রাশি অনুযায়ী আপনি মানুষটি কেমন?
জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করবে কিভাবে আপনি? আপনার জন্মতারিখ জানেন কিন্তু রাশি জানেন না। প্রত্যেকদিন ১২টি রাশিতে নিজের রাশি খুজতে থাকেন। ভাবেন আপনার রাশি কোনটি। আমরা নিয়মিত রাশি ফলাফল জানাই। আজ আপনাদের নিজের রাশি নিজে বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে মনে রাখতে হবে আপনার সঠিক জন্মতারিখ এখানে কাজ করবে। আমরা যেহেতু ইংরেজি বাংলা দুই তারিখ অনুসরণ করে থাকি এজন্য দুটি তারিখ মতেই আপনি খুজের বের করতে পারবেন নিজের রাশি। আগে নিজের রাশি জেনে প্রত্যেকদিন সবার আগে জেনে নিন আপনার রাশি কেমন যেতে পারে। আর সেই অনুযায়ী মেনে চলুন রাশির পরামর্শ তাহলে আপনি পেতে পারেন সুখী জীবন। কন্যা রাশির জন্য শুভ রত্ন পাথর এখানে দেখুন।
✤ সহায়ক ও দয়ালু কন্যা –
রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। যে সকল ব্যক্তির জন্ম ইংরেজি ২৪ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্ব অর্থাৎ বাংলা ৯ ভাদ্র থেকে ৮ আশ্বিন মধ্যে তারা কন্যা রাশির জাতক/জাতিকা। এ রাশিকে ইংরেজিতে Zodiac Virgo বলা হয়ে থাকে। এ রাশির অধিপতি গ্রহ বুধ। কন্যা
রাশির মানুষ প্রিয় মানুষের জন্য অকাতরে ত্যাগ স্বীকার করতে পারে। সহজাত বুদ্ধি ও যুক্তির নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করে। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কন্যা রাশির জাতক-জাতিকারা তীক্ষষ্ট স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকে। ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি পায়। সঙ্গীত, গণিত, যুক্তি ও কর্মদক্ষতায় এ-রাশির জাতকরা অনন্য।
এ রাশির জাতকের শুভ রং ধূসর, নেভি ব্লু। কন্যা রাশির জাতকের শুভ সংখ্যা ৫। শুভ ধাতু রুপা ও প্লাটিনাম। কন্যা রাশির জাতকের শুভ দিন বুধবার। এ রাশির জাতকের শুভ সঙ্গী বা সঙ্গিনী মকর ও বৃষ। কন্যার জাতক-জাতিকারা সামাজিক মেলামেশায় তেমন স্বাচ্ছন্দ্যবোধ করে না। কন্যা হলো সতীত্বের প্রতীক। কন্যা জাতকেরা নিশ্চুপ থাকতে পছন্দ করে। এ রাশির জাতকের জাতকেরা সত্যকেও ভালোবাসে, ভালোবাসে সময়ানুবর্তিতা, মিতব্যয়িতা, বিচক্ষণতা, ও স্বতন্ত্র পছন্দবোধ। তারা ঘৃণা করে লোক দেখানো আবেগ, ধুলা, অশ্লীলতা, অলসতা ও শুয়ে বসে কাটানো। তারা স্বভাবে খুবই বাস্তববুদ্ধিসম্পন্ন, তাদের মধ্যে চরম মাত্রায় বৈষম্য লক্ষ করা যায়। তারাই সত্যিকার স্বাতন্ত্র্যবাদী, তাদের আগ্রহ-উপলব্ধি তাদের আকাঙ্ক্ষাকে বাজে এবং বেদনাদায়ক ভাবনার সঙ্গে যুক্ত করে না। কন্যার গুণের সঙ্গে পাল্লা দিয়ে দোষও আছে অনেক। তিলকে তাল বানানো এদের সবচেয়ে বড় দোষ।
✤ কন্যা রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য
এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। বুধ প্রধান ব্যক্তি উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। স্বভাব চরিত্র সহজে বোঝা যায় না। আইনবিদ্যা, চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, গণিত ইত্যাদিতে প্রায়ই পটু হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যে উন্নতি করে। একা স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি করে। সকলের জন্য চিন্তা করে তবে নিজের স্বার্থ ভাল বোঝে। মনের দু’টি পরপর বিপরীত ভাবের জন্য প্রায়ই উন্নতি ব্যাহত হয়। ব্যবসায়ী, প্রচারকর্তা, ওকালতি, এজেন্ট, জ্যোতিষী ইত্যাদি শুরু করলে জীবনে অবশ্যই উন্নতি করবে। এরা একা থাকতে ভালবাসে না। বন্ধুপ্রীতি অপরিসীম। কন্যা, মিথুন, মীন ও মেষ রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ শুভ। এরা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। মন দৃঢ় রাখতে পারলে জীবন কুব সুখকর হবে।
✒ জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিশতি।
আপনার আজকের দিনটি কেমন যাবে দেখে নিন?




