বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)

বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য : জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্ম তারিখ জানেন কিন্তু রাশি জানেন না। বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেকদিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। পাশাপাশি, মঙ্গল গ্রহের জাতক হল এই রাশিটি। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব।

তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে। আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। বৃশ্চিক রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন

আরও জানুন: রাজমোহিনী তাবিজ কি কাজ করে জানতে ভিডিওটি দেখুন

জন্মমাস (Date of Birth): যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি মাসের ২১ শে অক্টোবর থেকে ২০ শে নভেম্বর অর্থাৎ বাংলার ৮ ই কার্তিক থেকে ৭ ই অগ্রহায়ণের মধ্যে তাদের রাশি বৃশ্চিক রাশি। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।

বৃশ্চিক রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য

শুভ রং নীল, ঘিয়ে, চকোলেট, সবুজ ও লাল।
শুভ দিন মঙ্গলবার
শুভ সংখ্যা ৩৭
শুভ দিক দক্ষিণ দিক
শুভ স*ঙ্গী বা স*ঙ্গি-নী কর্কট ও মীন রাশি
শুভ রত্ন আলোচনা বা গ্রহের বিচার ধারার উপর

আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়

বিশ্বস্ত বৃশ্চিকঃ – এ রাশিকে ইংরেজিতে Scorpio Horoscope (वृश्चिक राशिफल) (Vrshchik Rashi) বলা হয়ে থাকে। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। আপনি যদি কখনও বৃশ্চিক জাতকের কারো আস্থা অর্জন করে থাকেন তবে নিশ্চিত থাকুন যে সে আপনার জন্য যুদ্ধে নামতেও প্রস্তুত।

সবচেয়ে বিশ্বস্ত তারা। তারা তাদের আস্থার প্রতিদান দেয় এবং কোনো কিছুর বিনিময় আশা করে না। বৃশ্চিক জাতকরা আত্মসংযমী, দৃঢ়প্রতিজ্ঞ ও গোপনীয়তাপ্রিয়। নিজের দুঃখ-কষ্ট অন্যকে বুঝতে দেন না। জীবনের সব অবস্থায় সততার সঙ্গে প্রতিটি কাজ করতে চান। সঙ্গীত, কলা ও লেখালেখিতে তাদের সহজাত দক্ষতা দেখা যায়। তারা বুদ্ধিমান।

বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য!

চারিত্রিক বৈশিষ্ট্য: আমারটা এই রাশির ব্যক্তি প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়, নিজের মতে চলতে ভালবাসে।, মঙ্গল প্রধান লোক প্রায়ই স্বেচ্ছাচারি, প্রভুত্বকামী হয়ে থাকে, মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে, এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা মনোভাবাসম্পন্ন ও দূরদর্শী হওয়ার কারণে, বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে হবে,

আগে থেকেই নিজের লক্ষ্য স্থির করে নেন। তারপর সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যান। এই রাশির ব্যক্তিরা সবকিছুই গুরুত্ব সহকারে দেখেন। পাশাপাশি, এদের ইচ্ছেশক্তিও প্রবল থাকে। তবে এই ইচ্ছেশক্তিকে ঠিক কাজে ব্যবহার করা হচ্ছে কি না সেটি যাচাই করা জরুরি। কাজের প্রয়োজনে এরা অনেক সময় পরিবারকেও সময় দিতে ভুলে যান। একগুঁয়ে প্রকৃতির হওয়ায় এরা নিজের মত করে চলতে ভালোবাসেন

ব্যক্তিগত জীবন: এরা আবেগ প্রবণ, অস্থির চিত্র ও উচ্চাভিলাষী। খোলা মনের স্পষ্ট ভাষী এবং স্বাধীনচেতা। মাথা ও মুখমন্ডলে আঘাতের ঝুকিঁ। গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত। এরা সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব করতে হয়। নিজের ক্ষমতায় না হলে পেছনের পথ দিয়ে এগোতেও কুণ্ঠিত হয় না।

নিজের ক্ষতি করেও কথা রাখতে চেষ্টা করে। মন চঞ্চল ও মাঝে মাঝে উগ্র প্রকৃতির। এরা সাধারণত পরোপকারী প্রকৃতির হয়। এরা খুব সহজেই রেগে যায় এবং নিজেদের অপমান সহ্য করতে পারে না। পরিবারের কোনও এক জনের সঙ্গে এদের সব সময় ঝামেলা থাকেই।

আরও পড়ুন: রত্ন পাথর শোধন করার নিয়ম?

কর্মজীবন: জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না, পাইলট, সামরিক অফিসার, সৈনিক, পুলিশ অফিসার, পদস্থ সরকারি কর্মচারী, প্রভৃতি বৃত্তি অবলম্বন করলে জীবনে দ্রুত উন্নতি করবে, অধ্যাবসায়ের দিকে কঠোর পরিশ্রম করে নিজেকে নিজের ভাগ্য গড়ে তুলতে হবে,

হঠাৎ কিছু পাওয়ার আশা করা তার পক্ষে উচিৎ হবে না, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কর্মজীবনের ক্ষেত্রে কিছু উত্থান-পতনের সম্মুখীন হতে পারেন। অফিসে ঘটে যাওয়া কোনো রাজনীতি থেকে অবশ্যই নিজেকে দূরে রাখুন।

স্বাস্থ্য: এই লোকের স্বাস্থ্য ভাল যায় না, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই সতর্ক থাকতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অবশ্যই যোগ ব্যায়াম এবং ধ্যান করুন। এর ফলে মানসিক এবং শারীরিক অবস্থা ভালো থাকবে। সুস্থতা বজায় রাখতে খাওয়াদাওয়ার প্ৰতি অবশ্যই যত্নশীল হন।

আর্থিক অবস্থা: এরা প্রায়ই প্রচুর ভু সম্পত্তি বা বাড়ির মালিক হয়।

প্রতিকার: প্রতিটি ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করুন। নাহলে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, নিজের কথায় সংযম বজায় রাখুন

জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।

জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন

__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন।

Scroll To Top
Close
Close
Shop
Sidebar
0 Wishlist
0 Cart
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping