ধনু রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য

ধনু রাশি – (Sagittarius) - Tajmahal Gems World

রাশি অনুযায়ী আপনি মানুষটি কেমন?

জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্মতারিখ জানেন কিন্তু রাশি জানেন না। প্রত্যেকদিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে। আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। ধনু রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন

» সৎ ধনু

রাশি চক্রের নবম রাশি ধনু। যাদের জন্ম বাংলা ৯ অগ্রহায়ণ থেকে ৭ পৌষ অর্থাৎ ২৩ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর যাদের জন্ম তাদের ধনু রাশি। এ রাশিকে ইংরেজিতে (Zodiac Sagittarius) বলা হয়ে থাকে। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। অত্যন্ত সৎ ধনু রাশিরা জাতকরা। আপনি যদি ধনু রাশির সাথে থাকেন তবে সততা ছাড়া আর কিছুই আশা করবেন না। সনাতন ধারণার পাশাপাশি বিজ্ঞান ও দর্শনের প্রতি ধনু রাশির আগ্রহ রয়েছে। আবেগ বা কল্পনা নয় বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করে। ধনুরা নতুন কিছু অনায়াসে শিখতে পারে। তারা ব্যক্তিত্বসম্পন্ন ও প্রকৃত জ্ঞানের অধিকারী। জীবনের অনেক ক্ষেত্রে অন্যরা ধনু জাতক-জাতিকার দর্শন, বুদ্ধি ও পরামর্শ অনুসরণ করে।

ধনু রাশির জন্য শুভ রং হলুদ, বেগুনি ও ক্রিম। এ রাশির শুভ সংখ্যা ৩। এ রাশির শুভ ধাতু রুপা ও প্লাটিনাম। শুভ দিন বৃহস্পতিবার। এ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সঙ্গী অথবা সঙ্গিনী মেষ, সিংহ ও ধনু। ধনুরা সাধারণত অস্থির প্রকৃতির। ধনুরা সবসময়ই হূদয়কে উদ্দীপ্ত করতে পছন্দ করে। ধনু যখন সরাসরি তার লক্ষ্যে দৃষ্টি দেয়। ধনুর বন্ধুদেরকে বলছি, নিজের মেজাজ ঠাণ্ডা রাখুন। ধনু যারা তেমন একটা কথাবার্তা বলে না, তারা হয়তো মনে মনে এমন চমত্কার কোনো পরিকল্পনা করছে যেটা বিশ্বকে চমকে দিতে পারে।

ধনু রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য

এই রাশির ব্যক্তিরা ধার্মিক, সৎ, পরোপকারী এবং আদর্শবাদী হয়। ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় অন্যের অধীনে কাজ করতে অসুবিধা ভোগ করে। এরা সধারণত কর্মকুশল, দেবদ্বিজে ভক্তিমান, দৃঢ় প্রতিজ্ঞ, সত্যপ্রিয়, জ্ঞানি ও প্রতিভাশালী হয়। এদের বন্ধু সংখ্যা একটু কম। জাতকের বদান্যতার জন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। দৈবে অত্যধিক বিশ্বাসী হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। বিষয় সম্পত্তিতে আসক্তি কম। দৃঢ়তা ও স্পষ্টবাদিতার জন্য প্রায়ই মতান্তর ঘটে। প্রথম জীবনে নানা বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা, অর্থাভাব ইত্যাদি প্রায়ই দেখা দেয়। প্রচণ্ড পরিশ্রমী হওয়ায় অবস্থা পাল্টে যায়। মেষ, মিথুন ও ধনুরাশির জাতক জাতিকার সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। অর্থ ভাগ্য খুব ভাল নয়। কিন্তু মধ্য জীবনের পর থেকে আর্থিক অবস্থা ভাল হতে থাকে।

জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।

আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন?

Scroll To Top
Close
Close
Shop
0 Wishlist
0 Cart
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping