Delowar Chishti

About Doyal Delower Chishti

Doyal Delowar Chishti

পুরস্কার প্রাপ্ত অভিজ্ঞ বংশগত জহুরী ও জ্যোতিষ

দয়াল দেলোয়ার চিশতী একজন বিশিষ্ট বাংলাদেশী রত্ন পাথর ব্যবসায়ী ও জ্যোতিষ। বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন এই ব্যবসায়ী বাংলাদেশের রত্নপাথর ও জ্যোতিষ খাতকে সুসংহত করতে তাজমহল জেমস্ ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করেন। “দর্শনে রহমত তাজমহল জেমস্ ওয়ার্ল্ড” এই প্রতিষ্ঠানের কর্নধার বাংলাদেশ ও ভারত বর্ষে পুরস্কার প্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ ও দীর্ঘ ৪১ বছর অভিজ্ঞ বংশগত জহুরী, ও জ্যোতিষ তার তন্ত্র শাস্তের উপর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি নিজেই গ্রহ নহ্মত বিচার করে উপযুক্ত পরামর্শস সহ সঠিক গ্রহরত্ন আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকেন। ফলে আপনার প্রয়োজনীয় রত্নপাথর কররেখা, জন্ম ছক বিচার করে সঠিক রত্নপাথর নির্বাচন করে ধারন করতে পারবেন। হস্তরেখা রাশি রত্ন পাথরের জগতে তার পদচারণা ৪১ বছরেরও বেশী সময় ধরে। তাই রত্ন পাথর সম্পর্কে তার রয়েছে – ● – বাস্তব অভিজ্ঞাতা ● – সনাতন এবং ● – আধুনিক অভিজ্ঞতা।

  • তিনি আজমীর শরীফের খেলাফত প্রাপ্ত খাদেম।
  • পৃষ্ঠ পোষক, বাংলাদেশ এস্ট্রোলজার্স সোসাইটি। (BAS)
  • আজীবন সদস্য, দক্ষিণ এশীয় অ্যাস্ট্রো ফেডারেশন, নেপাল (SASF)
  • An Authorized Khadims of Ajmer Sharif. (Dargah Sharif)
  • Advisor, Bangladesh Astrologers Society (BAS)
  • Life Member, South Asian Astro Federation, Nepal (SASF)

Why Come To Me

কেনো আমার কাছে আসবেন!

সবাই চায় জীবনে সুখী হতে, সফলতা পেতে। কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক। পাথর বাছাইয়ের ক্ষেত্রে মানতে হয় কিছু দিকনির্দেশনা। ব্যবহারে ঠিকমতো সমন্বয় ঘটলে ফল মেলে। বদলে যেতে পারে মানুষের ভাগ্য। কেউ কেউ এসব রত্ন পাথর ধারণ করে রাতারাতি সাফল্য চান। তা কখনোই সম্ভব নয়। কারণ অনেক সময় এসব রত্ন পাথরের উপর গ্রহ নক্ষত্রের শুভ-অশুভ প্রভাব বিরাজমান। কষ্টি বিচারের সময় দুর্বল লগ্নপতি, রাশিপতি অথবা গ্রহের দৃষ্টিচক্র বিবেচনা ও যথোপযুক্ত রত্ন পাথর নির্বাচন করা উচিত। আর কারও কষ্টি না থাকলে রত্ন পাথর নির্বাচন করতে হবে গ্রহ নহ্মত বিচার করে।

শুদ্ধ শোধন

যে কোন প্রকার রাশি রত্ন পাথর শোধন ব্যতীত ধারনে সুফল নাও পেতে পারেন। রত্নপাথর পড়ার পূর্বে প্রতিটি পাথরই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শোধন করে ধারন করতে হবে।

ধাতুর শুদ্ধতা

রত্ন পাথরের বাঁধাইকৃত ধাতুর শুদ্ধতা আপনার অবশ্যই জানা থাকতে হবে? কোন রত্ন কোন ধাতু বা মূল ধারণ আপনার জন্য শুভ হবে তা একজন জহুরী শুধু জানে।

ধারনের শুভক্ষণ

রত্ন পাথর শোধনের প্রতি তিন মাস পর পর শুভ সময়ে ধারন করতে হয়? রত্ন পাথর শোধনের প্রতি তিন মাস পর পর শুভ সময়ে ধারন করতে হয়?

Doyal Delower Chishti with Probin Mitro Image
Since 1980

Gemstone Brand

আর হতাশা নয় সফলতার জন্য আজই চলে আসুন। দর্শনে রহমত তাজমহল জেমস্ ওয়ার্ল্ড – এর পরিবারের পক্ষ থেকে ন্যাচারাল রত্নপাথরের ভুবনে আপনাদের জানাই স্বাগতম। রত্ন পাথর কেনো দর্শনে রহমত তাজমহল জেমস্ ওয়ার্ল্ড থেকে কিনবেন? –

বংশগত প্রতিষ্ঠান

বংশগত ভাবে বছরের পর বছর আমরা গ্রাহক পর্যায়ে সেবা দিয়েছি বিধায়, আমরা অভিজ্ঞতার আলোকে আপনাদের রত্নপাথর সম্পর্কে সঠিক তথ্য দিতে পারছি।

বিশাল সমাহার

আমাদের রয়েছে প্রত্যেকটি পাথরের বিভিন্ন কোয়ালিটিসহ বিশাল সমাহার। আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী রত্ন পাথর বাছাই করে নেয়ার সুযোগ রয়েছে।

সরাসরি আমদানী

আমরাই রত্নপাথর বিভিন্ন দেশের মার্কেটপ্লেস থেকে কিনে সরাসরি আমদানী করে গ্রাহক পর্যায়ে পৌছে দেই। ফলে আপনারা সবচেয়ে কম দামে খাঁটি রত্ন কিনতে পারছেন।

কেনার আগে

পাথর কখনই অনলাইনে কেনা উচিত নয়। কারণ এতে কোয়ালিটি বা মান বুঝা যায় না। তাই রত্নপাথর কেনার আগে অবশ্যই শোরুমে যোগাযোগ করার অনুরোধ করবো।

১০০% গ্যারান্টি

আমরা ১০০% গ্যারান্টি সহকারে পাথর বিক্রী করে থাকি। এছাড়া নকল প্রমাণে ক্রয়কৃত মূল্য প্রদান করে থাকি। বর্তমানে গ্যারান্টিকার্ড, লেব টেষ্ট সার্টিফিকেট দিয়ে থাকি।

আস্থার প্রতিষ্ঠান

মুখরোচক কোন বিজ্ঞাপন দেখে নয়, বরং ভালো মানের কালেকশন দেখে রত্নপাথর কিনুন। আস্থা রাখতে পারেন এমন প্রতিষ্ঠান থেকে আপনার রত্নপাথরটি কিনুন।

OUR TESTIMONIAL

Our Clients Say

আমাদের মূল লহ্ম্য হচ্ছে সঠিক রত্ন পাথর ক্রেতাদের নিকট সঠিক মূলে বিক্রয় করা। আমাদের সেবা পেয়ে যারা খুশি তাদের অনুভূতি কথা শেয়ার করা হলো

Our Team Member

Meet Our Dorshone Rohomot Tajmahal Gems World Team Members
Scroll To Top
Close
Close
Shop
0 Wishlist
0 Cart
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping