বৃশ্চিক রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য

বৃশ্চিক রাশি – (Scorpio) - Tajmahal Gems World

রাশি অনুযায়ী আপনি মানুষটি কেমন?

জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্মতারিখ জানেন কিন্তু রাশি জানেন না। প্রত্যেকদিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে। আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। বৃশ্চিক রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন

বিশ্বস্ত বৃশ্চিক

রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক। যাদের জন্ম বাংলা কার্তিক মাসের ৯ তারিখ থেকে অগ্রহায়ন মাসের ৮ তারিখের মধ্যে অর্থাৎ ইংরেজি ২৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর

বৃশ্চিক রাশি-tajmahal gems world

তাদের সকলেই বৃশ্চিক রাশি। এ রাশিকে ইংরেজিতে Zodiac Scorpio বলা হয়ে থাকে। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। আপনি যদি কখনও বৃশ্চিক জাতকের কারো আস্থা অর্জন করে থাকেন তবে নিশ্চিত থাকুন যে সে আপনার জন্য যুদ্ধে নামতেও প্রস্তুত। সবচেয়ে বিশ্বস্ত তারা। তারা তাদের আস্থার প্রতিদান দেয় এবং কোনো কিছুর বিনিময় আশা করে না। বৃশ্চিক জাতকরা আত্মসংযমী, দৃঢ়প্রতিজ্ঞ ও গোপনীয়তাপ্রিয়। নিজের দুঃখ-কষ্ট অন্যকে বুঝতে দেন না। জীবনের সব অবস্থায় সততার সঙ্গে প্রতিটি কাজ করতে চান। সঙ্গীত, কলা ও লেখালেখিতে তাদের সহজাত দক্ষতা দেখা যায়। তারা বুদ্ধিমান।

বৃশ্চিক রাশির জাতকের জন্য শুভ রং নীল, ঘিয়ে, চকোলেট, সবুজ ও লাল। বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যা ৯। এ রাশির জন্য শুভ ধাতু লোহা ও ইস্পাত। বৃশ্চিক রাশির জন্য শুভ দিন মঙ্গলবার। এ রাশির জন্য শুভ সঙ্গী বা সঙ্গিনী কর্কট ও মীন। এ রাশির জাতকের গায়ের রং সাধারণ মলিন হয়। ভ্রু মোটা দেখা যায়। মৃদু কোলাহলে অভ্যস্ত এ রাশির জাতকেরা। অনেক সময় বিষন্নতায় ভোগে এমনই নিজের শরীর নষ্ট হয়ে যায়। আবার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে যে কোন সমস্যা কাটিয়ে উঠতে পারে। অতি সহজে তারা আঘাতপ্রাপ্ত হয় তেমনিই পাল্টা আক্রমণ করে বসে।

✤ বৃশ্চিক রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য

এই রাশির ব্যক্তি প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। নিজের মতে চলতে ভালবাসে। মঙ্গল প্রধান লোক প্রায়ই স্বেচ্ছাচারি, প্রভুত্বকামী হয়ে থাকে। মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। এরা প্রায়ই প্রচুর ভু সম্পত্তি বা বাড়ির মালিক হয়। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না। পাইলট, সামরিক অফিসার, সৈনিক, পুলিশ অফিসার, পদস্থ সরকারি কর্মচারী, প্রভৃতি বৃত্তি অবলম্বন করলে জীবনে দ্রুত উন্নতি করবে। অধ্যাবসায়ের দিকে কঠোর পরিশ্রম করে নিজেকে নিজের ভাগ্য গড়ে তুলতে হবে। হঠাৎ কিছু পাওয়ার আশা করা তার পক্ষে উচিৎ হবে না। এই লোকের স্বাস্থ্য ভাল যায় না। বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে হবে।

জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।

আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন?

Scroll To Top
Close
Close
Shop
0 Wishlist
0 Cart
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping