কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য

কর্কট রাশি (Cancer Horoscope)

কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য : জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্ম তারিখ জানেন কিন্তু রাশি জানেন না। কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেক দিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। পাশাপাশি, এ রাশির অধিপতি গ্রহ চন্দ্র। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে।

আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। কর্কট রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন

আরও জানুন: রাজমোহিনী তাবিজ কি কাজ করে জানতে ভিডিওটি দেখুন

জন্মমাস (Date of Birth): যে সকল ব্যক্তিদের জন্ম ইংরেজি মাসের ২১ শে জুন থেকে ২০ শে জুলাই অথবা বাংলার ৮ ই আষাঢ় থেকে ৭ ই শ্রাবণের মধ্যে তাদের রাশি কর্কট রাশি। এইভাবে জন্ম মাসের ভিত্তিতে সহজেই আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন। যার ফলে আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথের বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই আপনি জানতে পারবেন। এমনকি সেই সকল সমস্যার প্রতিকারের উপায়ও জেনে নিতে পারবেন আপনি।

কর্কট রাশির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য

শুভ রং হালকা সবুজ, ক্রিম, কমলা ও সাদা
শুভ দিন সোমবার
শুভ সংখ্যা ৩৫
শুভ দিক উত্তর পশ্চিম দিক
শুভ স*ঙ্গী বা স*ঙ্গি-নী সিংহ রাশি
শুভ রত্ন আলোচনা বা গ্রহের বিচার ধারার উপর

আরও পড়ুন: দেহের কোথায় তিল থাকলে কি হয়

আবেগপূর্ণ ও স্বান্তনার কর্কটঃ – এ রাশিকে ইংরেজিতে Zodiac Cancer Horoscope (कैंसर कुंडली) (Karka Rashi) বলা হয়ে থাকে। এ রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এ রাশির মানুষ ঝঞ্ঝাট পছন্দ করেন না। পরিবারের প্রতি টান রয়েছে। চাপা স্বভাবের কারণে নিজেকে উপস্থাপন করতে চান না। যথেষ্ট কল্পনাপ্রবণ ও কর্মঠ। সব ব্যাপারেই বুঝে চলতে পছন্দ করেন।

স্মৃতিশক্তি প্রখর। পর নির্ভরতা পছন্দ করেন না। অন্যের আবেগ ও অনুভূতি দ্বারা সহজেই প্রভাবিত হন। যথেষ্ট অতিথি পরায়ণ ও আন্তরিক। সব ব্যাপারেই বুঝে শুনে চলেন। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লেগে থাকার অসাধারণ গুণ আপনার রয়েছে। আপনার রয়েছে প্রখর স্মৃতিশক্তি

কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য!

চারিত্রিক বৈশিষ্ট্য: কর্কট রাশির জাতক-জাতিকারা বেশিরভাগ সময়টাই কল্পনার জগতে ঘুরে বেড়ান। অর্থাৎ, এরা বেশ কল্পনাপ্রবণ হয়ে থাকেন। পাশাপাশি, কিছুটা চাপা স্বভাবের হওয়ার কারণে এরা অধিকাংশ সময়েই নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারেন না।

যার ফলে কাছের মানুষরা তাদের ভুল বোঝেন। পরোপকারের দিকে কিছুটা ঝোঁক থাকে এই রাশির ব্যক্তিদের। এছাড়াও, এই রাশির ব্যক্তিরা ধর্মীয় কাজে শান্তি খুঁজে পান। সেইকারণে এহেন কাজে তারা যুক্ত থাকতে পছন্দ করেন। 

ব্যক্তিগত জীবন: ভাবপ্রবণ ও রোম্যান্টিক ধরনের হয়ে থাকে, বিলাসি অথচ আদর্শবাদী, দিনের চেয়ে রাত বেশি প্রিয়, ভ্রমণ বিলাসী ও বাবা মায়ের ভক্ত হয়, দোষের মধ্যে একটু খুঁতখুঁতে চঞ্চল ও ভীতু, কর্কট রাশির জাতকদের হাসি অকৃতিম, রসিকতাবোধ গভীর, এই ব্যক্তিরা সচরাচর কল্পনা প্রিয়।

আরও পড়ুন: রত্ন পাথর শোধন করার নিয়ম?

কর্মজীবন: শিল্পী, আত্মকেন্দ্রিক অথচ স্পর্শকাতর, সব বিষয়ে হুড়োহুড়ি করা ও চঞ্চল প্রকৃতির হয়, ব্যবসা বুদ্ধি জন্মগত, তাই চাকরির চেয়ে ব্যবসাতেই জাতক বেশি উন্নতি করে, বিশেষ করে সাদা ও তরল দ্রব্যের, জলজ দ্রব্য বা খাদ্যদ্রব্যের ব্যবসা করলে খুব লাভবান হতে পারে, কর্কট রাশিরা প্রত্নতত্ত্ববিদদের মতো মানসিকতার গভীর থেকে গভীর পর্যন্ত শুধু অদ্ভুত সুন্দর সবকিছু খুঁজে চলে, প্রত্যেক কর্কটেরই অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে একটা বিস্ময়কর ক্ষমতা রয়েছে।

স্বাস্থ্য: ঠান্ডা জিনিস এদের প্রিয়, স্বাস্থ্য খুব একটা মজবুত হয় না, হৃদরোগ, পেটের রোগ, মাথার রোগ, যক্ষ্মা, হাঁপানি হওয়ার প্রবণতা থাকে, স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সচেতন থাকতে হবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। শুধু তাই নয়, কারও কারও আবার গোপন রোগও দেখা দিতে পারে। তাই, অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। যাদের বয়স ৫০ পেরিয়ে গেছে এবং কোনো রোগে আক্রান্ত হয়েছেন তারা অবশ্যই নিয়মিতভাবে চিকিৎসকদের পরামর্শ নিন। মানসিক এবং দৈহিকভাবে সুস্থ থাকার জন্য অবশ্যই যোগ ব্যায়াম এবং ধ্যান করুন।

আর্থিক অবস্থা: এরা সব সময় ছিমছাম ও বেহিসেবি হয়ে থাকে।

প্রতিকার: বার সাথে সংযত হয়ে আচরণ করুন। নাহলে আত্মীয়স্বজনদের সঙ্গে সদ্ভাবে চিড় ধরতে পারে। অবশ্যই এই বছরটিতে জেদ এবং একগুঁয়েমি ত্যাগ করুন। অন্যথায়, সাংসারিক শান্তি নষ্ট হতে পারে।

জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।

জ্যোতিষরাজ – দয়াল দেলোয়ার চিশতী- স্বর্ণ পদক প্রাপ্ত
পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ, অভিজ্ঞ বংশগত জহুরী, হস্তরেখাবিদ, গ্রহরত্ন নির্বাচক, জ্যোতিষ শাস্ত্রী, তান্ত্রিক, তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন

__________________
বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞ রত্ন বিশারদ (রত্ন বিশেষজ্ঞ) বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হস্তরেখাবিদ জ্যোতিষ। খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিশতী (Doyal Delower Chishti), তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম। রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে ● বাস্তব অভিজ্ঞাতা ● সনাতন এবং ● আধুনিক অভিজ্ঞতা। আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। রত্ন বিশেষজ্ঞ সাথে অনলাইনে নিরাপদে ব্যক্তিগতভাবে কোন সাক্ষাৎকার ছাড়াই চ্যাট এবং কল করে রত্নপাথর বিষয়ে পরামর্শ নিন।

Scroll To Top
Close
Close
Shop
Sidebar
0 Wishlist
0 Cart
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping