রাশি অনুযায়ী আপনি মানুষটি কেমন?
জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্মতারিখ জানেন কিন্তু রাশি জানেন না। প্রত্যেকদিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে। আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। কুম্ভ রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন।
✤ ধৈর্যশীল কুম্ভ –
রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ। যেসব ব্যাক্তির জন্ম বাংলা ৮ মাঘ থেকে ৬ ফাল্গুন অথাৎ ২১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি তারা কুম্ভ রাশির জাতক। এ রাশিকে ইংরেজিতে (Zodiac Aquarius) বলা হয়ে থাকে। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। কুম্ভ রাশির মানুষ ধৈর্যশীল ও সতর্ক। একাধিক বিষয়ের কুম্ভর আগ্রহ রয়েছে। প্রচলিত নিয়ম ও শৃঙ্খল ভেঙে এরা নতুন কিছু করতে চায়। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুম্ভ রাশির জাতক-জাতিকারা সাধারণত স্বাধীনচেতা ও পরোপকারী হয়ে থাকে। তারা যথেষ্ট পরিশ্রমী। অধিকাংশ সময়ই তারা স্বাধীন পেশার প্রতি আগ্রহী হয়ে থাকে।
এ রাশির জাতকের জন্য নীল, সবুজ ও বেগুনী শুভ রং। শুভ সংখ্যা ৪। কুম্ভ রাশির জাতকের শুভ ধাতু সোনা, রুপা ও হোয়াইট গোল্ড। কুম্ভ রাশির জন্য শুক্র ও শনিবার শুভ দিন। এ রাশির জাতক জাতিকাদের শুভ সঙ্গী অথবা সঙ্গিনী মিথুন ও তুলা। কুম্ভরা মিথ্যাচার ও প্রতারণা ঘৃণা করে এবং তারা ধার দেওয়া ও নেওয়া অপছন্দ করে। তারা আপনাকে টাকা উপহার হিসেবে দিতে পারে, কিন্তু তাদের কাছে টাকা ধার চেয়ে লাভ হবে না। কুম্ভ রাশির জাত জাতিকারা বুদ্ধিমান। তারা ঠান্ডা মাথার মানুষ, কাজকর্ম স্বচ্ছ রাখতে পচ্ছন্দ করে। কল্পনাশক্তির অনেক প্রখর। তবে অনেক সময় কুম্ভদের অলসতা দেখা যায়। কুম্ভ জাতকদের মনোযোগী হয়ে ওঠার ক্ষমতা সত্যিই অসাধারণ। কুম্ভ জাতক বা জাতিকাদের বন্ধুদের প্রতি বাত্সল্য ছাড়া তেমন ঘনিষ্ঠ কিছু নেই বললেই চলে।
✤ কুম্ভ রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য
শনি গ্রহের জাতকরাও একা থাকতে ভালবাসে। অবসাদ, নৈরাশ্য, মনের অস্থিরতা, গুপ্তবিদ্যায় ঝোঁক, গণিত, জ্যোতিষ, বিজ্ঞান, প্রভৃতিতে পারদর্শী হয়। কালো কোনও দ্রব্যের ব্যবসায় সাফল্য। এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে রত থাকে এরা। প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে। সাধারণত ভাল স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। বেশি ঝামেলা পছন্দ করে না। চাকরির থেকে ব্যবসা ভাগ্য ভাল হয়। জীবনে অনেক বার বাধা আসে আবার শুভ ঘটনাও ঘটে, বিশেষ করে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে। একটু খুঁতখুঁতে হওয়ায় সংসার জীবন মধ্যম হয়।
✒ জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।
আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন?




