রাশি অনুযায়ী আপনি মানুষটি কেমন?
জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্মতারিখ জানেন কিন্তু রাশি জানেন না। প্রত্যেকদিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে। আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। মকর রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন।
✤ বিশ্বাসযোগ্য মকর –
রাশি চক্রের দশম রাশি মকর। যেসব ব্যাক্তির জন্ম বাংলা ৮ পৌষ থেকে ৭ মাঘের মধ্যে অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারির মধ্যে তাদের মকর রাশি। এ রাশিকে ইংরেজিতে
(Zodiac Capricorn) বলা হয়ে থাকে। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতকদের সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো আপনি মকর রাশির প্রতি আপনার হৃদয় ঢেলে দিতে পারেন এবং তারা একটি কথাও বের কারো সামনে প্রকাশ করবে না। তাদের প্রতি অর্পিত দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব সহকারে নেয়। আপনি যদি দক্ষতার সঙ্গে কোনো কাজ শেষ করতে চান তাহলে মকর জাতকের ওপর নির্ভর করতে পারেন। জীবনের অনেক ক্ষেত্রেই মকর সহনশীল, হিসেবি। জীবনে চ্যালেঞ্জ মোকাবেলা করেই তাদের সাফল্য আসে। তাদের জীবনদৃষ্টি অন্যদের চেয়ে আলাদা। রহস্যজনক বিষয়ের প্রতি মকরের ঝোঁক থাকতে পারে।
এ রাশির জাতকের শুভ রং নীল, চকোলেট, ক্রিম ও সবুজ। এ রাশির শুভ সংখ্যা ৮। মকর রাশির শুভ ধাতু লোহা ও সীসা। এ রাশির শুভ দিন শনিবার। এ রাশির জন্য শুভ ধাতু লোহা ও সীসা। মকর রাশির জাতকের শুভ দিন শনিবার। এ রাশির জাতকের জন্য শুভ সঙ্গী অথবা সঙ্গিনী বৃষ, কন্যা, মীন ও বৃশ্চিক। মকর রাশির জাতকের দায়িত্ব ও কর্তব্য বেশী। নিজেদের মধ্যে উচ্চাকাঙ্খা লুকিয়ে রাখার বিষয়ে অসতর্ক। নিজেদের শীর্ষপদে না দেখলে মেনে নিতে কষ্ট হয়। মকর রাশির জাতকের মধ্যে গাম্ভীর্য দেখা যায়। যে কোন স্থানের প্রধান হিসাবে মকর রাশির জাতকেরা সফল। শিক্ষা ও জ্ঞানের প্রতি এ রাশির জাতকের আকর্ষণ বেশী।
✤ মকর রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য
শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভাল লাগে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসিনতা ভাব এদের চরিত্রের বিশেষ লক্ষণ। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। এই রাশির ব্যক্তি সহিষ্ণু, পরিশ্রমী, জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হয়। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। অকাল বার্ধক্যের একটি ছাপ প্রায়ই এদের চেহারায় দেখা যায়। এরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রম বিমুখ হয়। স্বাস্থ্য মোটামুটি ভাল হয়। তবে শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। বিজ্ঞান, গণিত, যন্ত্রবিদ্যা, লোহা বা কয়লার ব্যবসা, টেকনিক্যাল কাজ, ইত্যাদি নিয়ে জীবনে এগোলে ফল ভাল হবে। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। এরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকে। কন্যা, বৃষ, কর্কট, মকর রাশির মানুষের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। জাতকের আকস্মিক অর্থ প্রাপ্তি হতে পারে।
✒ জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।
আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন?




