রাশি অনুযায়ী আপনি মানুষটি কেমন?
জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্মতারিখ জানেন কিন্তু রাশি জানেন না। প্রত্যেকদিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে। আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। মীন রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন।
✤ সহানুভূতিশীল মীন –
রাশি চক্রের দ্বাদশ রাশি মীন। যে সকল ব্যাক্তির জন্ম ফাল্গুন মাসের ৭ তারিখ থেকে চৈত্র মাসের ৭ তারিখ অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ তারা মীন রাশির জাতক/জাতিকা।
এ রাশিকে ইংরেজিতে (Zodiac Pisces) বলা হয়ে থাকে। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। মীন জাতক-জাতিকারা শান্ত প্রকৃতির। তাদের মধ্যে মানবিক গুণাবলি স্পষ্টভাবে বিদ্যমান। পরোপকারী, মানুষকে কীভাবে ভালোবাসতে হয় তারা জানে। সদা হাসিখুশি থাকতে পছন্দ করলেও নিজের কষ্ট সহজে অন্যকে বুঝতে দেয় না। তারা ভ্রমণপ্রিয়। যে কোনো কিছু ঘটার আগে বুঝতে পারে। যদি আপনি মীন রাশির জাতক হন তাহলে বিপদে সর্বদা কাউকে না কাউকে পাশে পাবেন।
এ রাশির জাতকের শুভ রং সাদা, নীল ও সবুজ। মীন রাশির জাতকের শুভ সংখ্যা ৭। মীন রাশির জাতকের শুভ ধাতু রুপা। এ রাশির জাতকের শুভ দিন বৃহস্পতি ও সোমবার। এ রাশির জাতকের শুভ সঙ্গী অথবা সঙ্গিনী কর্কট ও বৃশ্চিক। মীন রাশির জাতকেরা উত্তরাধিকার সূত্রে ধনী হওয়ার সম্ভবনা কম থাকে। এ রাশির জাতকের একটু পরোয়াহীন। এ রাশির জাতকেরা বিশ্বস্ত, গৃহবিমুখী, দয়ালু ও সংযমী। নতুন নতুন আইডিয়া তাদের মাথা থেকে বের হয়। আন্তরিক আচরণ ও অলসতাপূর্ণ ভালোমানুষীর কারণে তারা সবাই খুব দ্রুত সবার প্রিয় মানুষটি হয়ে ওঠেন। মীন হলো অন্য রাশিগুলোর বৈশিষ্ট্য নিয়ে গঠিত একটি জটিল রাশি।
✤ মীন রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য
এই রাশির জাতক জাতিকারা উদার, পরোপকারী ও সৎ হয়। স্বভাবে এরা নম্র, ন্যায়পরায়ণ ও ধার্মিক। প্রতিভা যথেষ্ট কিন্তু মানসিক অস্থিরতার জন্য ঠিকমতো বিকশিত হয় না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অনেক বার বিপদে পড়তে হয়। এরা সাধারণত চিন্তাশীল ও খুব বিচক্ষণ হয়ে থাকে। কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে অবস্থা বিপরীত হয়। বন্ধুদের বেশির ভাগই হয় খল, দুষ্ট ও ধড়িবাজ প্রকৃতির। প্রেমের ক্ষেত্রে অসফল কিন্তু বৈবাহিক জীবন সুখের হয়। ভাগ্যে অনেক বাধা আসবে এবং সে সব সহজে দূর হবে না। চিকিৎসা, শিল্প, সাহিত্য, প্রেস বিভাগে কাজ ইত্যাদি এদের ভাল হবে। এদের জীবনে একটাই লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। আর সেই অর্থে আনন্দে জীবন কাটানো। বৃষ, কন্যা, কর্কট, বৃশ্চিক রাশির সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ শুভ হয়।
✒ জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।
আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন?




