পোখরাজ পাথর আসল নকল বুঝার উপায় (How to Test Pukhraj is Real or Fake)
How to Test Pukhraj is Real or Fake – রত্ন পাথর আসল না নকল এ বিষয় নিয়ে মানুষের হাজারো কৌতুহল রয়েছে অধিকাংশ সময় আমাদের কাছে ফোন করে কাস্টমাররা রুবি পাথর আসল/নকল চেনার উপায় জানতে চান, বিভিন্ন রকম রত্ন পাথরকে বিভিন্ন ভাবে আসল/নকল চেনার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। তবে সে ক্ষেত্রে আসল পোখরাজ পাথর কে চিহ্নিত করার জন্য আপনাকে অবশ্যই একজন ভালা মাপের বিশেষজ্ঞের সহযোগিতা নিতে হবে। তারপরও আপনাদের জন্য সহজে আসল/নকল চেনার কিছু নিয়ম আমরা আজকে নিচে আলোচনা করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে রত্নপাথর ভিবিন্ন রকমের মধ্যে পাওয়া যায়। Srilanka Pukhraj Gemstone (সিলংকান পোখরাজ পাথর) আফ্রিকান পোখরাজ পাথর (African Yellow Sapphire) হয়ে থাকে। তাই পোখরাজ পাথর আসল/নকল চিহ্নিত করার জন্য কোন কোন বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে আপনাকে, সেই বিষয়গুলো নিচে উল্লেখ করে দেয়া হলো। How Can You Tell If A Yellow Sapphire Is Real Or Fake | How To Check Pukhraj Stone is Real or Fake –
সর্ব প্রথমে সঠিক পোখরাজ কেনা দরকার যা আপনাদের উপকারে আসবে। একটি প্রসিদ্ধ দোকান থেকে উচ্চমানের হলুদ পোখরাজ বা সাদা পোখরাজ এবং পীত পোখরাজ কেনা অত্যন্ত দরকারী। পোখরাজের প্রকৃতি বা শ্রেণীর উপর নির্ভর করছে যে পোখরাজ আপনাদের জন্য কতটা কার্যকরী হবে। তাই আমাদের সঠিক পোখরাজ নির্বাচন করা খুবই প্রয়োজনী।
পোখরাজ পাথরের গুনাগুন, উপকারিতা জানতে ভিডিওটি দেখুন Video: ☛ Benefits of Pukhraj |
আর ঠকবেন না, জেনে নিন খাঁটি পোখরাজ পাথর চেনার উপায়
How to wear a Pukhraj Gemstone? পোখরাজ ধারণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। রত্ন ধারণে কোনও ভুল হলে হিতে বিপরীতও হতে পারে ৷ এইবার তাহলে শরীরে পোখরাজ ধারণ করার পদ্ধতিগুলো জেনে নিন – How to Test Pukhraj is Real or Fake
-
আসল পাথরঃ পোখরাজ মুলত হলুদ রঙের হলেও এটি হালকা হলুদ আভাযুক্ত, ডিপ হলুদ আভাযুক্ত ইত্যাদি নানা রঙেরও হয়ে থাকে। (আসল পাথর – Real Gemstone)
- নকল পাথরঃ যার ভেতরে এমন লক্ষন দেখতে পাবেন না, তাহলে বুঝে নিবেন ঐ পাথর গুলো নকল পাথর (ডুপ্লিকেট পাথর – Fake Gemstone)
-
আসল পাথরঃ সিলংকান পোখরাজ ভেতরের দিক সুক্ষ্ম বুদ বুদ বা হালকা আশের মত দেখা যাবে। দাগ দাগ আভাযুক্ত স্বচ্ছ উজ্জ্বল কালারের মত দেখতে হবে, এমন দেখতে যে পাথর গুলো এগুলো আসল পোখরাজ পাথর। এক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে এবং বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে পাথরটি নির্বাচন করতে হবে।
- নকল পাথরঃ আফ্রিকান পোখরাজ রত্ন পাথরের ভিতর কিন্তু সুক্ষ্ম বুদ বুদ দানা অথবা ফাইবার আশ বেশি থাকে, তাই এক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে এবং বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে পাথরটি নির্বাচন করতে হবে।
-
আসল পাথরঃ অরিজিনাল (আসল) হলুদ পোখরাজ রত্ন পাথরের ভিতর ফাইবার অথবা বা আঁশ গুলো স্পষ্ট থাকবে কিছু কিছু ক্ষেত্রে।
-
নকল পাথরঃ নকল পোখরাজ রত্ন পাথরের ভিতর ফাইবার অথবা বা আঁশ গুলো কিছুই থাকবে না, দেখতে অনেক সুন্দর ও উজ্জ্বল বর্নের হবে। তবে মনে রাখবেন বর্তমানে কিন্তু ল্যাব এর মাধ্যমে নকল পোখরাজ রত্ন পাথর তৈরি করা হয়ে থাকে। পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের / জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন।
আমাদের সংগ্রহের থাকা বিভিন্ন রকম কোয়ালিটি পোখরাজ পাথর দেখতে ক্লিক করুন এখানে ☛ Pukhraj Gemstone Collection |
আসল/নকল চেনার উপায় আরো কিছু তথ্য (পোখরাজ পাথর আসল নকল)
- আসল পাথরঃ শ্রিলং পোখরাজ পাথর ভালো কোয়ালিটির পোখরাজ পাথর গুলো কিন্তু অনেক কিলিয়ার এবং ট্রানস্ফারিং হয়ে থাকে।
- নকল পাথরঃ নকল পাথর গুলো দেখতে কিন্তু কিছুটা এরকমই হয়ে থাকে, তবে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু পাথর নির্বাচনে আপনি ঠকে যেতে পারেন।
- আসল পাথরঃ শ্রিংহলী পোখরাজ পাথর গুলো একটু দামি হয়ে থাকে।
- নকল পাথরঃ নকল পোখরাজ পাথরের দাম কম হয়। কিন্তু আপনার অভিজ্ঞতা না থাকলে পাথর নির্বাচনে আপনি ভূল করে বসতে পাড়েন।
পোখরাজ পাথরের দাম জানতে ক্লিক করুন এখানে ☛ Ruby Gemstone Price |
পোখরাজ পাথর সর্ম্পকে আরো জানুন (পোখরাজ পাথর আসল নকল)
কিন্তু আসল পোখরাজ হচ্ছে অ্যালুমিনিয়ামের জটিল ফ্লুয়োসিলিকেট। একমাত্র এই পাথরেই দুর্লভ ফ্লোরিন গ্যাসের অণু আটকে আছে। পোখরাজের একটা গুণ হচ্ছে যে এটার ওপর হাত বোলালেই একটা পিচ্ছিল অনুভূতি আসে, যা অন্য পাথরে হাজার পালিশ করলেও আসে না। তাছাড়া, এর ভেতরে কিছু বৈদ্যুতিক গুণও বেশী পরিমাণে আছে। যেমন, পোখরাজ একটু ঘষলেই ছোট কাগজের টুকরো আকর্ষণ করে। মানব জীবনে পোখরাজের প্রভাব ! জেনে নিন পোখরাজ চেনার উপায় –
পোখরাজ পাথর বৃহস্পতি গ্রহের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে উপকারী। বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মীন রাশি (Pisces) Feb 21- March 20 এবং ধনু রাশি ( Sagittarius) Nov 21- Dec 20 তাদের বার্থস্টোন হচ্ছে পোখরাজ পাথর। পৃথিবীর বিভিন্ন দেশে পোখরাজ পাথর পাওয়া গেলেও শ্রীলঙ্কার পোখরাজ (Yellow Sapphire Stone) পাথর পৃথিবী বিখ্যাত।

উল্লেখিত সকল প্রকার উপকার নির্ভর করে মহান আল্লাহর ইচ্ছার উপর। তাই আল্লাহর নিয়ামত ভেবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে রত্নপাথর ব্যবহার করা উপকারী। শুভ হোক আপনার ভাগ্য। পোখরাজ পাথরের অপকারিতা থেকে রক্ষা পেতে অবশ্যই এই নিয়মে পাথর ধারন করার জন্য চেষ্টা করবে আপনারা। বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও দীর্ঘ ৪১ বছর অভিজ্ঞ বংশগত জহুরী, ও জ্যোতিষরাজ দয়াল দেলোয়ার চিশতী, তার তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে।। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন:
☎ imo / Whatsapp: +8801711192111 ☎ imo / Whatsapp: +8801845750651
☎ imo / Whatsapp: +8801868353055