নীলা কোন রাশি পরতে পারে
নীলা কোন রাশি পরতে পারে : আপনার সত্যিই নীলা রত্ন পাথর ধারণ করার প্রয়োজনীয়তা আছে কিনা? তা অবশ্যই জেনে নিয়ে তবেই আঙুলের আংটি অথবা গলায় হারের লকেট করে নিলা পাথর পরতে পারেন। তবে নীলা রত্ন পাথর রূপো দিয়ে বাঁধিয়ে পড়তে পারেন। আসল নীলা পাথর ধারণ করলে শনির পজিটিভ এনার্জি পাওয়া যায়। ফলে শনি দুর্বল থাকলে তার নেগেটিভ এনার্জি ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। তবে কর্কট রাশি,কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশিতে হলে এই রত্ন ধারণ করতে হয়।
শনির অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য ভালো নীলা পাথর ধারণ করা প্রয়োজন। নীল আভাযুক্ত স্বচ্ছ উজ্জ্বল নীলা কার্যকারিতাই বেশী হয়ে থাকে। সিংহলী নীলা পাথর স্বচ্ছ, ও উজ্জ্বল আভাযুক্ত হয়ে থাকে। রত্ন বিশেষজ্ঞদের মতে, খাঁটি বা আসল নিলা উন্নতমানের নীলার ভিতরে সুক্ষ্ম বুদ বুদ, আশ এর মত দেখা যায়। নীলা ধারণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন।
কোন রাশিতে নীলা আছে? নীলা কোন রাশি পরতে
কর্কট রাশি (২২ জুন থেকে ২২ জুলাই), কন্যা রাশি (২৪ আগস্ট থেকে ২৩শে সেপ্টেম্বর), মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি), কুম্ভ রাশি (২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) এই রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল নীলা পাথর। তবে এক্ষেত্রে অন্য রাশির জাতক-জাতিকারা যারা আছেন তারা নীলা ধারণ করার ক্ষেত্রে অবশ্যই পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। তা না হলে আপনাদের জন্য নীলা অপকার করতে পারে।
নিলা পাথর ব্যবহারের জন্য সঠিক কালার নির্বাচন করুন সঠিক কালার না হলে অপকার হতে পারে। সঠিক কালার মানে নীলা পাথরের অসংখ্য কালার হয়ে থাকে তাই আপনার গ্রহ দশা অনুযায়ী আপনার জন্য যে কালারটি শুভ হবে। এই কালারটি আপনাকে নির্বাচন করে সঠিকভাবে ধারণ করতে হবে। নীলা পাথরের যে কালার গুলো আপনার জন্য অশুভ সেই রং এর পাথর গুলো কখনোই ধারণ করবেন।
মাস অনুযায়ী নীলা পড়া কি ঠিক?
যাদের জন্ম সেপ্টেম্বর মাসে বিশেষ করে তাদের জন্য বার্থ স্টোন হচ্ছে নীলা রত্ন পাথর। এমন পরামর্শে নিলা পাথর ব্যবহার করা উচিত না। যদি নীলা পাথর পড়েন ব্লু-স্যাফায়ার স্টোন এর উপকারের চাইতে নীলা পাথরের অপকারিতা বেশি থাকে।
নকল নীলা পাথরের অপকারিতা? নীলা কোন রাশি পরতে
বলা হয় নীলা আমাদের ভাগ্যে রাজযোগ নিয়ে আসে। আমাদের জীবনে রাজযোগ এলে আমরা আমাদের ভবিষ্যত বুঝে উঠতে পারবো এবং ভবিষ্যতের কিছু সঠিক নির্ণয়ও নিতে পারবো। জ্যোতিষীর থেকে পরামর্শ নিয়ে তারপরই নীলা পড়া উচিত না হলে নীলা কিন্তু খুবই সাংঘাতিক একটি গ্রহরত্ন। যদি ভুল লোক বা ভুল পদ্ধতিতে নীলা গ্রহণ করেন, তাহলে নীলা কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতি এনে দিতে পারে আপনার জীবনে।
আপনার জন্য কত ক্যারেট সঠিক?
গ্রহ দশা অনুযায়ী আপনার কত ওজনের নিলা পাথর ধারন করা উচিত সেই বিষয়টি বিশেষজ্ঞদের কাছ থেকে সঠিকভাবে জানার চেষ্টা করবেন, তা না হলে নীলা পাথরের অপকারিতা কিন্তু আপনার জীবনে প্রভাব ফেলবে। শনির দশা গ্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য নীলা ধারণ করা হয়ে থাকে, কিন্তু কতটুকু গ্রহ দশা খারাপ থাকলে নীল পাথর ধারন করবেন, আসলে কত ওজনের (ক্যারেট) আপনার জন্য শুভ হবে? তা সঠিক ভাবে জেনে ধারন করবেন।
নীলা পাথরের সর্ম্পকে আরো জানুন?
যাদের শনি গ্রহের খারাপ প্রভাব চলছে তাদের রাশি চক্রের শক্তি যোগায় ইন্দ্র নীলা পাথর। কিছু বিখ্যাত ব্যক্তিগণ যারা নীলা ধারণ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপারস্টার অমিতাভ বচ্চন, তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, সুরকার এর.আর রহমান, সনু নিগম প্রমুখ। জ্যোতিষ শাস্ত্রে যখন আইনগত জটিলতা, করাবাস, শিল্প কলকারখানায় জটিলতা দেখা দেয় তখন জাতক-জাতিকার সকল বাধা অপসারণে নীলা ধারণের পরামর্শ দেওয়া হয়।
নীলা স্টোন পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সব সময় ভাল রত্ন বিশেষজ্ঞ, বিশেষ করে যারা বংশগত ভাবে জহুরী রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে সঠিক ভাবে রত্ন ধারণ করার চেষ্টা করবেন, কারণ তাদের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধ শোধন করে পাথর পড়লে আপনি অবশ্যই দ্রুত ফলাফল ভাল পাবেন। পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও ৪৪ বছরের অভিজ্ঞ বংশগত জহুরী, তান্ত্রিক গুরু ও জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতীর সঙ্গে পরামর্শ করুন।