ব্যাংকক নীলা পাথরের দাম
ব্যাংকক নীলা পাথরের দাম: শ্রীলংকা, ভারত, মায়ানমার, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং জার্মানিতে এই নীলা পাথর প্রাকৃতিক ভাবে পাওয়া যায়। তবে ভারতের কাশ্মীরেও এই নীলা পাথর পাওয়া যায়। এই নীলা পাথরের মধ্যে আবার কয়েক প্রকার হয়ে থাকে। এর মধ্যে উল্লেখিত সেই নীলা পাথরগুলি হচ্ছে ইন্দ্রনীলা পাথর, রক্তমুখী নীলা, সিলনি ইন্দ্র নীলা আরো ইত্যাদি
তবে এই নীলা পাথর ব্যবহারের জন্য বিভিন্ন জ্যোতিষীরা উপকারিতা এবং গুনাগুন সম্পর্কে বলে থাকেন। তবে প্রকৃতপক্ষে এইসব নীলা পাথর মানুষের কোন উন্নতি এবং উন্নয়নে কাজ করতে পারে না। সকল এই ভ্রান্ত ধারণা গুলো কুসংস্কার। তবে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলিতে নীলা পাথরের দাম কত টাকা তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। তাই বিস্তারিত জানতে এই পোস্ট শেষ পর্যন্ত দেখুন।।
নীলা পাথরের দাম কত?
দেশ অনুযায়ী নীলা পাথরের দাম কম অথবা বেশি হয়ে থাকে। যেমন ভারতের নীলা পাথরের দাম নিম্নতম ২০০০ টাকা। এবং শ্রীলংকার নীলা পাথরের দাম একটু বেশি হয়ে থাকে। অর্থাৎ পার ক্যারেট শ্রীলংকান নীলা ন্যূনতম ৫০০০ টাকা এবং সর্বোচ্চ ১০ থেকে ২০ হাজার টাকা। এবং ক্যারেট অনুযায়ী এই নীলা পাথরের দাম কয়েক কোটি এবং লক্ষ টাকা হতে পারে।
যেহেতু বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরির নীলা পাথর পাওয়া যায়। প্রত্যেক ক্যাটাগরির চাহিদা এবং সৌন্দর্য বৃদ্ধির উপরে নীলা পাথরের দাম নির্ধারিত হয়। এবং জ্যোতিষ শাস্ত্রে নীলা পাথর বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। তবে আপনি চাইলে আপনার জুয়েলারিতে সৌন্দর্য বৃদ্ধির জন্য এ সকল পাথর ব্যবহার করতে পারেন। অতএব বিস্তারিত দাম জানতে নিচে প্রবেশ করুন।
ইন্দ্রনীলা পাথরের দাম কত?
নীলা পাথরের কয়েকটি প্রকারের মধ্যে ইন্দ্রনীলা পাথর অন্যতম। এই ইন্দ্রনীলা পাথরের দাম প্রতি ক্যারেট বা পার ক্যারেট ন্যূনতম মূল্য ৫০০০ থেকে ১০ হাজার টাকা। ভালো এবং মানের উপর ভিত্তি করে এই ইন্দ্রনীলা পাথরের দাম বেশি হতে পারে এবং কম হতে পারে। তবে কিছু কিছু ইন্দ্র নীলা পাথর সহ অন্যান্য প্রকারের নীলা পাথরের দাম কয়েক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা হয়। আবার খারাপ কোয়ালিটির সিলনি ইন্দ্র নীলা পাথরের দাম ১৫০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পার ক্যারেট পাওয়া যায়। তবে অবশ্যই এ সকল ইন্দ্র নীলা পাথর ক্রয় করার সময় দেখে শুনে ক্রয় করবেন
আফ্রিকান পাথরের দাম কত?
আসল আফ্রিকান রত্ন নীলা পাথর আফ্রিকার গুলো ন্যূনতম কোয়ালিটির ভিত্তি করে কয়েক হাজার টাকা দিয়ে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত পার ক্যারেট হতে পারে। আবার ২ হাজার থেকে থেকে ৫ হাজার টাকা পার ক্যারেট পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য যত ভালো মানের পাথর হবে তত দাম বেশি হবে। এবং ভালো কালারের উপরে ভালো দাম নির্ধারিত হয়
ব্যাংকক নীলা পাথরের দাম?
ব্যাংকক নীলা পাথর আসলে র্বতমানে বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। তার কারন হলো শ্রীলঙ্কা, আফ্রিকান নীলার চাইতে অনেক দুর্বল কোয়ালিটি পাথর হয়ে থাকে ব্যাংকক নীলা পাথর। এই পাথরের দাম পার ক্যারেট ২০০/৩০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পার ক্যারেট এর মধ্যে পাওয়া যায় এবং ভালো কালারের উপরে ভালো দাম নির্ধারিত হয়। তবে অবশ্যই এ সকল ব্যাংকক নীলা পাথর ক্রয় করার সময় দেখে শুনে ক্রয় করবেন
স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৩ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও Astrologer Doyal Delowar Chishti জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।