একমুখী রুদ্রাক্ষ উপকারিতা?
1 mukhi rudraksha price : একমুখী রুদ্রাক্ষকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। এই রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তির মনে ধর্মীয় ভাব ও মনঃসংযোগ করার ক্ষমতা বৃদ্ধি পায়। ছাত্র-ছাত্রীদের জন্য একমুখী রুদ্রাক্ষ উপকারী। এর ফলে আত্মবিশ্বাস বাড়ে। হাড় ও রক্তের সমস্যা থাকলে একমুখী রুদ্রাক্ষ ধারণ করা উপকারী। আরও পড়ুন
দুই মুখী রুদ্রাক্ষ উপকারিতা? 1 mukhi rudraksha price
এই দ্বিমুখী রুদ্রাক্ষকে স্বাস্থ্য বর্ধক ও গর্ভরোধক হিসাবে মানা হয়। এই রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তি জনপ্রিয় স্বয়ং সম্পুর্ন আর দৈব পুজার অনুরাগী হয়ে থাকে। গরুড় পুরাণ মতে এই রুদ্রাক্ষে শিব ও শক্তি দু’জনের দৃষ্টি নিহিত থাকে। সে কারণে এটা দাম্পত্য ও বন্ধুত্বে সর্বজন বশীকরণের মতো কাজ করে – আরও পড়ুন
তিন মুখী রুদ্রাক্ষ উপকারিতা?
এই রুদ্রাক্ষটির স্বর্গীয় ক্ষমতার জন্য একে পবিত্র, ক্ষমতাসম্পন্ন ও সবচেয়ে ভালো বলা হয়। তাছাড়া এই রুদ্রাক্ষ কর্মক্ষেত্রে সিদ্ধি বা সাফল্য আনে। সাধনায় অনুকূল ফল দেয়। যদি কোন শিশু ঘন ঘন জ্বরে ভোগে অথবা খুব দুর্বল হয়ে যায়, তাহলে তিনমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করলে তার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। – আরও পড়ুন
চার পাথরের দাম কত? 1 mukhi rudraksha price
চারমুখী রুদ্রাক্ষ ব্রহ্মার প্রভাবেই উৎপত্তি। এই রুদ্রাক্ষে ব্রহ্মার সমস্ত শক্তি নিহিত আছে। এই রুদ্রাক্ষ যে ব্যক্তি ভক্তি সহকারে ধারন করবেন তিনি অসীম বিদ্যা ও জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। যে সব ছাত্র-ছাত্রীর পড়াশোনায় একদম মন বসে না, তারা যদি এই রুদ্রাক্ষ ধারন করে তাহলে তাদের ক্ষেত্রে বিশেষ ফলদায়ক হয়। – আরও পড়ুন
পাঁচ মুখী রুদ্রাক্ষ উপকারিতা?
পাঁচটি মুখী রুদ্রাক্ষ পরিধান করলে ইতিবাচক শক্তি আসে। (Tantric Astrologer) এই রুদ্রাক্ষ মানুষের শ্বাসতন্ত্রের উন্নতি ঘটায়। এটি সৌভাগ্য নিয়ে আসে এবং মনের উপর শান্ত প্রভাব ফেলে। যখন একজন পরিধানকারী এই রুদ্রাক্ষটি অনেক ভক্তি ও আন্তরিকতার সাথে পরিধান করেন, তখন তার সমস্ত পাপ ধুয়ে যায়। – আরও পড়ুন
সাত মুখী রুদ্রাক্ষ উপকারিতা?
সাতমুখী রুদ্রাক্ষের মালা সাত মায়ের সমন্বয়। সুর্যদেব ও সপ্ত ঋষির প্রভাব এতে বর্তমান। এই রুদ্রাক্ষ ধারন করলে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে ধন সম্পত্তির অধিকারী করে তোলেন। পবিত্র ও শুদ্ধমনে মন্ত্র পাঠ করে করে এই রুদ্রাক্ষ ধারন করলে সে ব্যক্তি জ্ঞানি, বুদ্ধিমান, স্থির মস্তিষ্কের হয়ে থাকে। – আরও পড়ুন
There are no reviews yet.