আসল নীলা পাথর হার্ট এবং পাকিস্থলির সমস্যায় উপকারী। শনিগ্রহের ভালো প্রভাব প্রাচুর্যতা আনয়ন করে কিন্তু পাশাপাশি অতিরিক্ত ভোগপ্রবণতা কমাতে সাহায্য করে। “Old Testament” এ Ceylon Blue Sapphire Neelam নীলা সম্পর্কে বলা হয়েছে— “রাজ সিংহাসন নীলা পাথরের মতই”। Blue Sapphire (Neelam)
দ্বিতীয় চার্লেসের নীলা (The Nila of 2nd Charls): রানী ভিক্টোরিয়ার রাজ্যাভিষেকের সময় তাঁর মুকুটের সামনের দিকের মাঝখানে বসানো ছিল একটা উজ্জ্বল নীলা । চারকোণা এই নীলাটির দৈর্ঘ্য দেড় ইঞ্চি ও প্রস্হ এক ইঞ্চি । তারপর রাজা পঞ্চম জর্জ ঐ মুকুটের নীলার জায়গায় বসিয়েছিল একটা হীরা । আর নীলার প্রথম মালিক নাকি দ্বিতীয় চার্লস, যাঁর কাছ থেকে চুরি করে ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন দ্বিতিয় জেম্স এডওয়ার্ড, ১৬৮৮ সালে । তাই এই নীলাটার নাম “দ্বিতিয় চার্লসের নীলা”।
এডওয়ার্ড নীলা (The Nila of Edward): সবচেয় পুরনো নীলার নাম ‘এডওয়ার্ড নীলা’ । কারণ ১৪০২ সালে এডওয়ার্ডের অভিষেকের সময় তাঁর হাতের আংটিতে এই নীলা রত্নটিকে প্রথম দেখা গিয়াছেল । *১৯৯০ সালের ৯ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব-এর এক খবরে প্রকাশ, বার্মায় (মায়ানমার) ৯৭৯ ক্যারেট ওজনের নীলা বা নীলকান্তমনি পাওয়া গেছে ।
হীরার মতো বেশকিছু বিখ্যাত নীলা নিয়েও নানারকম কিংবদন্তী রয়েছে । প্রাচীনকাল থেকে নীলাকে ভালবাসার বাধনে আবদ্ধ করার মন্ত্রপূর্তমণি হিসাবে মনে করা হয়। এই ভাবেই নীলা জ্যোতিষশাস্ত্রে শনির জন্য ব্যবহার ছাড়াও অন্যান্য কারণেও এর ব্যবহার হয়। যথার্থ ব্যবহারে নীলা সত্যিই মানবের কল্যাণ করে ।
কয়েকটি বিখ্যাত নীলা?
ষ্টার অব ইন্ডিয়া (Star of India): ষ্টার অব ইন্ডিয়া নামে খ্যাত সুবিখ্যাত ৫৬৩ ক্যারেট ওজনের নীলা খন্ডটি বর্তমানে আমেরিকার নিউইয়র্ক প্রাকৃতিক বিজ্ঞান যাদুঘরে সংরক্ষিত আছে । বিশ্বের সর্ববৃহৎ নীলা পাথর মিলল শ্রীলঙ্কায় । কুয়া খননের সময় পাওয়া গেল ৫১০ কেজি ওজনের নীলা পাথর বিশ্বের সবচেয়ে বড় নীলা পাথর খোঁজ পাওয়া গেল শ্রীলঙ্কাতে, দাম ১০০ মিলিয়ন ডলার।
African Real Blue Sapphire
African Real Blue Sapphire
African Real Blue Sapphire
African Real Blue Sapphire
African Real Blue Sapphire
African Real Blue Sapphire