মেষ রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য

মেষ রাশি- Aries - Tajmahal Gems WorldFollow-On-Google-News-tajmahalgemsworld.com

 

রাশি অনুযায়ী আপনি মানুষটি কেমন?

জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্মতারিখ জানেন কিন্তু রাশি জানেন না। প্রত্যেকদিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে। আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। মেষ রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন।

বুদ্ধিমান মেষঃ –

রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশিকে ইংরেজিতে Zodiac Aries বলা হয়ে থাকে। যেসকল জাতকের জন্ম বাংলা বর্ষপঞ্জির ৮ চৈত্র থেকে ৭ বৈশাখের মধ্যে অর্থাৎ ইংরেজি ২১ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে তাদের রাশি মেষ রাশি। মেষ রাশির 

Ajker Mesh Rashifal, Daily Bangla Rashifal For Aries

অধিপতি গ্রহ মঙ্গল। যখন সবার চলার পথ অনেক কঠিন হয়ে যায় এবং চলা অসম্ভব হয়ে যায়, তখনও চলতে পারে মেষ রাশির জাতকরা। অন্যদের বুদ্ধি শেষ হয়ে গেলেও মেষ রাশির জাতকরা সেই সময়েও বুদ্ধি দিয়ে কাজ করতে পারে। এরা প্রাণবন্ত ও উদ্যমশীল। কিছুটা স্বেচ্ছাচারী। কারও কারও ক্ষেত্রে মাঝে মধ্যে হঠকারীতা করতে দেখা যায়। স্বাধীনচেতা ও দায়িত্ব নিতে ভালোবাসেন। একটু অনুপ্রেরণা পেলে যেকোনো কাজ ভালোভাবে করে তাক লাগিয়ে দিতে পারেন। সহজাতভাবেই মহৎ ও দয়ালু। বন্ধুদের প্রতি বিশ্বস্ত। আদর্শবাদী। ভবিষ্যতের আগামজ্ঞান সহজেই বুঝতে পারে। বহুবিষয়ে এদের দিকনির্দেশনা অন্যরা অনুসরণ করে। এদের মধ্যে রয়েছে তেজ ও বীরত্ব।

মেষ রাশির জন্য শুভ রং-লাল, সাদা, গোলাপি ও লাল সাদা মেশানো। মেষ রাশির শুভ সংখ্যা ৯। মেষ রাশির জন্য শুভ ধাতু লোহা ও ইস্পাত। মেষ রাশির জাতকদের জন্য শুভ দিন মঙ্গলবার। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সঙ্গী বা সঙ্গিনী হতে পারে ধনু ও সিংহ রাশি। মেষ নবজাতক এক শিশু, সম্পূর্ণভাবে যে তার নিজের চিন্তাতে মগ্ন। তার কাছে নিজের প্রয়োজনীয়তাই মুখ্য। কোনো মেষ জাতকের মনে নতুন কোনো ভাব বা পরিকল্পনার উদয় হলে সে তাত্ক্ষণিক সেটা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ে।

মেষ রাশির জাতকদের দ্বিধা কম থাকে। এরা সরিসরি গোছের মানুষ জটিলতা, প্রতারণা, ঠকানো ইত্যাদি মেষ জাতকদের বিষয় নয়। শারীরিক অবকাঠামোটা স্থির, প্রায়শই তীক্ষ। মেষ জাতকেরা এটা-ওটা অনেক কিছুকেই বিশ্বাস্য করে তুলতে পারে, তারা সুন্দর অনেক স্বপ্নের জালও কারও মধ্যে জন্ম দিতে সক্ষম, কিন্তু তারা শিশুসুলভ মিথ্যা আশ্বাসটি দিতে অক্ষম। অনেক সময় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে অনেক অপকর্ম করে বসে তখন। একরাশ হতাশা ওই সময় এমনভাবে তাকে গ্রাস করে যে, পরাজয়ের ভয়ে জীবনের বাকি কাজগুলো করার ইচ্ছা আর থাকে না।

মেষ রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য
এই আবেগ প্রবণ, অস্থির চিত্র ও উচ্চাভিলাষী। সর্বদা দ্রুত ফল লাভ করতে চায়। এরা নতুন উদ্যোগ উদ্দম এবং এডভ্যঞ্চার প্রিয়। এরা সাহসী ঝুঁকি নিয়ে কাজ করেন। আমারটা আগে ইহাই দৃষ্টিভঙ্গি। খোলা মনের স্পষ্ট ভাষী এবং স্বাধীনচেতা। মাথা ও মুখমন্ডলে আঘাতের ঝুকিঁ। তবে খুটিনাটি বিষয় এদের খেয়ালে আসে না। সব রকম কাজে এদের আগ্রহ থাকে। এই রাশির ব্যক্তি ছোটবেলা থেকেই তেজস্বী, ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকে। নানা রকম রোমাঞ্চকর কাজ, সাহসিকতার কাজ করতে পারলে খুব আনন্দিত হয়।

গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত। কাজ বা কথার সমালোচনা সহ্য করতে পারে না। পরিশ্রমি তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল। এরা খুব তোষামোদ প্রিয় ও বন্ধুবৎসল। তবে সকলের সঙ্গে সমান ভাবে মিশতে পারে না। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখবার চেষ্টা এদের খুব বেশি। এরা সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব করতে হয়। নিজের ক্ষমতায় না হলে পেছনের পথ দিয়ে এগোতেও কুণ্ঠিত হয় না। এদের মতে উন্নতিই আসল, সেখানে পৌঁছনোর পন্থাতা গৌণ। এদের উদ্ভাবনী শক্তি প্রবল। সহজে কথার খেলাপ করে না।

নিজের ক্ষতি করেও কথা রাখতে চেষ্টা করে। মন চঞ্চল ও মাঝে মাঝে উগ্র প্রকৃতির। এরা সাধারণত পরোপকারী প্রকৃতির হয়। এদের চিন্তা-ভাবনা এবং পরিকল্পনা করার গুণটা অসাধারণ। এরা খুব সহজেই রেগে যায় এবং নিজেদের অপমান সহ্য করতে পারে না। যে হেতু এরা জেদী প্রকৃতির হয়, ফলে এরা নিজেদের দোষ-ত্রুটি সহজে স্বীকার করতে চায় না। পরিবারের কোনও এক জনের সঙ্গে এদের সব সময় ঝামেলা থাকেই। মেষ রাশির জাতকরা প্রেমেপ ক্ষেত্রে পুরোপুরি সফল হয় না। নিজেদের পছন্দের মনের মানুষ এরা সহজে পায় না। এই রাশির জাতিকারা সাধারণত একটু অহঙ্কারী গোছের হয় এবং এরা কোনও কিছুতেই সন্তুষ্ট হয় না।

জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।

 

আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন?

Scroll To Top
Close
Close
Shop
Sidebar
0 Wishlist
0 Cart
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping