রাশি অনুযায়ী আপনি মানুষটি কেমন?
জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্মতারিখ জানেন কিন্তু রাশি জানেন না। প্রত্যেকদিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে। আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। মেষ রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন।
✤ প্রতিশ্রুতিবদ্ধ বৃষ –
রাশিচক্রের দ্বিতীয় বৃষ রাশি। যাকে ইংরেজিতে Zodiac Taurus বলা হয়ে থাকে। বাংলা ৮ বৈশাখ থৈকে ৭ জ্যৈষ্ঠ অর্থাৎ ২১ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত যাদের তাদের বৃষ রাশি।
বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। বৃষ রাশির জাতকরা কখনোই না বলতে পারে না। তারা যেকোনোভাবেই তাদের দেয়া কথা রাখে। তারা তাদের লক্ষ্যের প্রতি স্থির এবং অবিচল
থাকে। যেকোনো কাজ সামর্থের সবটুকু দিয়ে করে। যদি তারা কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেয় তাহলে যেকোনোমূল্যে তা সম্পাদন করে। ধীরস্থির ও সহনশীল। উদার মন মানসিকতার অধিকারী। সহজেই অন্যকে আপন করে নিতে পারে। সবার সাথে ভালো ব্যবহার করতে ভালোবাসে। অন্যের প্রতি যত্নশীল ও সমমর্মী। ঘরেবাইরে সব কিছু গুছিয়ে করতে পছন্দ করে।
বৃষ রাশির জাতকদের জন্য আকাশি, নেভি ব্লু, লাল, কমলা ও সাদা শুভ রাং। এ রাশির জাতকদের জন্য শুভ সংখ্যা ৬। বৃষ রাশির জাতকদের শুভ ধাতু তামা, ব্রোঞ্জ। এ রাশির জাতকদের শুভ দিন শুক্রবার। বৃষ রাশির জাতকদের জন্য ভাল সঙ্গী বা সঙ্গিনী মকর, কন্যা ও কর্কট। বৃষ রাশির জাতকদের চোখের দৃষ্টি প্রশান্ত, নির্মল ও স্থির হয়। বৃষের কাছ থেকে অর্থ-সম্পদ খুব কমই আলাদা হতে দেখা যায়। বৃষরা তাদের টাকা-পয়সার সঙ্গে ক্ষমতার প্রতিও বেশ আগ্রহী। বৃষ রাশির জাতক ও জাতিকারা বেশ স্বাস্থ্যবান আর শক্ত শারীরিক কাঠামোর অধিকারী হয়। বৃষ নিজের অবস্থান ও মতামতের ক্ষেত্রে আঠার মতো লেগে থাকে।
✤ বৃষ রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য
বাস্তববাদী, সৌন্দর্য প্রিয়, হিসাব-নিকাশের ধীর স্থির। সিদ্ধান্তে অটল। সৃজনশীলতা ও সঙ্গীতে আকৃষ্ট। সব কিছুতেই আগে নিরাপত্তা আছে কিনা যাচাই করে। আবেগ-অনুভূতি বিচার-বিশ্লেষণ প্রখর। ভোজন রসিক। কর্মঠ সত্বেও আরাম-আয়েশ প্রিয়। সাইনোসাইটিস, বাহুতে ব্যথা সংক্রান্ত রোগের ঝুঁকি। স্নেহ মমতা যথেষ্ট উদার। এই রাশির ব্যক্তিরা সাধারণত সুন্দরের পূজারী ও শিল্পরসিক হয়ে থাকে। বিপরীত লিঙ্গের মন সহজে জয় করতে পারে ও একাধিক মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে।
এরা মনে প্রাণে সর্বদা উচ্চ ভাব সম্পন্ন। নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়। আত্মীয় সজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এদের জীবনে উত্থান পতন খুব কম। দীর্ঘসুত্রিতা এদের চরিত্রের এক বিশেষ ধর্ম। ফলে জীবনের অনেক ভাল সুযোগ নষ্ট করে। এরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধির, দৃঢ় প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হয়ে থাকে। স্মৃতিশক্তি প্রখর, সহজে কোনও কিছু ভোলে না এরা। খুব বন্ধু বত্সল ও স্নেহশীল মানুষ। ধর্মে প্রবল উৎসাহ থাকে।
এরা ঈশ্বর ভক্তি প্রবল, প্রাচীন শক্তিতে বিশ্বাসী, আনন্দময় ও আত্মবিশ্বাসী হয়। প্রায়ই উত্তরাধিকার সুত্রে আত্মীয় স্বজনের অর্থ বা সম্পত্তি পেয়ে থাকে। জাতক বা জাতিকার জীবনে উন্নতির প্রধান অন্তরায় হল বিলাসিতা ও অমিতব্যয়িতা। এ বিষয়ে সংযত হওয়া প্রয়োজন। এরা সাধারণত জেদী স্বভাবের হয়। যদিও এদের মধ্যে আলস্যও দেখা যায়। এই রাশির জাতক-জাতিকারা কোনও জিনিস গুছিয়ে রাখতে পারে না এবং অন্যান্য রাশির জাতক-জাতিকাদের তুলনায় এরা একটু গোঁড়া প্রকৃতির হয়।
এরা বেশ শান্ত ধীর-স্থির প্রকৃতির হয়। যে হেতু এদের কথা বলার ক্ষমতা অসাধারণ, ফলে বাচনভঙ্গিতেই মূলত এরা সাফল্য অর্জন করতে পারে। তবে বৃষ রাশির জাতক-জাতিকাদের বোকা বানানো সহজ নয়। এদের ভালোবাসা অত্যন্ত গভীর এবং মজবুত হয়। সম্পর্কে মিথ্যা এরা একেবারেই সহ্য করতে পারে না। বৃষ রাশির জাতক-জাতিকারা সাধারণত নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে পছন্দ করে।
✒ জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।
আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন?




